
কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর
স্টকমার্কেটবিডি প্রতিবেদক :
বাংলাদেশে বিনিয়োগ করা এখন একটি কৌশলগত ও সময়োপযোগী সিদ্ধান্ত হতে পারে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর। তিনি বলেন, দক্ষিণ এশিয়ায় বিনিয়োগের নতুন গন্তব্য হতে পারে বাংলাদেশ। আমাদের অর্থনীতি স্থিতিস্থাপক, প্রবৃদ্ধির ধারা অবিচল এবং বেসরকারি খাত এই প্রবৃদ্ধির প্রধান চালিকা শক্তি।
আজ রাজধানীর হোটেল শেরাটনে সৌদি–বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এসএবিসিসিআই) আয়োজিত ‘সৌদি–বাংলাদেশ বিজনেস সামিট ২০২৫’–এর তিনি এসব কথা বলেন।
প্রধান অতিথির বক্তব্যে আহসান এইচ মনসুর বলেন, আমার বিনীত পরামর্শ হবে, সৌদি ইনভেস্টমেন্ট ফান্ড, প্রাইভেট সেক্টর ফান্ড ও অন্যান্য বিনিয়োগকারী যেন বাংলাদেশেও আসে। এটা শুধু ভারতে সীমাবদ্ধ থাকা উচিত নয়।
গভর্নর বলেন, ইসলামী বিশ্বের বৃহত্তম অর্থনীতিগুলোর সঙ্গে সংযোগ বাড়িয়ে বাংলাদেশ ভবিষ্যতে আঞ্চলিক বিনিয়োগ ও বাণিজ্যের গুরুত্বপূর্ণ কেন্দ্র হয়ে উঠতে পারে।
তিনি জানান, বাংলাদেশ এখন প্রায় অর্ধ–ট্রিলিয়ন ডলারের অর্থনীতি এবং ধীরে ধীরে ট্রিলিয়ন মার্কের দিকে এগোচ্ছে।
এটি একটি সহনশীল ও সম্ভাবনাময় অর্থনীতি, যা বহু ধাক্কা, প্রাকৃতিক দুর্যোগ, রাজনৈতিক সংকট ও বৈশ্বিক অস্থিরতা সামলে টিকে আছে।
স্টকমার্কেটবিডি.কম////