যুক্তরাজ্যে জব্দ সম্পদ উদ্ধারে সরকার সিদ্ধান্ত নেবে : বাংলাদেশ ব্যাংকের গভর্নর

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

যুক্তরাজ্যে পতিত স্বৈরাচারী শাসক শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগবিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান ও সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামানের জব্দ করা সম্পদ উদ্ধারে আইনগত সিদ্ধান্ত নেবে অন্তর্বর্তী সরকার। আর বিচারিক প্রক্রিয়ায় প্রমাণিত হলেই জব্দ করা সম্পদ দেশে ফেরানো সম্ভব বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ. মনসুর।

রবিবার বাংলাদেশ ব্যাংকে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় এ কথা বলেন তিনি।

গভর্নর বলেন, চাইলে আইনজীবী নিয়োগ দিতে পারে সরকার। তারাই ঠিক করবেন ক্রিমিনাল না সিভিল কেস পরিচালনা করা হবে।

এদিকে, দুবাইয়ে বাড়ি কেনার বিষয়ে আহসান এইচ. মনসুর জানান, উদ্দেশ্যপ্রণোদিতভাবে তাকে ব্যক্তিগতভাবে আক্রমণ করা হচ্ছে। টাকা পাচারের অর্থ উদ্ধার কার্যক্রমকে ভিন্নখাতে প্রভাবিত করতে তাকে ব্যক্তিগতভাবে আক্রমণ করা হচ্ছে বলেও জানান তিনি।

স্টকমার্কেটবিডি.কম/////

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *