পূবালী ব্যাংক ৫০০ কোটি টাকা মূলধন বাড়াবে

pubaliস্টকমার্কেট ডেস্ক :

পূবালী ব্যাংক লিমিটেডের সহযোগী প্রতিষ্ঠান পূবালী ব্যাংক ও পূবালী ব্যাংক সিকিউরিটিজ লিমিটেডকে পরিশোধিত মূলধন ৫০০ কোটি বাড়ানোর অনুমতি দিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, গতকাল বিএসইসি চিঠির মাধ্যমে পূবালী ব্যাংক সিকিউরিটিজ লিমিটেডকে মূলধন বাড়ানোর অনুমতি দেয়। কোম্পানিটি ২ কোটি সাধারণ শেয়ার ছেড়ে ২০০ কোটি টাকা উত্তোলন করবে। প্রতিটি শেয়ারের মূল্য ১০০ টাকা।

এছাড়া ৩ কোটি প্রেফারেন্স শেয়ারের মাধ্যমে বিকল্প পদ্ধতিতে আরো ৩০০ কোটি টাকা উত্তোলন করা হবে; যা পূবালী ব্যাংকের।

ম্টকমার্কেটবিডি.কম/এমএ

এপেক্স ফুটের শেয়ার প্রতি লোকসান ৪ টাকা কম

apex foot-smbdস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি এপেক্স ফুটওয়্যার শেয়ার লোকসানে পরিমান প্রায় ৪ টাকা কমেছে। এ সময় কোম্পানিটির শেয়ার প্রতি ৮ টাকা ৩৬ পয়সা লোকসান করেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

চলতি বছরের জানুয়ারি হতে জুন এই ৬ মাসে এএই লোকসান করে কোম্পানিটি। এর আগের বছর একই ৬ মাসে এই লোকসানের পরিমাণ ছিল ১২.৩১ টাকা। এ হিসাবে গতবছরের তুলনায় লোকসানের পরিমাণ ৩.৯৫ টাকা কমেছে।

৩০ জুন ২০১৬ সাল পর্যন্ত এই কোম্পানির শেয়ার প্রতি সম্পদ মূল্য এসেছে ২২০ টাকা, যা আগের বছর ৩০ জুন ছিল ২৩৩ টাকা।

ম্টকমার্কেটবিডি.কম/এমএ

মার্চে সমাপ্ত বার্জার পেইন্টসের হিসাব বছর

berger-Logoস্টকমার্কেট ডেস্ক :

বহুজাতিক কোম্পানি হিসেবে জুন ক্লোজিংয়ের বাধ্যবাধকতা থেকে অব্যাহতি পাওয়ার পর প্রতি মার্চে হিসাব বছর সমাপ্ত করার সিদ্ধান্ত নেয় বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেডের পরিচালনা পর্ষদ। মূল প্রতিষ্ঠান ইউকে পেইন্টস (ইন্ডিয়া) লিমিটেডের সঙ্গে সঙ্গতি রেখে আর্থিক প্রতিবেদন প্রস্তূতির জন্যই এ সিদ্ধান্ত। গতকাল কোম্পানিটি জানায়, চট্টগ্রামের কর উপকমিশনারের কার্যালয় তাদের এ পরিকল্পনা অনুমোদন করেছে।

পরিকল্পনা অনুসারে, চলতি ২০১৬-১৭ হিসাব বছরে ১৫ মাসের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রস্তুত করবে বার্জার পেইন্টস। বিবিধ খাতের তালিকাভুক্ত কোম্পানিটির সাবসিডিয়ারি জেনসন অ্যান্ড নিকোলসন (বাংলাদেশ) লিমিটেডও ডিসেম্বরের পরিবর্তে ৩১ মার্চ তাদের হিসাব বছর সমাপ্ত করবে।

৩১ ডিসেম্বর সমাপ্ত ২০১৫ হিসাব বছরের জন্য ২৭০ শতাংশ চূড়ান্ত নগদ লভ্যাংশ দেয় বার্জার পেইন্টস। আগেই বিতরণ হওয়া ১০০ শতাংশ অন্তর্বর্তী লভ্যাংশসহ হিসাব করলে ২০১৫ সালের জন্য মোট ৩৭০ শতাংশ নগদ লভ্যাংশ পেয়েছেন কোম্পানিটির শেয়ারহোল্ডাররা।

ম্টকমার্কেটবিডি.কম/এমএ

ইয়াকিন পলিমারের দর ৪৪ টাকা ছাড়ালো

yakinস্টকমার্কেট ডেস্ক :

বৃহস্পতিবার দেশের উভয় স্টক এক্সচেঞ্জে ইয়াকিন পলিমার ইন্ডাস্ট্রিজ লিমিটেডের (ওয়াইপিএল) শেয়ার লেনদেন শুরু হয়। প্রথম কার্যদিবসের লেনদেনে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) কোম্পানিটির শেয়ারদর ইস্যু মূল্যের তুলনায় ২২৪ শতাংশ বেড়ে দাঁড়ায় ৩২ টাকা ৪০ পয়সা। এর পর টানা চতুর্থ কার্যদিবসের মতো বেড়ে গতকাল তা ৪৪ টাকা ছাড়ায়।

সর্বশেষ অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুসারে, ২০১৬ হিসাব বছরের প্রথম তিন প্রান্তিকে (জুলাই, ২০১৫-মার্চ, ২০১৬) প্রকৌশল খাতের কোম্পানিটির নিট মুনাফা দাঁড়ায় ৩ কোটি ৯৬ লাখ ৯০ হাজার টাকা, আগের বছর একই সময়ে যা ছিল ৩ কোটি ২ লাখ ৮০ হাজার টাকা। ২০১৫ সালের ৩০ জুন সমাপ্ত হিসাব বছরে কোম্পানিটির নিট মুনাফা ছিল ৫ কোটি ৫০ লাখ ৭০ হাজার টাকা।

প্রাথমিক গণপ্রস্তাব (আইপিও) পরবর্তী শেয়ার সংখ্যার ওপর ভিত্তি করে ২০১৬ হিসাব বছরের প্রথম তিন প্রান্তিকে কোম্পানির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৬৭ পয়সা। ৩১ মার্চ শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়ায় ১৩ টাকা ৭২ পয়সা।

ম্টকমার্কেটবিডি.কম/এমএ

কয়েকটি ব্যাংক একীভূতের পক্ষে মির্জা আজিজুল ইসলাম

mirza-aziaনিজস্ব প্রতিবেদক :

দেশের কয়েকটি ব্যাংক একীভূতের পক্ষে মতামত ব্যক্ত করেছেন মির্জা আজিজুল ইসলাম। ‘টেকসই উন্নয়ন লক্ষ্য অর্জনে ব্যাংকব্যবস্থার ভূমিকা’ শীর্ষক কর্মশালায় সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা মির্জ্জা আজিজুল ইসলাম এসব কথা বলেন।

বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্ট (বিআইবিএম) ও অস্ট্রেলিয়ান একাডেমি অব বিজনেস অ্যান্ড সোশ্যাল সায়েন্সের যৌথ উদ্যোগে ব্যাংকার ও গবেষকদের জন্য আন্তর্জাতিক সম্মেলনের শেষ দিনে সোমবার বিকেলে এ কর্মশালা হয়। কর্মশালা সঞ্চালনা করেন সোনালী ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক এস এ চৌধুরী।

এসময় তিনি বলেন, গ্রাহকেরা এক ব্যবসার কথা বলে ঋণ নিয়ে অন্য খাতে স্থানান্তর করছেন। এসব ঋণ খেলাপি হয়ে পড়ছে। আর ঋণ খেলাপি হয়ে পড়ার জন্য ব্যাংকগুলোই মূলত দায়ী। বড় বড় ঋণ বেশি খেলাপি হয়ে পড়ছে, ছোট ঋণগুলো নিয়মিতই থাকছে। তাই ব্যাংকগুলোকে এদিকে বেশি নজর দিতে হবে।

