ইউসিবিএলের শেয়ার প্রতি আয় বৃদ্ধি

ucblস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংকিং খাতের কোম্পানি ইউনাইটেড কমার্সিয়াল ব্যাংকের শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ২.০৭ টাকা। যা আগের বছরের একই সময়ের চেয়ে বৃদ্ধি পেয়েছে। আগের বছর একই সময় ব্যাংকটির ইপিএস ছিল ১.৯৩ টাকা। ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

ব্যাংকের দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদনে এ তথ্য বেরিয়ে আসে।
.
ডিএসই সূত্রে জানা গেছে, চলমান বছরে আগের বছরের একই সময়ের তুলনায় কোম্পানিটির শেয়ারপ্রতি আয় বেড়েছে।

শেষ ৩ মাসে (এপ্রিল,১৫ – জুন,১৫) ব্যাংকটির শেয়ারপ্রতি আয় হয়েছে ১ টাকা ২৬ পয়সা। আগের হিসাব বছরে একই সময়ে কোম্পানিটির এ আয়ের পরিমাণ ছিল ৯৭ পয়সা।

স্টকমার্কেটবিডি.কম/জেডকে/বি

এবি ব্যাংকের ৬ মাসের ইপিএস

ab-smbdস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংকিং খাতের কোম্পানি পূবালী ব্যাংকের শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১.৪১ টাকা। আগের বছর একই সময় ব্যাংকটির ইপিএস ছিল ১.৩৫ টাকা। ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

ব্যাংকের দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদনে এ তথ্য বেরিয়ে আসে।
.
ডিএসই সূত্রে জানা গেছে, চলমান বছরে আগের বছরের একই সময়ের তুলনায় কোম্পানিটির শেয়ারপ্রতি আয় কমেছে।

শেষ ৩ মাসে (এপ্রিল,১৫ – জুন,১৫) ব্যাংকটির শেয়ারপ্রতি আয় হয়েছে ৪৪ পয়সা। আগের হিসাব বছরে একই সময়ে কোম্পানিটির এ আয়ের পরিমাণ ছিল ৬৬ পয়সা।

স্টকমার্কেটবিডি.কম/জেডকে/বি

পূবালী ব্যাংকের ইপিএস ১.৪২ টাকা

pubaliস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংকিং খাতের কোম্পানি পূবালী ব্যাংকের শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১.৪২ টাকা। যা আগের বছরের তুলনায় কম। আগের বছর একই সময় ব্যাংকটির ইপিএস ছিল ১.৮৬ টাকা। ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

ব্যাংকের দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদনে এ তথ্য বেরিয়ে আসে।

ডিএসই সূত্রে জানা গেছে, চলমান বছরে আগের বছরের একই সময়ের তুলনায় কোম্পানিটির শেয়ারপ্রতি আয় বেড়েছে।

শেষ ৩ মাসে (এপ্রিল,১৫ – জুন,১৫) ব্যাংকটির শেয়ারপ্রতি আয় হয়েছে ১ টাকা ২২ পয়সা। আগের হিসাব বছরে একই সময়ে কোম্পানিটির এ আয়ের পরিমাণ ছিল ১ টাকা ২৩ পয়সা।

স্টকমার্কেটবিডি.কম/জেডকে/বি

পিপলস লিজিংয়ের মূল্য সংবেদনশীল তথ্য নেই

plfs-smbdস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত নন-ব্যাংকিং আর্থিক খাতের কোম্পানি পিপলস লিজিং এণ্ড ফাইন্যান্সিয়াল সার্ভিস লিমিটেডের সাম্প্রতিক সময়ে অস্বাভাবিক দর বাড়ার পেছনে কোনো মূল্য সংবেদনশীল তথ্য নেই। শেয়ারটির দর বাড়ার কারণ জানতে চাইলে কোম্পানির পক্ষ থেকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জকে (সিএসই) এ কথা জানানো হয়।

বাজার বিশ্লেষণে দেখা গেছে, গত ১৪ জুলাই কোম্পানির শেয়ারের দর ছিল ১৫ টাকা। গতকাল ২৮ জুলাই কোম্পানিটির শেয়ারের দর বেড়ে দাঁড়িয়েছে ১৭.৮০ টাকায়। এসময় ২৬ জুলাই এক কার্য দিবস শেয়ারটির দর কমলেও বাকি দিন দর বেড়েছে।

কোম্পানিটির শেয়ারের এই দর বাড়াকে অস্বাভাবিক বলে মনে করছে সিএসই। দর বাড়ার পেছনে মূল্য সংবেদনশীল কোন তথ্য আছে কি না – তা জানতে চায় সিএসই। এ সময় জাহিন পিপলস লিজিং এণ্ড ফাইন্যান্সিয়াল সার্ভিসের পক্ষ থেকে জানানো হয়েছে, দর বৃদ্ধির পেছনে মূল্যসংবেদনশীল অপ্রকাশিত কোন তথ্য কোম্পানির কাছে নেই।

স্টকমার্কেটবিডি.কম/এম/বি

নাভানা সিএনজির ১৫% লভ্যাংশ ঘোষণা

navanaস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি নাভানা সিএনজি লিমিটেডের পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য ১৫ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

মঙ্গলবার অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের বোর্ড সভায় এই লভ্যাংশ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়। গত ৩১ মার্চ শেষ হওয়া ২০১৫ হিসাব বছরের জন্য এই লভ্যাংশ ঘোষণা করেছে।

আগামী ১৬ সেপ্টেম্বর নাভানা সিএনজির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। আর রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ১৮ আগষ্ট।

স্টকমার্কেটবিডি.কম/জেডকে

সান লাইফের ৬% লভ্যাংশ ঘোষণা

sunlife-smbdস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বীমা খাতের কোম্পানি সান লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য ৬ শতাংশ বোনাস লভ্যাংশ ঘোষণা করেছে। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

মঙ্গলবার অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের বোর্ড সভায় এই লভ্যাংশ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়। গত ৩১ মার্চ শেষ হওয়া ২০১৫ হিসাব বছরের জন্য এই লভ্যাংশ ঘোষণা করেছে।

আগামী ১৮ আগষ্ট সান লাইফ ইন্স্যুরেন্সের বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে।

সান লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড গত বছর ২০১৩ সালে শেয়ারহোল্ডারদের জন্য ৫ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে।

স্টকমার্কেটবিডি.কম/জেডকে

লংকাবাংলা সিকিউরিটিজ ২০০ কোটি টাকার বন্ড ইস্যু করবে

lankaস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত লংকাবাংলা ফিন্যান্স লিমিটেডের সহযোগী কোম্পানি লংকাবাংলা সিকিউরিটিজের পরিচালনা পর্ষদ বন্ড ইস্যুর সিদ্ধান্ত নিয়েছে। এই সহযোগী কোম্পানি ২০০ কোটি টাকার জিরো কুপন বন্ড ইস্যু করবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

আর্থিক প্রয়োজনীয়তা পূরণের লক্ষ্যে বন্ড ইস্যু করবে সিকিউরিটিজ হাউসটি। শেয়ারহোল্ডার ও নিয়ন্ত্রক সংস্থাসমূহের অনুমোদনসাপেক্ষে এ বন্ড ইস্যু করা হবে।

প্রসঙ্গত, লংকাবাংলা ফাইন্যান্সের সাবসিডিয়ারি কোম্পানি হচ্ছে লংকাবাংলা সিকিউরিটিজ। সিকিউরিটিজ হাউসটির ৯০.৯১ শতাংশ শেয়ারের মালিকানায় রয়েছে লংকাবাংলা ফাইন্যান্স।

স্টকমার্কেটবিডি.কম/জেডএ

বীমা উদ্দোক্তার শেয়ার বিক্রির ঘোষণা

federal-smbdস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বীমা খাতের কোম্পানি ফেডারেল ইন্স্যুরেন্স লিমিটেডের এক উদ্দোক্তা নিজ হাতের কোম্পানির শেয়ার বিক্রয়ের ঘোষণা দিয়েছেন। ঢাকা স্টক একচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

আলহাজ্ব আহমেদ শাফি নামে এই পরিচালক ৩০ কার্যদিবসের মধ্যে তার ৯০ হাজার শেযার বিক্রয় করবেন।

পিরচালকের কাছে বীমাটির মোট ১২ লাখ ৩০ হাজার ৯১৪টি শেয়ার রয়েছে। এর মধ্য থেকে তিনি এ ৯০ হাজার শেয়ার বিক্রি করবেন। এসব শেয়ার চলমান বাজার দরে বিক্রি করা হবে।

স্টকমার্কেটবিডি.কম/জেডএ

সিএইতেও বেড়েছে সূচক ও লেনদেন

index upনিজস্ব প্রতিবেদক :

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) মূল্য সূচক আগের দিনের চেয়ে বেড়েছে। এদিন সেখানে লেনদেনও আগের দিনের চেয়ে বৃদ্ধি পেয়েছে। সিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

মঙ্গলবার লেনদেন শেষে সিএএসএসপিআই সূচক আগের দিনের তুলনায় ১০১ পয়েন্ট বেড়ে ১৪ হাজার ৭২৭ পয়েন্টে দাঁড়িয়েছে। সিএসসিএক্স সূচক ৬১ পয়েন্ট বেড়ে ৮,৯৬৮ পয়েন্টে অবস্থান করছে।

এদিন সিএসইতে লেনদেন হওয়া ২৬০ টি শেয়ারের মধ্যে দাম বেড়েছে ১৫২টির, কমেছে ৮৪ টির আর অপরিবর্তিত রয়েছে ২৪টির।

দিন শেষে সিএসইতে ৫৪ কোটি ৮৬ লাখ টাকার লেনদেন হয়। হতকাল সোমবার সেখানে ৪৬ কোটি ৪৭ লাখ টাকার লেনদেন হয়।

টাকার পরিমাণে লেনদেনের শীর্ষে ছিল অলিম্পিক ইন্ডাস্ট্রিজ লিমিটেড ও ইউনাইটেড পাওয়ার জেনারেশন এণ্ড ডিস্ট্রিবিউশন লিমিটেড।

স্টকমার্কেটবিডি.কম/জেড/বি

  1. স্কয়ার ফার্মা
  2. লাফার্জ সুরমা
  3. ইউনাইটেড পাওয়ার
  4. বেক্সিমকো ফার্মা
  5. খুলনা পাওয়ার
  6. গ্রামীন ফোন
  7. বেক্স-ফার্মা
  8. আরএকে সিরামিকস
  9. অলিম্পিক এক্সেসরিজ
  10. আইডিএলসি ।