লংকাবাংলা ফাইন্যান্স ক্রেডিট কার্ডের বিল পেমেন্টে বিইএফটিএন চালু

স্টকমার্কেটবিডি ডেস্ক :

লংকাবাংলা ফাইন্যান্স পিএলসি ক্রেডিট কার্ড গ্রাহকদের দি প্রিমিয়ার ব্যাংক পিএলসি-র সহযোগিতায় জন্য বিশেষ সুবিধাজনক বিইএফটিএন সেবা চালু করেছে। এই সেবার মাধ্যমে লংকাবাংলা ক্রেডিট কার্ড গ্রাহকরা এখন প্রিমিয়ার ব্যাংকের বিইএফটিএন সেবার মাধ্যমে বাংলাদেশ ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার নেটওয়ার্ক (বিইএফটিএন) ব্যবহার করে দেশের যেকোনো ব্যাংক অ্যাকাউন্ট থেকে সহজেই তাদের কার্ড বিল পরিশোধ করতে পারবেন।

এই উদ্যোগের মূল লক্ষ্য হলো গ্রাহকদের অনন্য সুবিধা সম্বলিত, নির্ভরযোগ্য এবং নিরাপদ একটি ডিজিটাল পেমেন্ট সুবিধা প্রদান করা। বিইএফটিএন সেবার মাধ্যমে লংকাবাংলা ক্রেডিট কার্ড গ্রাহকরা সহজেই ক্রেডিট কার্ড এর বিল পরিশোধ করতে পারবেন, যা তাদের ডিজিটাল ব্যাংকিং অভিজ্ঞতাকে আরও উন্নত করবে। বিইএফটিএন সেবার আনুষ্ঠানিক উদ্বোধনী অনুষ্ঠানটি লংকাবাংলা ফাইন্যান্স পিএলসি এর প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে লংকাবাংলা ফাইন্যান্স পিএলসি এর রিটেইল বিজনেস বিভাগের প্রধান জনাব খুরশেদ আলম এবং দি প্রিমিয়ার ব্যাংক পিএলসি এর চিফ ইনফরমেশন টেকনলজি অফিসার জনাব আবু মোঃ সাব্বির হাসান চৌধুরী উপস্থিত ছিলেন।

এছাড়াও উভয় প্রতিষ্ঠানের বিভিন্ন বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তাদের মধ্যে উপস্থিত ছিলেন লংকাবাংলা ফাইন্যান্সের অপারেশনস বিভাগের প্রধান জনাব এ. কে. এম. কামরুজ্জামান, এফসিএমএ; ট্রেজারি ও এফআই বিভাগের প্রধান জনাব কামরুল ইসলাম, মানব সম্পদ বিভাগ প্রধান মোহাম্মদ হাফিজ আল আহাদ, আইসিটি প্রধান জনাব শেখ মোহাম্মদ ফুয়াদ। দি প্রিমিয়ার ব্যাংক পিএলসি থেকে উপস্থিত ছিলেন কার্ড ও এডিসি প্রধান জনাব মোঃ মারুফুর রহমান খান, ব্র্যান্ড মার্কেটিং ও কমিউনিকেশন বিভাগের প্রধান জনাব মোঃ তারেক উদ্দিন এবং কর্পোরেট ব্যাংকিং বিভাগের এসএভিপি জনাব মোহাম্মদ শহিদুজ্জামান। যেকোনো ব্যাংক থেকে বিইএফটিএন সেবার মাধ্যমে ক্রেডিট কার্ড এর বিল পরিশোধ এর এই বিশেষ উদ্যোগ লংকাবাংলা ফাইন্যান্স পিএলসি গ্রাহকদের ডিজিটাল ব্যাংকিং অভিজ্ঞতায় উৎকর্ষতা অর্জনে আন্তরিকতার স্বাক্ষর বহন করবে।

স্টকমার্কেটবিডি.কম////

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *