যুক্তরাষ্ট্রের আমন্ত্রণেই ২৬ ব্যাংকের এমডি সফরে যাচ্ছেন : এবিবি

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

মার্কিন যুক্তরাষ্ট্রে আসন্ন দুটি প্রোগ্রাম সম্পর্কে গণমাধ্যমে কিছু ভুল ও বিভ্রান্তিকর প্রতিবেদন প্রকাশিত হয়েছে বলে দাবি করেছে অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স বাংলাদেশ লিমিটেড (এবিবি)। সংগঠনটির দাবি, যুক্তরাষ্ট্রের আমন্ত্রণেই ২৬ ব্যাংকের এমডি সফরে যাচ্ছেন।

গণমাধ্যমে সংবাদ প্রকাশিত সংবাদে এবিবি উদ্বেগ প্রাকশ করেছে। এবিবির চেয়ারম্যান ও ব্র্যাক ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক সেলিম আর এফ হোসেন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মার্কিন যুক্তরাষ্ট্রের ডিপার্টমেন্ট অব জাস্টিজ (ডিওজে), অফিস অব প্রসিকিউটোরিয়াল ডেভেলপমেন্ট, ট্রেইনিং অ্যান্ড অ্যাসিস্ট্যান্ট (ওপিডিএটি), একযোগে ঢাকায় যুক্তরাষ্ট্র দূতাবাস এবং বাংলাদেশ ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)-এর সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করে থাকে। তারা ওয়াশিংটন ডিসিতে ২০-২৩ মে অনুষ্ঠিতব্য ষষ্ঠ বার্ষিক ইউএস বাংলাদেশ দ্বিপাক্ষিক ব্যাংকিং সংলাপ অনুষ্ঠানে বাংলাদেশের ২৬টি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালককে আমন্ত্রণ জানিয়েছে।

বিএফআইইউ এবং তার তত্ত্বাবধানে থাকা আর্থিক প্রতিষ্ঠানগুলোর মধ্যে আন্তঃসম্পর্ককে শক্তিশালী করা, অর্থ পাচার প্রতিরোধ (এএমএল) এবং সন্ত্রাসবাদ অর্থায়ন প্রতিরোধ (সিএফটি), স্যাংকশন প্রাপ্ত দেশ ও ব্যক্তি বা প্রতিষ্ঠানের সঙ্গে লেনদেন সংক্রান্ত কানুন, প্রভৃতি বিষয়ে একসঙ্গে কাজ করাই এই ব্যাংকিং সংলাপের উদ্দেশ্য বলে জানিয়েছে এবিবি।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে, পূর্ববর্তী বছরগুলোতে এই ব্যাংকিং সংলাপটি নিউইয়র্ক, লন্ডন, কুয়ালালামপুর, ব্যাংকক ও আমেরিকার শার্লটে অনুষ্ঠিত হয়েছিল।

স্টকমার্কেটবিডি.কম//////

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *