ডলারের দাম সাড়ে তিন বছরের মধ্যে সর্বনিম্ন

স্টকমার্কেটবিডি ডেস্ক :

ইরান–ইসরায়েল যুদ্ধবিরতির পর মার্কিন ডলারের মানও পড়ে গেছে। বৃহস্পতিবার ইউরোর বিপরীতে ডলারের দাম সাড়ে তিন বছরের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমে গেছে। যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভের স্বাধীনতা নিয়ে অনিশ্চয়তা তৈরি হওয়ায় সামগ্রিকভাবে মুদ্রানীতির ওপর বিনিয়োগকারীদের আস্থা কিছুটা কমেছে।

শুধু ইউরো নয়, সব কটি প্রধান মুদ্রার বিপরীতে ডলারের মান আজ কমেছে। ইউরোর মান শূন্য দশমিক ২ শতাংশ বেড়ে ১ দশমিক ১ হাজার ৬৮৭ ডলারে উঠেছে; ২০২১ সালের অক্টোবরের পর যা সর্বোচ্চ। এরপর তা ১ দশমিক ১ হাজার ৬৯২ থেকে ১ দশমিক ১ হাজার ৯০৯ ডলার পর্যন্ত উঠতে পারে।

পাউন্ডের মানও শূন্য দশমিক ২ শতাংশ বেড়ে ১ দশমিক ৩ হাজার ৬৯০ ডলারে উঠেছে—২০২২ সালের জানুয়ারির পর যা সর্বোচ্চ। অন্যদিকে সুইস ফ্রাঁর বিপরীতে ডলারের মান শূন্য দশমিক ৮ হাজার ৩৩ যা ২০১১ সালের পর সর্বনিম্ন। একই সঙ্গে ফ্রাঁ ইয়েনের বিপরীতেও রেকর্ড উচ্চতায় উঠেছে। প্রতি ফ্রাঁর বিপরীতে পাওয়া যাচ্ছে ১৮০ দশমিক ৫৫। অন্যদিকে ডলারের মান ইয়েনের বিপরীতে শূন্য দশমিক ২ শতাংশ কমে ১৪৪ দশমিক ৮৯ হয়েছে। সেই সঙ্গে ডলার ইনডেক্স বা সূচকের মান ২০২২ সালের শুরুর পর সর্বনিম্ন অবস্থানে নেমে গেছে—৯৭ দশমিক ৪৯১।

ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদনে বলা হয়েছে, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফেড চেয়ারম্যান জেরোম পাওয়েলের জায়গায় অন্য কাউকে বসানোর সম্ভাবনা নিয়ে ভাবছেন। চলতি বছরের সেপ্টেম্বর বা অক্টোবরের মধ্যেই তা ঘোষণার পরিকল্পনা করেছেন তিনি। বিশ্লেষকদের মতে, এতে পাওয়েলের অবস্থান দুর্বল হয়েছে।

ইনটাচ ক্যাপিটাল মার্কেটসের এশীয় মুদ্রাবাজার প্রধান কিয়ারান উইলিয়ামস বলেন, পাওয়েলের উত্তরসূরিকে আগেভাগে মনোনয়নের পদক্ষেপ নেওয়া হলে বাজারে নেতিবাচক প্রতিক্রিয়া দেখা দিতে পারে, বিশেষ করে যদি সেটি রাজনৈতিক উদ্দেশ্যপ্রসূত বলে মনে হয়।

স্টকমার্কেটবিডি.কম/////

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *