স্টকমার্কেটবিডি প্রতিবেদক :
দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক কমেছে। তবে এদিন সেখানে লেনদেন আগের দিনের চেয়ে বেড়েছে। এদিন চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক কমলেও লেনদেন বেড়েছে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা যায়।
সপ্তাহের চতূর্থ কার্যদিবস বুধবার দিনশেষে ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ২.৯৩ পয়েন্ট কমে অবস্থান করছে ৫ হাজার ২০৯ পয়েন্টে। আর ডিএসই শরীয়াহ সূচক ১.৩৫ পয়েন্ট কমে অবস্থান করছে ১১৫৮ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ০.৬৬ পয়েন্ট কমে অবস্থান করছে ১৮৮১ পয়েন্টে।
এদিন ডিএসইতে লেনদেন হয়েছে ৪৮২ কোটি ৫১ লাখ টাকা। গতকাল মঙ্গলবার সেখানে লেনদেনের পরিমাণ ছিল ৪৫১ কোটি ১৮ লাখ টাকা।
ডিএসইতে দিনভর ৩৯৫টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ারের লেনদেন হয়। এর মধ্যে ১৫০টির শেয়ারের দর বেড়েছে, কমেছে ১৮৬টির আর অপরিবর্তিত আছে ৫৯টির দর।
এদিন ডিএসইতে লেনদেনে এগিয়ে থাকা ১০টি কোম্পানি হলো – শাইনপুকুর সিরামিকস, ইন্ট্রাকো রি-ফুয়েরিং, উত্তরা ব্যাংক, ফুয়াং ফুডস, লাভেলো আইসক্রিম, আলিফ ইন্ডাস্ট্রিজ, স্কয়ার ফার্মা, বিডিথাই এলুমিনিয়াম, ইভেন্সি টেক্সটাইল ও ওরিয়ন ইনফিউশন।
অন্যদিকে দেশের অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সূচক সিএএসপিআই সূচক ১০৮০ পয়েন্ট কমে অবস্থান করছে ১৪ হাজার ৫৬৭ পয়েন্টে।
দিনভর লেনদেন হওয়া ১৯৩টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৯৬টির, কমেছে ৭৯টির ও দর অপরিবর্তিত রয়েছে ২৮টির।
এদিন সিএসইতে লেনদেন হয়েছে ৬ কোটি ৯৪ লাখ টাকা। গতকাল মঙ্গলবার সেখানে ৩ কোটি ৮৩ লাখ টাকার লেনদেন হয়েছে।
দিনশেষে সিএসইতে লেনদেনের শীর্ষে রয়েছে উত্তরা ব্যাংক।
স্টকমার্কেটবিডি.কম/এসবি