স্টকমার্কেটবিডি ডেস্ক :
সর্বশেষ সপ্তাহে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে উঠে এসেছে ফুয়াং সিরামিকস লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানিটির ২০৮ কোটি ৮৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। লেনদেনের তালিকায় দ্বিতীয় স্থানে উঠে আসা সেন্ট্রাল ফার্মা লিমিটেডের শেয়ার লেনদেন হয়েছে ১৮৯ কোটি ৬৫ লাখ টাকার।
মুন্নু ফেব্রিকস লিমিটেডের ৯৩ কোটি ৬৯ লাখ টাকার শেয়ার লেনদেনের মাধ্যমে তৃতীয় স্থানে উঠে এসেছে।
লেনদেনের শীর্ষ ১০ কোম্পানির তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে- আফতাব অটোসের ৮৯ কোটি ১৬ লাখ, ফরচুন সুজের ৮৯ কোটি, বিডি থাই এলুমিনিয়ামের ৮৭ কোটি ৩৭ লাখ, বেস্ট হোল্ডিংসের ৮৪ কোটি ৩৪ লাখ, ফুয়াং ফুডসের ৭৯ কোটি ৬৯ লাখ, সিটি জেনারেল ইন্স্যুরেন্সর ৭৫ কোটি ৭৬ লাখ ও বিএটিবিসির ৭২ কোটি ৫০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
স্টকমার্কেটবিডি.কম/এসবি