বিজিএমইএর ভোটগ্রহণ আজ

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

দেশের প্রধান রফতানি খাত তৈরি পোশাক শিল্প মালিকদের শীর্ষ সংগঠন বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রফতানিকারক সমিতির (বিজিএমইএ) পরিচালনা পর্ষদের ২০২৪-২০২৬ মেয়াদের নির্বাচনে ভোট শুরু হয়েছে।

বিজিএমইএর পরিচালনা পর্ষদের ২০২৪-২০২৬ মেয়াদের নির্বাচনে সম্মিলিত পরিষদ ও ফোরাম মিলিয়ে মোট ২১ জন দ্বিতীয় প্রজন্মের ব্যবসায়ী রয়েছেন।

আজ শনিবার (৯ মার্চ) সকাল ১০টায় শুরু হওয়া ভোট চলবে বিকাল ৫টা পর্যন্ত। উত্তরায় সংগঠনের নিজস্ব ভবনে চলছে ঢাকা অঞ্চলের ভোট গ্রহণ। আর চট্টগ্রাম অঞ্চলের ভোট চলছে খুলশীর স্থানীয় অফিসে।

সংগঠনটির পরিচালনা পর্ষদের ২০২৪-২০২৬ মেয়াদের নির্বাচনে ফোরাম ও সম্মিলিত পরিষদের ব্যানারে দুটি প্যানেল প্রতিদ্বন্দ্বিতা করছে। এবার সম্মিলিত পরিষদের নেতৃত্ব দিচ্ছেন সেহা ডিজাইনের চেয়ারম্যান ও বিজিএমইএর বতর্মান কমিটির জ্যেষ্ঠ সহ-সভাপতি এস এম মান্নান কচি। ফোরামের নেতৃত্ব দিচ্ছেন সুরমা গার্মেন্টসের পরিচালক ফয়সাল সামাদ। তিনি বর্তমান কমিটির পরিচালক ও গত কমিটিতে সহ-সভাপতির দায়িত্ব পালন করেছেন।

স্টকমার্কেটবিডি.কম/////

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *