আবারও ইতিবাচক ধারায় শেয়ারবাজার

index hনিজস্ব প্রতিবেদক :

সপ্তাহের তৃতীয় দিনে আজ মঙ্গলবার আবার ইতিবাচক ধারায় শুরু হয়েছে দুই শেয়ারবাজারের লেনদেন। দিনের শুরু থেকে উভয় শেয়ারবাজারেই বেশির ভাগ শেয়ারের দাম বাড়তির দিকে ছিল।

দিন শেষে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের তুলনায় ২১.৮৯ পয়েন্ট বেড়ে দিনশেষে ৪৭৯৭.১৭ পয়েন্টে গিয়ে দাঁড়িয়েছে। এ নিয়ে টানা দুইদিন সূচকের নিম্মুনখী প্রবণতায় শেষ হয়েছে দিনের লেনদেন।

বেলা সোয়া ১১টায় ঢাকা স্টক এক্সচেঞ্জে ২১ দশমিক ছয় পয়েন্ট বেড়ে ডিএসই এক্স সূচক দাঁড়িয়েছে চার হাজার ৭৯৬। মোট লেনদেন হয়েছে ১১৯ কোটি টাকারও বেশি।

ডিএসইতে মোট লেনদেন হয়েছে ৭২০ কোটি ১২ লাখ টাকা। গতকাল সোমবার ৬৪৮ কোটি ২৩ লাখ টাকা লেনদেন হয়েছিল। সে তুলনায় আজ লেনদেন কমেছে।

দিনভর লেনদেনে অংশ নেয়া ৩১৮ টি কোম্পানির শেয়ারের মধ্যে ১৮৬ টির দর বেড়েছে, কমছে ১০৩ ও অপরিবর্তিত রয়েছে ২৯ টির দর।

এদিন লেনদেনের শীর্ষে উঠে এসেছে স্কয়ার ফার্মা , লাফার্জ সুরমা সিমেন্ট, ইউনাইটেড পাওয়ার, বেক্সিমকো ফার্মা, খুলনা পাওয়ার, গ্রামীন ফোন, বেক্স-ফার্মা, আরএকে সিরামিকস, অলিম্পিক এক্সেসরিজ ও আইডিএলসি ।

স্টকমার্কেটবিডি.কম/এম/জেড

ইস্টার্ন ব্যাংকের ইপিএস ২.০৩ টাকা

eblস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংকিং খাতের কোম্পানি ইস্টার্ন ব্যাংকের শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ২.০৩ টাকা। যা আগের বছরের তুলনায় কম। আগের বছর একই সময় ব্যাংকটির ইপিএস ছিল ১.৫৫ টাকা। ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

ব্যাংকের অর্ধবার্ষিকী প্রান্তিকের (জানুয়ারি, ১৫ – জুন, ১৫) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদনে এ তথ্য বেরিয়ে আসে।

ডিএসই সূত্রে জানা গেছে, চলমান বছরে আগের বছরের একই সময়ের তুলনায় কোম্পানিটির শেয়ারপ্রতি আয় বেড়েছে ৩০.৯৭ শতাংশ।

গত ৩ মাসে (এপ্রিল,১৫ – জুন,১৫) ব্যাংকটির শেয়ারপ্রতি আয় হয়েছে ৯৯ পয়সা। আগের হিসাব বছরে একই সময়ে কোম্পানিটির এ আয়ের পরিমাণ ছিল ৩৭ পয়সা।

স্টকমার্কেটবিডি.কম/জেডকে/বি

প্রাইম ইন্স্যুরেন্সের হেড অফিস পরিবর্তন

primস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বীমা খাতের কোম্পানি প্রাইম ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের হেড অফিস পরিবর্তন করেছে। ডিএসই সূত্রে এসব তথ্য জানা যায়।

সূত্র জানায়, কোম্পানিটির প্রধান অফিস রাজধানীর কাজী নজরুল ইসলাম এভিনিউয়ে ই্গউনিক হাইটস নামে এক ভবনে স্থানান্তর করা হয়েছে।

আগামী ১লা আগষ্ট থেকে সকল বিনিয়োগকারী ও স্টেক হোল্ডারদের নতুন অফিসে যোগাযোগ করতে বলা হয়েছে।

এর আগে কোম্পানির প্রধান কার্যালয় ছিল মতিঝিলের দিলকুশায় ৬৩ নম্বর ভবনে।

স্টকমার্কেটবিডি.কম/জেডকে/বি

আইডিএলসির অর্ধবর্ষের ইপিএস বেড়েছে

idlcস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংক বহির্ভূত আর্থিক খাতের কোম্পানি আইডিএলসির শেয়ারপ্রতি আয় (ইপিএস) বেড়েছে ১৬৬.৩৯ শতাংশ। আগের হিসাব বছরের অর্ধবর্ষের তুলনায় চলতি বছরের অর্ধবর্ষে কোম্পানিটির এ আয় বেড়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

চলতি হিসাব বছরের প্রথম ৬ মাসের (জানুয়ারি ’১৫ থেকে জুন ’১৫) অনিরীক্ষিত হিসাব অনুযায়ী কোম্পানি শেয়ারপ্রতি আয় (কনসলিডেটেড) করেছে ৩.২৫ টাকা। আগের বছরে একই সময়ে কোম্পানির শেয়ারপ্রতি আয়ের পরিমাণ ছিল ১.২২ টাকা। সে হিসাবে আগের বছরের একই সময়ের তুলনায় কোম্পানির শেয়ারপ্রতি আয় বেড়েছে ১৬৬.৩৯ শতাংশ।

অপরদিকে দ্বিতীয় প্রান্তিকের (এপ্রিল ’১৫ থেকে জুন ’১৫) অনিরীক্ষিত হিসাব অনুযায়ী আইডিএলসির শেয়ারপ্রতি আয় হয়েছে ২.৬৭ টাকা। আগের হিসাব বছরে একই সময়ে কোম্পানির শেয়ারপ্রতি আয়ের পরিমাণ ছিল ১.৪০ টাকা।

স্টকমার্কেটবিডি.কম/এম/বি

ডিএসইতে ১ ঘণ্টায় লেনদেন ১৯৩ কোটি

dseস্টকমার্কেট ডেস্ক :

পরপর দুই কার্যদিবসের পতন কাটিয়ে মঙ্গলবার উত্থানে ফিরেছে শেয়ারবাজার। আজ দুই স্টক এক্সচেঞ্জেই মূল্য সূচকের উত্থানে চলছে লেনদেন। এদিন ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) প্রথম ঘণ্টায় লেনদেন হয়েছে ১৯৩ কোটি ৬২ লাখ টাকা।

ডিএসইর তথ্য অনুযায়ী, মঙ্গলবার বেলা সাড়ে ১১টা পর্যন্ত ডিএসইতে লেনদেনে অংশ নিয়েছে ২৮১টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ১৫৫টি কোম্পানির। আর দর কমেছে ৮৬টির এবং অপরিবর্তিত রয়েছে ৪০টির।

ডিএসইএক্স সূচক ১১ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৪ হাজার ৭৮৭ পয়েন্টে। ডিএসইএস সূচক ৪ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ১৮৭ পয়েন্টে। আর ডিএস৩০ সূচক ৩ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ৮৭৩ পয়েন্টে।

লেনদেনের প্রথম ঘণ্টায় চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচকের মিশ্র প্রবণতা রয়েছে। এই সময়ে সিএসইতে ১৩ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে। সিএসই সার্বিক সূচক ৪৮ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৪ হাজার ৬৭৪ পয়েন্টে। সিএসইতে লেনদেনে অংশ নিয়েছে ১৬৫টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ৯৮টির, কমেছে ৩৩টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৪টির।

স্টকমার্কেটবিডি.কম/এম/বি

আইসিবিআই ব্যাংক ১৭০০ কোটি টাকা লোকসানের কবলে

icb-smbdস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি আইসিবি ইসলামিক ব্যাংক এবারেও লোকসানে রয়েছে। এনিয়ে ব্যাংকটির লোকসানের পরিমাণ ১৭০০ কোটি টাকা হয়েছে। লোকসান নিয়ে আতঙ্কিত বিনিয়োগকারীরা ব্যাংকটির শেয়ার হাতে রাখতে চাচ্ছে না। এমন চিত্র দেখা যায় মঙ্গলবারের বাজারেও।

সম্প্রতি প্রকাশিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী, চলতি বছরের অর্ধবার্ষিকীতে ব্যাংকটির পুঞ্জীভূত লোকসানের পরিমাণ দাঁড়িয়েছে ১৬৯৯ কোটি ৯৪ লাখ টাকা। আর এই ব্যাংকের শেয়ারহোল্ডারদের লোকসানের পরিমাণ দাঁড়িয়েছে ৯৭১ কোটি ৯৬ লাখ টাকা।

প্রতিবেদনে আরো বলা হয়, চলতি বছরের প্রথ‌ম ৬ মাসে শেয়ার প্রতি লোকসান করেছে ১৪ পয়সা। আগের বছর একই সময় ব্যাংকটির লোকসান ছিল ৪০ পয়সা।

ব্যাংকটির অর্ধবার্ষিকী প্রান্তিকের (জানুয়ারি, ১৫ – জুন, ১৫) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদনের তথ্য, গত তিন মাসে (এপ্রিল,১৫-জুন,১৫) ব্যাংকটি শেয়ার প্রতি লোকসান করেছে ৩ পয়সা। আগের বছর একই সময় ব্যাংকের লোকসানের পরিমাণ ছিল ১২ পয়সা।

উল্লেখ্য, গত এক বছর যাবৎ ব্যাংকটির ১০ টাকার শেয়ার ৩.৮০-৬.৩০ টাকায় লেনদেন হয়েছে। আজ এই শেয়ারের দর উঠেছে ৪ টাকা ২০ পয়সা।

স্টকমার্কেটবিডি.কম/এম/বি

৭০ টাকার শেয়ার ৯৭ টাকা

BSRM_thereport24স্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত প্রকৌশল খাতের কোম্পানি বাংলাদেশ রি-রোলিং মিলস লিমিটেডের সাম্প্রতিক সময়ে অস্বাভাবিক দর বাড়ার পেছনে কোনো মূল্য সংবেদনশীল তথ্য নেই। সর্বশেষ ৬ দিনে শেয়ারটির দর ৭০ টাকা হতে বেড়ে প্রায় ৯৭ টাকা হয়েছে। এ্ই দর বাড়ার কারণ জানতে চাইলে কোম্পানির পক্ষ থেকে জানানো হয়।

বাজার বিশ্লেষণে দেখা গেছে, গত ১৩ জুলাই কোম্পানির শেয়ারের দর ছিল ৭০ টাকা। গতকাল ২৭ জুলাই কোম্পানিটির শেয়ারের দর বেড়ে দাঁড়িয়েছে ৯৭ টাকায়। এসময় এক কার্য দিবসে শেয়ারটির দর কমলেও ৫ দিন দর টানা বেড়েছে। এসময় কোম্পানির শেয়ারের দর বাড়ে ২৭ টাকা।

কোম্পানিটির শেয়ারের এই দর বাড়াকে অস্বাভাবিক বলে মনে করছে ডিএসই। দর বাড়ার পেছনে মূল্য সংবেদনশীল কোন তথ্য আছে কি না – তা জানতে চায় সিএসই। এ সময় জাহিন স্পিনিং লিমিটেডের পক্ষ থেকে জানানো হয়েছে, দর বৃদ্ধির পেছনে মূল্যসংবেদনশীল অপ্রকাশিত কোন তথ্য কোম্পানির কাছে নেই।

স্টকমার্কেটবিডি.কম/এম/বি

সিমটেক্স ইন্ডাস্ট্রিজের প্রসপেক্টাস অনুমোদন

simtex-ipoস্টকমার্কেট ডেস্ক :

প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) অনুমোদন পাওয়া সিমটেক্স ইন্ডাস্ট্রিজ লিমিটেডের প্রসপেক্টাস অনুমোদন করেছে নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি। সিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

সূত্র থেকে জানা যায়, এই প্রসপেক্টাস অনুমোদনের পর কোম্পানির হাতে দেওয়া হয়। এই প্রসপেক্টাসটি ৪টি পত্রিকায় প্রকাশ করা হবে বলে কেডিএস এক্সেসরিজের পক্ষ থেকে জানানো হয়।

অনুমোদন এই প্রসপেক্টাসটি পুস্তকাকারে প্রকাশ করে ডিএসই ও সিএসইতে রাখা হবে, যাতে বিনিয়োগকারীরা তা দেখতে পায়, আর তথ্য পর্যালোচনা করতে পারে।

