স্টকমার্কেটবিডি ডেস্ক :
শেয়ারবাজারের তালিকাভুক্ত প্রকৌশল খাতের কোম্পানি ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ পিএলসির চলতি বছরের প্রথম প্রান্তিকের আর্থিক প্রতিবেদন প্রকাশ করা হয়েছে। ডিএসই সূত্রে তথ্য জানা গেছে।
সোমবার (১১ নবেম্বর) অনুষ্ঠিত বোর্ড সভায় চলতি বছরের প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে এ তথ্য জানানো হয়েছে।
আর্থিক প্রতিবেদন সূত্রে জানা যায়, এই প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর,২৪) কোম্পানি শেয়ার প্রতি আয়(ইপিএস) হয়েছে ৪.৯২ টাকা। গত বছরের এ সময়ের কোম্পানিটির শেয়ার প্রতি আয় ছিল ৬.৬৭ টাকা।
এ সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি প্রকৃত সম্পদের মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ৩৮৪ টাকা। যা ২০২৪ সালের ৩০ জুনে ছিল ২৭৭ টাকা।
স্টকমার্কেটবিডি.কম///