নগদের হিসাব থেকে অর্থ স্থানান্তরে নিষেধাজ্ঞা

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

মোবাইলে আর্থিক সেবা প্রতিষ্ঠান নগদের হিসাব ব্যাংকগুলোতে যাদের স্বাক্ষরে পরিচালিত হয়, তা পরিবর্তন করতে পারবে না ব্যাংকগুলো। পাশাপাশি ব্যাংকগুলো নগদের হিসাব থেকে অর্থ লেনদেন করতে পারবে না। তবে নগদের নিয়মিত লেনদেন চলবে। নগদ পরিচালনায় নিয়ন্ত্রণ হারানোর পর বাংলাদেশ ব্যাংক এই নির্দেশনা জারি করেছে।

গ্রাহকের জমা করা অর্থ যাতে কোনোভাবে তছরুপের শিকার নয়, সে জন্য এই নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। বাণিজ্যিক ব্যাংক ও কেন্দ্রীয় ব্যাংক সূত্রে এ তথ্য পাওয়া গেছে।

এদিকে আজ রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর বলেন, নগদ অতিরিক্ত ৬৫০ কোটি টাকা ই-মানি তৈরি করে জালিয়াতি করেছে। বাংলাদেশ ব্যাংক ছাড়া কারও টাকা তৈরির ক্ষমতা নেই। তারা শুধু জমা করা টাকার সমপরিমাণ ই-টাকা তৈরি করতে পারে। পাশাপাশি তারা সরকারি ভাতার ২ হাজার কোটি টাকা লুট করেছে। বিদেশি প্রতিষ্ঠানের নিরীক্ষাতেও এটা উঠে এসেছে। সে জন্য প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে।

গভর্নর বলেন, ‘আদালতের কারণে আমাদের প্রশাসক দল কাজ করতে পারছে না। আমরা আপিল করেছি, আশা করি ন্যায়বিচার পাব। এই সময় নগদ অনেক কিছু করে ফেলতে পারে। নথিপত্র নষ্ট করে বা প্রমাণ মুছে ফেলতে পারে। তবে গ্রাহকের অর্থের যেন ক্ষতি না হয়, সে জন্য ব্যাংকগুলোকে নির্দেশনা দেওয়া হয়েছে। নগদ ব্যাংকের মাধ্যমে কোনো টাকা স্থানান্তর করতে পারবে না।’

স্টকমার্কেটবিডি.কম////

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *