ওয়েস্টার্ন মেরিন শিপ ইয়ার্ডের মালপত্র জব্দ করলেন আদালত

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত জাহাজ নির্মাতা প্রতিষ্ঠান ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ডের মালপত্র জব্দ করেছেন আদালত। এক পাওনাদারের দায়ের করা মামলার রায়ের পরিপ্রেক্ষিতে চট্টগ্রামের দ্বিতীয় যুগ্ম জেলা জজ আদালতের ক্রোক কর্মকর্তা মোহাম্মদ কবির এ মালপত্র জব্দ করেন।

বিষয়টি নিশ্চিত করে মোহাম্মদ কবির গণমাধ্যমকে বলেন, ওয়েস্টার্ন মেরিনের কাছে পাওনা ৭০ লাখ টাকার বিপরীতে দায়ের করা মামলার রায় পান স্থানীয় বাসিন্দা হাজি ছাবের আহাম্মদ। গত ৭ এপ্রিল আদালতের দেয়া রায়ে ওয়েস্টার্ন মেরিনের মালপত্র জব্দের আদেশ দেয়া হয়। ওই আদেশের পরিপ্রেক্ষিতে গত মঙ্গলবার প্রতিষ্ঠানটির ইয়ার্ড থেকে ১৪-১৫ ধরনের যন্ত্রপাতি জব্দ করা হয়। সেসব যন্ত্রপাতির আনুমানিক মূল্য ৭০ লাখ টাকা। আদালতের তথ্যমতে, ২০২০ সালে এ পাওনা আদায়ে মামলা করেন স্থানীয় বাসিন্দা হাজি ছাবের আহাম্মদ।

ছাবের আহাম্মদ বলেন, ওয়েস্টার্ন মেরিন আমার জমিতে শিপইয়ার্ড নির্মাণ করলেও নিয়মিত ভাড়া পরিশোধ করছে না। ভাড়া দিয়ে আমার জমি ছেড়ে দেয়ার জন্য দাবি জানিয়েছিলাম। ভাড়া আদায়ে আদালতের শরণাপন্ন হলে আদালত মালপত্র জব্দের নির্দেশ দিয়েছেন। এরই মধ্যে আমরা ইয়ার্ডের বেশকিছু জমি দখলে নিলেও কোম্পানিটি ভাড়া পরিশোধ করে বাকি জমি বুঝিয়ে দিচ্ছে না।

ছাবের আহাম্মদ ছাড়াও ইয়ার্ড মালিকদের বিরুদ্ধে আরো একটি মামলা করেছেন ভূমি মালিক আবুল বশর আবু। চুক্তি অনুযায়ী ভাড়া পরিশোধ না করায় তাদের বিরুদ্ধে এ উচ্ছেদ মামলা করা হয়। চট্টগ্রামের প্রথম যুগ্ম জেলা জজ আদালতের মামলা নম্বর ১৫১/২০২০।

২ হাজার কোটি টাকার বেশি দেনার ভারে জর্জরিত দেশের বৃহত্তম জাহাজ নির্মাতা প্রতিষ্ঠান ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড লিমিটেড। ২০১৪ সালে কোম্পানি শেয়ারবাজারে তালিকাভুক্ত হয়।কোম্পানিটির ৫৩ শতাংশ শেয়াররের মালিক সাধারণ বিনিয়োগকারী।

কোম্পানিটি ২০২০ সাল পর্যন্ত শেয়ারহোল্ডারদের লভ্যাংশ প্রদান করলেও পরবরর্তীতে আর কোনো লভ্যাংশ প্রদান করেনি।

স্টকমার্কেটবিডি.কম/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *