ডিএসইতে লেনদেন কমলেও বেড়েছে সিএসইতে

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের মিশ্রাবস্হা দেখা গেছে। এদিন সেখানে লেনদেন আগের দিনের চেয়ে বেড়েছে। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক বাড়লেও লেনদেন কমেছে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

সপ্তাহের দ্বিতীয় কর্মদিবস সোমবার দিনশেষে ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ৯.৭০পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫,৩৮৯ পয়েন্টে। আর ডিএসই শরীয়াহ সূচক ০.৯৬ পয়েন্ট কমে অবস্থান করছে ১১৬৩ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ১.২৯ পয়েন্ট কমে অবস্থান করছে ২০৮৪ পয়েন্টে।

এদিন ডিএসইতে লেনদেন হয়েছে ৫৯৯ কোটি ৩৩ লাখ টাকা। গতকাল রবিবার সেখানে লেনদেনের পরিমাণ ছিল ৫৬৪ কোটি ১৮ লাখ টাকা।

ডিএসইতে দিনভর ৩৯৭টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ারের লেনদেন হয়। এর মধ্যে ২১২টি শেয়ারের দর বেড়েছে, কমেছে ১০৫টির আর অপরিবর্তিত আছে ৮০টির দর।

এদিন ডিএসইতে লেনদেনে এগিয়ে থাকা ১০টি কোম্পানি হলো – ওরিয়ন ইনফিউশন,সিমটেক্স ইন্ডাস্ট্রিজ, সোনালী পেপার, ব্র্যাক ব্যাংক, স্কয়ার ফার্মা, সাপোর্ট, প্রগতি লাইফ ইন্স্যুরেন্স, কে এন্ড কিউ, খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ ও জেনেক্স ইনফোসিস।

অন্যদিকে দেশের অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) প্রধান সূচক সিএএসপিআই সূচক ১১.৫৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৫ হাজার ৩৫ পয়েন্টে।

দিনভর লেনদেন হওয়া ১৯৭টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৭৯টির, কমেছে ৮০টির ও দর অপরিবর্তিত রয়েছে ৩৮টির।

এদিন সিএসইতে লেনদেন হয়েছে ১২ কোটি ৭৩ লাখ টাকা। গতকাল রবিবার সেখানে ১৩ কোটি ২৪ লাখ টাকার লেনদেন হয়।

দিনশেষে সিএসইতে লেনদেনের শীর্ষে রয়েছে ফাইন ফুডস।

স্টকমার্কেটবিডি.কম/এসবি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *