স্টকমার্কেটবিডি প্রতিবেদক :
শেয়ারবাজার থেকে অর্থ উত্তোলনে টেকনো ড্রাগসের প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) আবেদনের দিন নির্ধারণ করে দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
কোম্পানিটির আইপিও আবেদন আগামী ৯ জুন শুরু হবে। যা ১৩ জুন পর্যন্ত চলবে।
এর আগে গত ৭ মার্চ বিএসইসির ৯০২তম কমিশন সভায় এই আইপিওটির চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়।
সূত্রে জানা যায়, টেকনো ড্রাগস লিমিটেড লিমিটেড সাধারণ শেয়ার ছেড়ে ১০০ কোটি টাকা উত্তোলন করবে। কোম্পানিটি প্রিমিয়াম মূল্যে শেয়ার ইস্যু করবে।
উত্তোলিত অর্থ দিয়ে কোম্পানিটি ব্যবসা সম্প্রসারণ, ভবন নিমার্ণ, মেশিনাদি ক্রয়, ব্যাংক ঋণ পরিশোধ ও আইপিও খরচ খাতে ব্যয় করবে।
৩০ জুন ২০২৩ সময়ের নিরীক্ষিত আর্থিক বিবরণী অনুযায়ী কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদের পরিমাণ (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২২.৫৭ টাকা। আর বিগত ৫ বছরের ভারিত গড় হারে শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ২.০৮ টাকা।
কোম্পানিটির ইস্যু ম্যানেজার হিসেবে কাজ করছে ইম্পেরিয়াল ক্যাপিটাল লিমিটেড ও ইবিএল ইনভেস্টমেন্ট লিমিটেড।
স্টকমার্কেটবিডি.কম///