স্টকমার্কেটবিডি ডেস্ক :
আলিবাবার দক্ষিণ এশীয় ই-কমার্স প্রতিষ্ঠান দারাজ বাংলাদেশের জন্য নতুন ব্যবস্থাপনা পরিচালক (এমডি) নিয়োগ দেওয়া হয়েছে।
সূত্র জানিয়েছে, সৈয়দ মোস্তাহিদল হকের স্থলাভিষিক্ত হলেন বেন (কিয়ান) ই। বেন (কিয়ান) ই বর্তমানে আলিবাবার দক্ষিণ-পূর্ব এশীয় ই-কমার্স শাখা লাজাদা ফিলিপাইনের প্রধান বাণিজ্যিক কর্মকর্তা হিসাবে দায়িত্ব পালন করছেন।
আজ বুধবার এক বৈঠকে বেন (কিয়ান) ই’র নিয়োগের বিষয়টি কর্মীদের নিশ্চিত করেছে দারাজ।
সৈয়দ মোস্তাহিদল হক ২০১৭ সাল থেকে দারাজ গ্রুপের প্রধান হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। তিনি এবার দারাজ বাংলাদেশের চেয়ারম্যানের দায়িত্ব পালন করবেন।
দারাজ বাংলাদেশে ৪০০ শতাধিক কর্মী ছাঁটাইয়ের আড়াই মাস পর এই ঘোষণা এলো।
স্টকমার্কেটবিডি.কম////