পানামা ও সুয়েজ খালে বিনামূল্যে জাহাজ চলাচলের সুবিধা চাইলেন ট্রাম্প!

স্টকমার্কেটবিডি ডেস্ক :

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শনিবার মার্কিন বাণিজ্যিক ও সামরিক জাহাজের জন্য পানামা ও সুয়েজ খাল দিয়ে বিনামূল্যে ট্রানজিট প্রদানের আহ্বান জানিয়েছেন। এই বিষয়ে অবিলম্বে অগ্রগতি আনতে তিনি তার পররাষ্ট্রমন্ত্রীকে দায়িত্ব দিয়েছেন।

ট্রাম্প দাবি করেন, যুক্তরাষ্ট্র ছাড়া এই দুটি রুট ‘অস্তিত্বহীন’ থাকত। এজন্য তিনি তার পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওকে এই বিষয়ে ‘অবিলম্বে পদক্ষেপ নেয়ার’ নির্দেশ দেন।

ট্রাম্প কয়েক মাস ধরেই পানামা খালের ওপর যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণ নেয়ার দাবি জানিয়ে আসছিলেন, তবে শনিবার তার সামাজিক যোগাযোগ মাধ্যমে এক বার্তায় সুয়েজ খালের দিকেও মনোযোগ দেন। তিনি তার ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে এক বার্তায় বলেন, মার্কিন সামরিক ও বাণিজ্যিক উভয় জাহাজকেই পানামা ও সুয়েজ খালের মধ্য দিয়ে বিনামূল্যে চলাচলের সুযোগ দিতে হবে।

ইরান-সমর্থিত ইয়েমেনের হুতি বিদ্রোহীরা লোহিত সাগর ও এডেন উপসাগরে জাহাজ চলাচলের রুটে হামলা শুরুর আগে ইউরোপ ও এশিয়ার মধ্যে সংযোগ স্থাপনকারী গুরুত্বপূর্ণ জলপথ মিসরের সুয়েজ খাল দিয়ে বিশ্বব্যাপী সামুদ্রিক বাণিজ্যের প্রায় ১০ শতাংশ সম্পন্ন হতো।

হুতি বিদ্রোহীরা ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে জাহাজগুলোকে লক্ষ্য করে হামলা শুরু করার ফলে জাহাজগুলো আফ্রিকার দক্ষিণ প্রান্তে দীর্ঘ ও ব্যয়বহুল পথ অতিক্রম করতে বাধ্য হচ্ছে। মিসর বলেছে, গত বছর তাদের খালের রাজস্ব ৬০ শতাংশ কমে গেছে। এতে তাদের সাত বিলিয়ন ডলার ক্ষতি হয়েছে।

মার্কিন সামরিক বাহিনী ২০২৪ সালের জানুয়ারি থেকে হুতিদের অবস্থানের ওপর হামলা চালিয়ে আসছে, তবে ট্রাম্পের নেতৃত্বে গত এক মাসে হামলার পরিমাণ আরো বেড়েছে। ট্রাম্প প্রতিশ্রুতি দিয়েছেন, যতদিন পর্যন্ত হুতিরা জাহাজ চলাচলের জন্য হুমকি হয়ে থাকবে, ততদিন পর্যন্ত সামরিক অভিযান অব্যাহত থাকবে।

সূত্র : পলিটিকো, ব্লুমবার্গ ও এএফপি।

স্টকমার্কেটবিডি.কম//////

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *