ডিএসইতে ৫২৬ ও সিএসইতে ১৩ কোটি টাকার লেনদেন

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের পতন হয়েছে। এদিন সেখানে লেনদেনও আগের দিনের চেয়ে কমেছে। অপরদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সূচক ও লেনদেন কমেছে । ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

সপ্তাহের চতূর্থ কর্মদিবস বুধবার ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ৫৮.২২ পয়েন্ট কমে অবস্থান করছে ৫৫২৭ পয়েন্টে। আর ডিএসই শরীয়াহ সূচক ১২.৭৯ পয়েন্ট কমে অবস্থান করছে ১২১২ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ১৪.১৪ পয়েন্ট কমে অবস্থান করছে ১৯৭৭ পয়েন্টে।

এদিন ডিএসইতে লেনদেন হয়েছে ৫২৬ কোটি ৩৩ লাখ টাকা। গতকাল মঙ্গলবার সেখানে লেনদেনের পরিমাণ ছিল ৬৬৪ কোটি ৩৬ লাখ টাকা।

ডিএসইতে দিনভর ৩৯৫টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ারের লেনদেন হয়। এর মধ্যে ৬১টি শেয়ারের দর বেড়েছে, কমেছে ৩০১টির আর অপরিবর্তিত আছে ৩৩টির দর।

এদিন ডিএসইতে লেনদেনে এগিয়ে থাকা ১০টি কোম্পানি হলো – আলিফ ইন্ডাস্ট্রিজ, ই-জেনারেশন, ওরিয়ন ইনফিউশন, নাভানা ফার্মা, বেষ্ট হোল্ডিংস, মালেক স্পিনিং মিলস, কহিনূর কেমিক্যালস, প্যারামাউন্ট ইন্স্যুরেন্স, প্রগতি লাইফ ইন্স্যুরেন্স ও সী পার্লস।

অন্যদিকে দেশের অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ব্রড ইনডেক্স ১০৪.৫৬ পয়েন্ট কমে অবস্থান করছে ১৬ হাজার ৬০ পয়েন্টে।

দিনভর লেনদেন হওয়া ২৩৪টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৩২টির, কমেছে ১৭৪টির ও দর অপরিবর্তিত রয়েছে ২৮টির।

এদিন সিএসইতে লেনদেন হয়েছে ১৩ কোটি ৬০ লাখ টাকা। গতকাল মঙ্গলবার সেখানে লেনদেন হয়েছে ১৪ কোটি ৭১ লাখ টাকা।

দিনশেষে সিএসইতে লেনদেনের শীর্ষে রয়েছে ফরচুন সুজ ও খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ।

স্টকমার্কেটবিডি.কম/এসবি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *