স্টকমার্কেটবিডি প্রতিবেদক :
ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সার্ভারে ত্রুটি দেখা দিয়েছে। তবে লেনদেন চালু রয়েছে।
আজ রবিবার শুরু থেকেই ডিএসর ওয়েবসাইটিতে সূচক সংক্রান্ত বিভিন্ন ভুল তথ্য দেখাচ্ছে। সূচকের লেখিচত্র বা গ্রাফ হালনাগাদ হচ্ছে না। তাই ওয়েবসাইট থেকে বাজারের প্রকৃত অবস্থা জানা যাচ্ছে না। বরং বাজারের বিভ্রান্তিকর তথ্য দিচ্ছে এই সূচক।
এই অবস্থায় লেদেন চালু রেখেছে ডিএসই। প্রতিষ্ঠানটির ভাষ্য, ডিএসইর ইনডেক্সে কিছু সমস্যা দেখা দিয়েছে। তবে এটা নিয়ে প্যানিক হবেন না।
এদিন বেলা ১২:৪০ টায় ডিএসই ব্রড ইনডেক্স ডিএসইএক্স ৬,১১২ পয়েন্ট দেখাচ্ছে। আজ লেনদেন শুরুতেও একই অবস্থানেই ছিল। এসময়টিতে প্রতিটি শেয়াররের দামই বেশ উঠানামা করলেও সূচকের অবস্থান অপরিবর্তিত রয়েছে।
এসময় পর্যন্ত ৩৯৩টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ারের লেনদেন হয়। এর মধ্যে ১৪৫টি শেয়ারের দর বেড়েছে, কমেছে ১৮৩টির আর অপরিবর্তিত আছে ৬৫টির দর।
দিনের প্রথম ২ ঘন্টা ৪০ মিনিটে ডিএসইতে লেনদেন হয়েছে ২৬২ কোটি ১৮ লাখ টাকার শেয়ার।
স্টকমার্কেটবিডি.কম////