প্রথমদিনেই সূচকের সাথে কমেছে লেনদেন

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সবগুলো সূচক কমেছে। এদিন সেখানে লেনদেনও আগের দিনের চেয়ে কমেছে। অপরদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক বাড়লেও কমেছে লেনদেন । ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

সপ্তাহের প্রথম কর্মদিবস রবিবার ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ১২.৮৩ পয়েন্ট কমে অবস্থান করছে ৬২৭৬ পয়েন্টে। আর ডিএসই শরীয়াহ সূচক ৩.৬৩ পয়েন্ট কমে অবস্থান করছে ১৩৫৯ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ৪.৯৪ পয়েন্ট কমে অবস্থান করছে ২১৩৫ পয়েন্টে।

এদিন ডিএসইতে লেনদেন হয়েছে ৫৩৯ কোটি ৫৮ লাখ টাকা। গত বৃহস্পতিবার সেখানে লেনদেনের পরিমাণ ছিল ৫৫৪ কোটি ৯১ লাখ টাকা।

ডিএসইতে দিনভর ৩০৯টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ারের লেনদেন হয়। এর মধ্যে ৩৫টি শেয়ারের দর বেড়েছে, কমেছে ১১৪টির আর দর অপরিবর্তিত আছে ১৬০টির দর।

এদিন ডিএসইতে লেনদেনে এগিয়ে থাকা ১০টি কোম্পানি হলো – সোনালী পেপার এন্ড বোর্ড মিলস, সি পার্ল বিচ রিসোর্ট অ্যান্ড স্পা, প্রভাতী ইন্স্যুরেন্স, এমারেল্ড অয়েল ইন্ডাস্ট্রিজ, ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স, সোনালী আঁশ ইন্ডাস্ট্রিজ, মেঘনা লাইফ ইন্স্যুরেন্স, জেমিনী সী ফুড, দেশবন্ধু পলিমার ও ফু-ওয়াং ফুডস লিমিটেড।

অন্যদিকে দেশের অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ব্রড ইনডেক্স ৩.৬৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৮ হাজার ৫৮৮ পয়েন্টে।

দিনভর লেনদেন হওয়া ১৩৮টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৩৭টির, কমেছে ৫০টির ও দর অপরিবর্তিত রয়েছে ৫১টির।

এদিন সিএসইতে লেনদেন হয়েছে ৫ কোটি ৫ লাখ টাকা। গত বৃহস্পতিবার সেখানে লেনদেন হয়েছে ১৬ কোটি ৪৭ লাখ টাকা।

দিনশেষে সিএসইতে লেনদেনের শীর্ষে রয়েছে তিতাস গ্যাস ট্রান্সমিশন এন্ড ডিস্ট্রিবিউশন ও ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ (আইসিবি) লিমিটেড।

স্টকমার্কেটবিডি.কম/এসবি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *