স্টকমার্কেটবিডি ডেস্ক :
সপ্তাহের তৃতীয় কর্মদিবস বুধবার দিনশেষে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে উঠে এসেছে স্কয়ার ফার্মা লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, এদিন কোম্পানিটির ৩৭ কোটি ১১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। লেনদেনের তালিকায় দ্বিতীয় স্থানে এমারেল্ড অয়েল ইন্ডাস্ট্রিজ লিমিটেড শেয়ার লেনদেন হয়েছে ২৪ কোটি ৩৪ লাখ টাকা।
সোনালী আঁশ ইন্ডাস্ট্রিজ লিমিটেড ১৭ কোটি ৫৬ লাখ টাকার শেয়ার লেনদেনের মাধ্যমে তৃতীয় স্থানে উঠে এসেছে।
লেনদেনের তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে- দেশবন্ধু পলিমারের ১৬ কোটি ১৭ লাখ, সী পার্ল বিচ রিসোর্ট এন্ড স্পার ১৫ কোটি ৯১ লাখ, জেমিনী সী ফুডের ১৫ কোটি ৮৫ লাখ, ফু-ওয়াং ফুডসের ১০ কোটি ৬ লাখ, ওরিয়ন ইনফিউশনের ৯ কোটি ৭৯ লাখ, কহিনূর কেমিক্যালসের ৯ কোটি ৭৯ লাখ ও লাফার্জ হোলসিম বিডি লিমিটেড ৯ কোটি ২৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
স্টকমার্কেটবিডি.কম/এসবি