খেলাপি ঋণ আদায় ও ঋণ পুনর্গঠন বিষয়ে মির্জ্জা আজিজুল ইসলাম বলেন, খেলাপি ঋণ আদায়ে ব্যাংকগুলো অর্থঋণ আদালতে গেলেও সেভাবে নিষ্পত্তি হচ্ছে না। মামলার তুলনায় বিচারক কম। সরকার অতিরিক্ত বিচারক নিয়োগ দিলে এসব মামলা নিষ্পত্তি হতে পারে। যেসব গ্রাহকের প্রতি ব্যাংকগুলো দুর্বল, তাদের ঋণ পুনর্গঠন করা হয়েছে। আইনি প্রক্রিয়ায় এসব ঋণ আদায়ের ব্যবস্থা করা যেতে পারে।

সুদের হার ও ব্যাংক একীভূত বিষয়ে মির্জ্জা আজিজুল ইসলাম বলেন, ঋণ ও আমানতের সুদের হারের ব্যবধান (স্পেরড) ৫ শতাংশ নির্ধারণ করা হয়েছে, এটা কীভাবে এল, কারা করল। স্পেরড সর্বোচ্চ ৩ থেকে সাড়ে ৩ শতাংশ হতে পারে। পৃথিবীর সব দেশেই স্পেরড এমন। স্পেরড কমিয়ে আনলে সুদের হার কমে আসবে। বাংলাদেশের অর্থনীতির তুলনায় ব্যাংকের সংখ্যা অনেক। এটা অপ্রত্যাশিত। কয়েকটি ব্যাংক একীভূত করা যেতে পারে।

স্টকমার্কেটবিডি.কম/এমএ

‘পুরনো মেশিন আমদানি করতে পারবে না তালিকাভুক্ত কোম্পানিরা’

thনিজস্ব প্রতিবেদক :

বেশি পুরনো মেশিন আমদানি করতে পারবে না তালিকাভুক্ত কোম্পানিরা। এর ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে সরকার। এ ধরনের মেশিন জনজীবনের জন্য হুমকি ও পরিবেশবান্ধব না হওয়ায় বাণিজ্য মন্ত্রণালয় থেকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সরকারি সিদ্ধান্তের আলোকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বাংলাদেশ ব্যাংক থেকে সম্প্রতি নির্দেশনাটি পাঠানো হয়েছে ব্যাংকগুলোর প্রধান নির্বাহীদের কাছে।

গত ১৬ আগস্ট বেশি পুরনো মেশিন আমদানির ওপর নিষেধাজ্ঞা দেওয়ার সিদ্ধান্ত নেয় বাণিজ্য মন্ত্রণালয়। যে কোনো মেশিনারিজ আমদানির জন্য যেহেতু ব্যাংকের মাধ্যমে এলসি খুলতে হয়, এ কারণে চিঠিটি পাঠানো হয় বাংলাদেশ ব্যাংকে। এখন প্রয়োজনীয় ব্যবস্থা নিতে ব্যাংকগুলোকে নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

বাণিজ্য মন্ত্রণালয়ের চিঠিতে বলা হয়, অধিক পুরনো মেশিন জনজীবনের জন্য হুমকি এবং পরিবেশবান্ধব না হওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে পুরনো মেশিনারিজ আমদানির জন্য এলসি খোলার ক্ষেত্রে রফতানিকারক প্রতিষ্ঠানের অর্থনৈতিক আয়ুষ্কাল সনদ দাখিল না করে এলসি খোলা যাবে না। এ সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর হবে।

এ চিঠির আলোকে ব্যাংকগুলোকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। সংশ্লিষ্টরা জানান, এখানকার শিল্প উদ্যোক্তাদের অনেকে উন্নত দেশ থেকে পুরনো মেশিন আমদানি করে থাকেন। তবে কেউ কেউ অনেক ক্ষেত্রে এত বেশি পুরনো মেশিন আমদানি করেন, পরিবেশের জন্য যা মারাত্মক ক্ষতিকর।

স্টকমার্কেটবিডি.কম/এমএ

  1. লংকাবাংলা ফাইন্যান্স
  2. বিএসসিসিএল
  3. বিএসসি
  4. ফার কেমিক্যাল
  5. ডরিন পাওয়ার
  6. এমজেএল বিডি
  7. মিরাকল ইন্ডাষ্ট্রিজ
  8. ইয়াকিন পলিমার
  9. ন্যাশনাল টিউবস
  10. তসরিফা ইন্ডাষ্ট্রিজ।

