শেয়ারবাজারে তালিকাভুক্ত সিমেন্ট খাতের কোম্পানি প্রিমিয়ার সিমেন্ট লিমিটেডের পরিচালনা পর্ষদ উৎপাদন ক্ষমতা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। কোম্পানিটি এর প্লান্ট সম্প্রসারণের মাধ্যমে দৈনিক ৮ হাজার মেট্রিক টন উৎপাদন বাড়াবে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, বর্তমানে প্রিমিয়ার সিমেন্টের দৈনিক ১৬ হাজার মেট্রিক টন উৎপাদন ক্ষমতা রয়েছে। আর সিমেন্টের প্লান্ট সম্প্রসারণের মাধ্যমে কোম্পানিটির আরও ৮ হাজার মেট্রিক টন উৎপাদন বাড়বে।
কোম্পানিটি এই প্লান্ট সম্প্রসারণের জন্য ৪০০ কোটি টাকা ব্যয় ধরেছে। এর মধ্যে ২০৮ কোটি ৭০ লাখ টাকা মেশিনারিজ আমদানি খরচ ও মেশিনারিজ স্থাপন বাবদ ১৯১ কোটি ৩০ লাখ টাকা ব্যয় ধরা হয়েছে।
কোম্পানিটি এই প্লান্ট সম্প্রসারণের কাজ নিজস্ব অর্থ ও ব্যাংক ঋণ নিয়ে করবে। এই প্রকল্প সম্প্রসারণের কাজ ২০১৮ সালের মধ্যে সম্পন্ন হবে বলে কোম্পানিটি আশা করছে।
স্টকমার্কেটবিডি.কম/এইচ/জেড