স্টকমার্কেটবিডি প্রতিবেদক :
দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের উত্থাণ দেখা গেছে। এদিন সেখানে লেনদেন আগের দিনের চেয়ে বেড়েছে। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক ও লেনদেন বেড়েছে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা যায়।
সপ্তাহের দ্বিতীয় কর্মদিবস সােমবার দিনশেষে ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ২৫.৫৯ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫,২১৯ পয়েন্টে। আর ডিএসই শরীয়াহ সূচক ৯.৬১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১১৪৬ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ১৮.০৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৯৯৬ পয়েন্টে।
এদিন ডিএসইতে লেনদেন হয়েছে ৮৬০ কোটি ৭০ লাখ টাকা। গতকাল রবিবার সেখানে লেনদেনের পরিমাণ ছিল ৭৭৫ কোটি ৯০ লাখ টাকা।
ডিএসইতে দিনভর ৩৯৬টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ারের লেনদেন হয়। এর মধ্যে ১১৭টি শেয়ারের দর বেড়েছে, কমেছে ২২৪টির আর অপরিবর্তিত আছে ২৫টির দর।
এদিন ডিএসইতে লেনদেনে এগিয়ে থাকা ১০টি কোম্পানি হলো – ব্র্যাক ব্যাংক, খান ব্রাদার্স, বিএটিবিসি, বিএসসি, সিটি ব্যাংক, এশিয়াটিক ল্যাবরেটরিজ, ওরিয়ন ইনফিউশন, লাফার্জ হোলসিম, শাইনপুকুর সিরামিকস ও প্রাইম ব্যাংক।
অন্যদিকে দেশের অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) প্রধান সূচক সিএএসপিআই সূচক ৯৬.৯২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৪ হাজার ৫৭৩ পয়েন্টে।
দিনভর লেনদেন হওয়া ২৫৯টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১০৫টির, কমেছে ১২১টির ও দর অপরিবর্তিত রয়েছে ৩৩টির।
এদিন সিএসইতে লেনদেন হয়েছে ১১ কোটি ৬৬ লাখ টাকা। গতকাল রবিবার সেখানে ১০ কোটি ৫৩ লাখ টাকার লেনদেন হয়েছে।
দিনশেষে সিএসইতে লেনদেনের শীর্ষে রয়েছে ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ।
স্টকমার্কেটবিডি.কম/এসবি