নাসা গ্রুপের শ্রমিকদের বকেয়া নভেম্বরের মধ্যে পরিশোধের নির্দেশ

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

নাসা গ্রুপের কারখানাগুলোর শ্রমিকদের বকেয়া মজুরি ও অন্যান্য পাওনা পরিশোধে ত্রিপক্ষীয় সমঝোতায় পৌঁছেছে শ্রমিক, মালিক ও সরকার। সমঝোতা অনুযায়ী, আগামী ৩০ নভেম্বরের মধ্যে সব শ্রমিকের আইনানুগ পাওনা পরিশোধ করতে হবে। চুক্তিতে আরো বলা হয়েছে, কোনো শ্রমিককে কালোতালিকাভুক্ত করা যাবে না।

গত মঙ্গলবার বিকেলে রাজধানীর শ্রম ভবনে কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের সভাকক্ষে অনুষ্ঠিত এই ত্রিপক্ষীয় বৈঠকে এ সিদ্ধান্ত হয়।

সভায় শ্রমিক প্রতিনিধি, কারখানা কর্তৃপক্ষ, সরকারপক্ষ এবং বিজিএমইএর প্রতিনিধিরা অংশ নেন এবং সমঝোতা চুক্তিতে স্বাক্ষর করেন।
চুক্তির শর্ত অনুযায়ী, আগামী ১৫ অক্টোবরের মধ্যে আগস্ট মাসের বকেয়া মজুরি এবং ৩০ অক্টোবরের মধ্যে সেপ্টেম্বর মাসের বকেয়া মজুরি পরিশোধ করতে হবে। এ ছাড়া বাংলাদেশ শ্রম আইন অনুযায়ী, প্রত্যেক পূর্ণ বছরের জন্য ৩০ দিনের মূল মজুরি ও মাতৃত্বকালীন ছুটির পাওনাও দিতে হবে। সব ধরনের বকেয়া ও সুবিধাদি ৩০ নভেম্বরের মধ্যে পরিশোধ করতে হবে।

সভায় সভাপতিত্ব করেন কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিপ্তরের অতিরিক্ত মহাপরিদর্শক (যুগ্ম সচিব)। এতে আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ সেনাবাহিনী, শিল্প পুলিশ, গোয়েন্দা সংস্থা, বিজিএমইএ, শ্রমিক ও মালিকপক্ষের প্রতিনিধি এবং নাসা গ্রুপের কর্মকর্তারা।

স্টকমার্কেটবিডি.কম/////

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *