শেয়ারবাজারে তালিকাভূক্ত ব্যাংকিং খাতের প্রতিষ্ঠান এক্সপোর্ট ইমপোর্ট ব্যাংক অব বাংলাদেশ লিমিটেডের একজন উদ্যোক্তা প্রতিষ্ঠানটির ২৫ লাখ শেয়ার বিক্রয়ের ঘোষণা দিয়েছেন। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র থেকে জানা যায়, মো. তাসমা বেগম নামের এ উদ্যোক্তা তার হাতে থাকা কোম্পানিটির ১ কোটি ৬৯ লাখ ৪৪ হাজার ৭৮২টি শেয়ারের মধ্যে তিনি এসব শেয়ার বিক্রয় করবেন।
আজকের দিনে এই ২৫ লাখ শেয়ারের বাজার মূল্য ১২.০৫ সময় অনুযায়ী ৯ টাকা করে ২ কোটি ২৫ লাখ টাকা।
আগামী ২৯ অক্টোবরের মধ্যে বাজার দরে এসব শেয়ারগুলো বিক্রয় করবেন।
স্টকমার্কেটবিডি.কম/বিএ