শেয়ারবাজারের তালিকায় নতুন কোম্পানি কেডিএস আজ ১৫ অক্টোবর বৃহস্পতিবার থেকে শেয়ারবাজারে লেনদেন শুরু হচ্ছে কেডিএস এক্সেসরিজের। ‘এন’ ক্যাটাগরি হিসেবে লেনদেন শুরু হওয়া এ কোম্পানির ট্রেডিং কোড হচ্ছে ‘KDSALTD’
লেনদেন শুরুর প্রাক্কালে কেডিএস এক্সেসরিজ লিমিটেড দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। প্রতিবেদন অনুযায়ী চলতি হিসাব বছরের দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল’১৫ থেকে জুন’১৫) ৩ মাসে কোম্পানিটি শেয়ারপ্রতি আয় (ইপিএস) বেড়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
আইপিও পূর্ববর্তী ওয়েটেড এভারেজ হিসাবে দ্বিতীয় প্রান্তিকে কোম্পানিটির করপরবর্তী মুনাফা হয়েছে ৩০ কোটি ৩ লাখ টাকা এবং শেয়ারপ্রতি আয়ের পরিমাণ ৭৬ পয়সা। একই সময়ে পূর্ববর্তী বছরে কোম্পানির মুনাফার পরিমাণ ছিল ২ কোটি ২৬ লাখ টাকা এবং শেয়ারপ্রতি আয়ের পরিমাণ ছিল ৫৭ পয়সা। সে হিসেবে কোম্পানিটি শেয়ার প্রতি আয় (ইপিএস) ১৯ পয়সা বেড়েছে।
এ ছাড়া আইপিওপূর্ববর্তী চলতি হিসাব বছরের প্রথম ৬ মাসে ( জানুয়ারি’১৫ থেকে জুন’১৫) কোম্পানিটির করপরবর্তী মুনাফার পরিমাণ ৬ কোটি ৩১ লাখ ৭০ হাজার টাকা এবং শেয়ারপ্রতি আয়ের পরিমাণ ১.৫৮ টাকা। একই সময়ে পূর্ববর্তী বছরে কোম্পানিটির মুনাফার পরিমাণ ছিল ৪ কোটি ৫ লাখ ২০ হাজার টাকা এবং শেয়ারপ্রতি আয়ের পরিমাণ ছিল ১.০১ টাকা।
আইপিওপরবর্তী প্রথম ৬ মাসের হিসাবে কোম্পানিটির শেয়ারপ্রতি আয়ের পরিমাণ ১.২১ টাকা এবং শেয়ারপ্রতি সম্পদ মূল্য হচ্ছে ২২.৬৩ টাকা।
স্টকমার্কেটবিডি.কম/বিএ