প্রসপেক্টাসটি ডিএসই, সিএসই ও বিএস্ইসির ওয়েবসাইটটিতেও দেখানো হবে। এই প্রতিবেদনে কোম্পানির সর্বশেষ আর্থিক তথ্য যুক্ত করা হয়েছে।

প্রসপেক্টাস পর্যালোচনা করে সিমটেক্স ইন্ডাস্ট্রিজের মৌল ভিত্তি বিবেচনা করে বিনিয়োগকারীরা তাদের বিনিয়োগের সিদ্ধান্ত নিবেন বলে ইতিবাচক আশাবাদ ব্যক্ত করেছে কর্তৃপক্ষ।

উল্লেখ্য, সিমটেক্স ইন্ডাস্ট্রিজ লিমিটেডের আইপিও আবেদন আগামী ২৪ আগষ্ট থেকে শুরু হয়ে চলবে ১ সেপ্টেম্বর পর্যন্ত।

স্টকমার্কেটবিডি.কম/জেড/বি

সিমটেক্স ইন্ডাস্ট্রিজের আইপিও আবেদন ২৪ আগষ্ট

simtex-smbdনিজস্ব প্রতিবেদক:

প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) অনুমোদন পাওয়া সিমটেক্স ইন্ডাস্ট্রিজ আইপিও আবেদন আগামী ২৪ আগষ্ট থেকে শুরু হয়ে চলবে ১ সেপ্টেম্বর পর্যন্ত। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

আইপিও আবেদনের নতুন পদ্ধতির আওতায় শুধু ডিপোজিটরি পার্টিসিপেন্ট (ডিপি) তথা ব্রোকারহাউজ ও মার্চেন্ট ব্যাংকের মাধ্যমে আবেদন জমা দেওয়া যাবে।

বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) এর ৫৪৭তম সভায় সিমটেক্স ইন্ডাস্ট্রিজকে আইপিও অনুমোদন দেওয়া হয়।

কোম্পানিটি শেয়ারবাজারে ৩ কোটি শেয়ার ছেড়ে ৬০ কোটি টাকা সংগ্রহ করবে। কোম্পানিটিকে ১০ টাকা অভিহিত মূল্যের সাথে ১০ টাকা প্রিমিয়ামসহ ২০ টাকা মূল্যে শেয়ার ইস্যুর অনুমোদন দিয়েছে কমিশন। কোম্পানিটি শেয়ারবাজার থেকে টাকা সংগ্রহ করে মূলধনী বিনিয়োগ, ব্যাংক ঋণ পরিশোধ, চলতি মূলধন অর্থায়ন ও আইপিওর কাজে ব্যয় করবে।

২০১৪ সালের ৩০ জুন শেষ হওয়া অর্থ বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী সিমটেক্স ইন্ডাস্ট্রিজের শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৩ টাকা ৩৩ পয়সা। নেট এসেট ভ্যালু (এনএভি) হয়েছে ১৯ টাকা ৬০ পয়সা ।

কোম্পানিটির ইস্যু ব্যবস্থাপনার দায়িত্বে রয়েছে এএফসি ক্যাপিটাল লিমিটেড ও ইমপেরিয়াল ক্যাপিটাল লিমিটেড।

স্টকমার্কেটবিডি.কম/জেডকে

এপেক্স স্পিনিংয়ের ২০ % লভ্যাংশ ঘোষণা

apex spi-smbdস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত পোশাক শিল্প খাতের কোম্পানি এপেক্স স্পিনিং লিমিটেডের পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য ২০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

মঙ্গলবার অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের বোর্ড সভায় এই লভ্যাংশ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়। স্কয়ার ফার্মা গত ৩১ মার্চ শেষ হওয়া ২০১৫ হিসাব বছরের জন্য এই লভ্যাংশ ঘোষণা করেছে।

আগামী ৩০ সেপ্টেম্বর এপেক্স স্পিনিংয়ের বার্ষিক সাধারণ সভা (এজিএম) রাজধানীর জাহাঙ্গীর গেটে ট্রাষ্ট মিলনায়তনে অনুষ্ঠিত হবে। আর রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ৮ আগষ্ট।

স্টকমার্কেটবিডি.কম/জেডকে