স্টকমার্কেটবিডি প্রতিবেদক :
দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের পতন হয়েছে। এদিন সেখানে লেনদেনও আগের দিনের চেয়ে কমেছে। অপরদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সূচক ও লেনদেন কমেছে । ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা যায়।
সপ্তাহের দ্বিতীয় কর্মদিবস সোমবার ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ২৯.৯৬ পয়েন্ট কমে অবস্থান করছে ৫৬৬৬ পয়েন্টে। আর ডিএসই শরীয়াহ সূচক ৮.৯৪ পয়েন্ট কমে অবস্থান করছে ১২৪১ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ৮.৬২ পয়েন্ট কমে অবস্থান করছে ২০১৭ পয়েন্টে।
এদিন ডিএসইতে লেনদেন হয়েছে ৯৬৮ কোটি ২ লাখ টাকা। গতকাল রবিবার সেখানে লেনদেনের পরিমাণ ছিল ৯৮৫ কোটি ৮৮ লাখ টাকা।
ডিএসইতে দিনভর ৩৯৮টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ারের লেনদেন হয়। এর মধ্যে ১৩৫টি শেয়ারের দর বেড়েছে, কমেছে ২২১টির আর অপরিবর্তিত আছে ৩৭টির দর।
এদিন ডিএসইতে লেনদেনে এগিয়ে থাকা ১০টি কোম্পানি হলো – ই-জেনারেশন, এশিয়াটিক ল্যাবরেটরিজ, লাভেলো আইসক্রিম, বেষ্ট হোল্ডিংস, গোল্ডেন সন, এডভেন্ট ফার্মা, ওরিয়ন ইনফিউশন, ফুয়াং সিরামিকস, সালভো কেমিক্যালস ও নাভানা ফার্মা।
স্টকমার্কেটবিডি.কম/এসবি