স্টকমার্কেটবিডি ডেস্ক :
শেয়ারবাজারে তালিকাভুক্ত বিবিধ খাতের কোম্পানি বেক্সিমকো লিমিটেড লিমিটেডের পরিচালনা বোর্ড আবাসন প্রকল্পে ১০০ কোটি টাকা বিনিয়োগ করার সিদ্ধান্ত নিয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
ঢাকার অদূরে নবীনগর-চন্দ্রা মহাসড়কে অবস্থিত “মায়ানগর” নামে এই প্রকল্পে অন্য আরেকটি কোম্পানির সাথে যৌথ বিনিয়োগ করবে কোম্পানিটি।
আধুনিক সকল সুযোগ-সুবিধাসহ এই প্রকল্পে প্রায় ১৮ হাজার এপার্টমেন্ট তৈরি করা হবে।
এই প্রকল্পের ৭৫ শতাংশ জমির মালিক বেক্সিমকো লিমিটেড ও ২৫ শতাংশ মালিকানায় রয়েছে শ্রীপুর টাউনশিপ লিমিটেড।
স্টকমার্কেটবিডি.কম/এসবি