স্টকমার্কেটবিডি প্রতিবেদক :
শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) তালিকাভুক্ত ইউনাইটেড কমার্সিয়াল ব্যাংক পিএলসির ৮০০ কোটি টাকার বন্ড প্রস্তাব অনুমোদন দিয়েছে।
মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) ৯৭৫তম কমিশন সভায় এ বন্ড অনুমোদন দেওয়া হয়েছে।
বিএসইসির জনসংযোগ বিভাগের সহকারী পরিচালক ও মুখপাত্র মোহাইমিনুল হক স্বাক্ষরিত এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এটি একটি নন কনভার্টেবল, তালিকাভুক্ত হবে না, সম্পূর্ণ অবসায়ন যোগ্য, ফ্লটিং রেটেড, সাবওর্ডিনেটেড বন্ড। বন্ডটি অলটারনেটিভ টেডিং বোর্ডে তালিকাভুক্ত হবে। এই বন্ডটি ইস্যুর মাধ্যমে উত্তোলিত অর্থ দিয়ে টায়ার টু ক্যাপিটাল বেইজের শর্ত পূরণ করা হবে।
স্থানীয় আর্থিক প্রতিষ্ঠান, করপোরেট প্রতিষ্ঠান, বিমা কোম্পানি, ফান্ড এবং যে কোনো প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী এই বন্ডে বিনিয়োগ করতে পারবেন।
বন্ডের ট্রাস্টি হিসাবে কাজ করবে ডিবিএইচ ফাইন্যান্স পিএলসি । আর এ্যারেন্জার হিসাবে দায়িত্ব পালন করবে ইউসিবি ইনভেষ্টমেন্ট লিমিটেড।
স্টকমার্কেটবিডি/////