স্টকমার্কেটবিডি প্রতিবেদক :
চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্স পিএলসি-এর ১২তম বার্ষিক সাধারণ সভা আজ সকাল ১০.৩০ ঘটিকায় রাজধানীর শুটিং ক্লাবে হাইব্রিড মডেলে অনুষ্ঠিত হয়। পবিত্র কোরআন থেকে তিলাওয়াত করার মাধ্যমে অনুষ্ঠানের কার্যক্রম শুরু হয়। উক্ত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্স পিএলসি-এর মাননীয় ভাইস চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মোঃ নুরুল আকতার এবং পরিচালনা করেন কোম্পানী সেক্রেটারী জনাব জি. এম রাশেদ । অনুষ্ঠানে কোম্পানীর সিইও (ভারপ্রাপ্ত) জনাব মুহাম্মদ আসিফ সাম্ছ এবং অন্যান্য উর্দ্ধতন কর্মকর্তাবৃন্ধ সহ কোম্পানীর সম্মানিত শেয়ারহোল্ডারবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে কোম্পানীর গত বছরের বার্ষিক প্রতিবেদন উপস্থাপন করা হয় এবং নির্ধারিত আলোচ্যসূচী অনুযায়ী আলোচনা করা হয় ও ভোটের মাধ্যমে নিম্নোক্ত আলোচ্য বিষয়সমূহ অনুমোদিত হয়।
১) ২০২৪ সালের ৩১শে ডিসেম্বর পর্যন্ত সমাপ্ত অর্থবছরের আর্থিক বিবরণী এবং নিরীক্ষা প্রতিবেদন অনুমোদিত হয়,
২) কোম্পানির পরিচালনা পর্ষদের ৩ জন পরিচালক পুনঃনির্বাচিত হয়,
৩) প্রস্তাবিত শূন্য লভ্যাংশ অনুমোদিত হয়,
৪) ২০২৫ সালের জন্য কোম্পানির সংবিধিবদ্ধ নিরীক্ষকদের নিয়োগ অনুমোদন করা এবং তাদের পারিশ্রমিক নির্ধারণ করা হয়
৫) বিএসইসি এবং আইডিআরএ-এর প্রয়োজনীয়তা অনুসারে কর্পোরেট গভর্নেন্স কমপ্লায়েন্স নিরীক্ষকদের নিয়োগ অনুমোদন করা এবং তাদের পারিশ্রমিক নির্ধারণ করা হয়
অনুষ্ঠানে মাননীয় ভাইস চেয়ারম্যান এবং মুখ্য নির্বাহী কর্মকর্তা তাদের নিজ নিজ বক্তব্যে কোম্পানীর উত্তরোত্তর সাফল্য কামনা করেন এবং সেই সাথে আগামীতে সম্মানীত শেয়ারহোল্ডারদের জন্য নগদ লভ্যাংশ বৃদ্ধিতে নিরলসভাবে কাজ করে যাবেন বলে আশা ব্যক্ত করেন।
স্টকমার্কেটবিডি.কম////