স্টকমার্কেটবিডি প্রতিবেদক :
দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের উত্থান হয়েছে। এদিন সেখানে লেনদেনও আগের দিনের চেয়ে বেড়েছে। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক ও লেনদেন বেড়েছে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা যায়।
সপ্তাহের তৃতীয় কর্মদিবস মঙ্গলবার দিনশেষে ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ২৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫,৪১৫ পয়েন্টে। আর ডিএসই শরীয়াহ সূচক ৮.১৮ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১১৭১ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ২.৭৯ পয়েন্ট কমে অবস্থান করছে ২০৮১ পয়েন্টে।
এদিন ডিএসইতে লেনদেন হয়েছে ৬৯৬ কোটি ৮০ লাখ টাকা। গতকাল সোমবার সেখানে লেনদেনের পরিমাণ ছিল ৫৯৯ কোটি ৩৩লাখ টাকা।
ডিএসইতে দিনভর ৩৯৭টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ারের লেনদেন হয়। এর মধ্যে ২০৭টি শেয়ারের দর বেড়েছে, কমেছে ১৩০টির আর অপরিবর্তিত আছে ৬০টির দর।
এদিন ডিএসইতে লেনদেনে এগিয়ে থাকা ১০টি কোম্পানি হলো – সোনালী পেপার, সাপোর্ট, রূপালী লাইফ ইন্স্যুরেন্স, ওরিয়ন ইনফিউশন, সিভিও পেট্রো, প্রগতি লাইফ ইন্স্যুরেন্স, খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ, ডমিনেজ স্টিলস, কে এন্ড কিউ ও ফারইষ্ট নিটিং এন্ড ডায়িং।
অন্যদিকে দেশের অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) প্রধান সূচক সিএএসপিআই সূচক ৪৪.৯২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৫ হাজার ৭৯ পয়েন্টে।
দিনভর লেনদেন হওয়া ২৩০টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১১৭টির, কমেছে ৮৫টির ও দর অপরিবর্তিত রয়েছে ২৮টির।
এদিন সিএসইতে লেনদেন হয়েছে ১৬ কোটি ১ লাখ টাকা। গতকাল সোমবার সেখানে ১২ কোটি ৭৩ লাখ টাকার লেনদেন হয়।
দিনশেষে সিএসইতে লেনদেনের শীর্ষে রয়েছে ফাইন ফুডস।
স্টকমার্কেটবিডি.কম/এসবি