স্টকমার্কেটবিডি ডেস্ক :
সর্বশেষ সপ্তাহে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে উঠে এসেছে সী পার্লস বিচ রিসোর্ট এন্ড স্পা লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানিটির ১২০ কোটি ২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। লেনদেনের তালিকায় দ্বিতীয় স্থানে উঠে আসা সোনালী পেপার এন্ড বোর্ড মিলস লিমিটেডের শেয়ার লেনদেন হয়েছে ৯৬ কোটি ৫৪ লাখ টাকার।
জেমিনী সী ফুড লিমিটেডের ৯৫ কোটি ৮৯ লাখ টাকার শেয়ার লেনদেনের মাধ্যমে তৃতীয় স্থানে উঠে এসেছে।
লেনদেনের শীর্ষ ১০ কোম্পানির তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে- ফুয়াং ফুডসের ৯২ কোটি ২৯ লাখ, সোনালী আঁশ ইন্ডাস্ট্রিজের ৭৩ কোটি ৭৬ লাখ, দেশবন্ধু পলিমারের ৬৯ কোটি ৫৫ লাখ, ইউনিয়ন ইন্সুরেন্সের ৬৭ কোটি ৪৯ লাখ, খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ ইন্ডাস্ট্রিজের ৬২ কোটি ৩৮ লাখ, লাফার্জ হোলসিম বিডির ৫৩ কোটি ৩৪ লাখ ও এমারেল্ড ওয়েল ইন্ডাস্ট্রিজের ৫১ কোটি ২৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
স্টকমার্কেটবিডি.কম/এসবি