অরগন ডেনিমসের বোর্ড সভা আহবান

Argon-denims-1স্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত পোশাক শিল্প খাতের কোম্পানি অরগন ডেনিমস লিমিটেডের বোর্ড সভা আগামী ৩ অক্টোবর আহবান করা হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

সূত্র থেকে জানা যায়, সেদিন বেলা ৩ টায় কোম্পানিটি এ বোর্ড সভার সময় নির্ধারন করেছে।

আসন্ন বোর্ড সভায় ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) লিস্টিং রেগুলেশন ২০১৫ এর ১৯(১) অনুযায়ী, গত ২০১৫ সালের ১ জানুয়ারি থেকে ৩০ জুন ২০১৬ সালে শেষ হওয়া ১৮ মাসের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

এ সভায় বিনিয়োগকারীদের জন্য চূড়ান্ত লভ্যাংশ ঘোষণা করা হতে পারে। এছাড়া এ সভায় এজিএম সংক্রান্ত সিদ্ধান্ত নিবে কোম্পানিটি।

স্টকমার্কেটবিডি.কম/বিএ

ইভেন্সি টেক্সটাইলের বোর্ড সভা ৩ অক্টোবর

Evince-Textile-220x140স্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত পোশাক শিল্প খাতের কোম্পানি ইভেন্সি টেক্সটাইল লিমিটেডের বোর্ড সভা আগামী ৩ অক্টোবর অনুষ্ঠিত হবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

সূত্র থেকে জানা যায়, সেদিন বেলা ৪ টায় কোম্পানিটি এ বোর্ড সভার সময় নির্ধারন করেছে।

আসন্ন বোর্ড সভায় ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) লিস্টিং রেগুলেশন ২০১৫ এর ১৯(১) অনুযায়ী, গত ২০১৫ সালের ১ জানুয়ারি থেকে ৩০ জুন ২০১৬ সালে শেষ হওয়া ১৮ মাসের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

এ সভায় বিনিয়োগকারীদের জন্য লভ্যাংশ ঘোষণা করা হতে পারে। এছাড়া এজিএম সংক্রান্ত সিদ্ধান্ত নিবে কোম্পানিটি।

স্টকমার্কেটবিডি.কম/বিএ

মূল্য সংশোধনীর পর আবারো সূচকের উত্থান

DSE_CSE-smbdনিজস্ব প্রতিবেদক :

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মূল্যসূচক উত্থানে ফিরে এসেছে। এর আগে টানা ১৩ কার্যদিবস উত্থানের পরে রবিবার (২৫ সেপ্টেম্বর) মূল্য সংশোধনী হয়েছিল। ডিএসইর ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।

সোমবার ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ১০.৫৫ পয়েন্ট বেড়ে ৪৬৮৩.৯৯ পয়েন্টে দাড়িয়েছে। আগেরদিন ৬.৮৭ পয়েন্ট কমেছিল। এর আগে টানা ১৩ কার্যদিবসের উত্থানে ১৫৬.৬৫ পয়েন্ট বেড়েছিল।

এদিকে সূচক বাড়লেও আর্থিক লেনদেন কমেছে। সোমবার ৫৫২ কোটি ৯৩ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। যার পরিমাণ রবিবার ছিল ৫৭৬ কোটি ৫৫ লাখ টাকা।

এদিন ডিএসইতে ৩২২টি কোম্পানির শেয়ার ও ইউনিটের লেনদেন হয়েছে। এর মধ্যে ১৭৫টি কোম্পানির শেয়ার ও ইউনিটের দর বেড়েছে, ১০৩টির দর কমেছে এবং ৪৪টির দর অপরিবর্তিত রয়েছে।

টাকার অঙ্কে ডিএসইতে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে লংকাবাংলা ফাইন্যান্স, বিএসসিসিএল, বিএসসি, ফার কেমিক্যাল, ডরিন পাওয়ার, এমজেএল বিডি, মিরাকল ইন্ডাষ্ট্রিজ, ইয়াকিন পলিমার, ন্যাশনাল টিউবস ও তসরিফা ইন্ডাষ্ট্রিজ।

অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সিএসইএক্স সূচক ৪৯.৮৯ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৮৭৭৫.৬৫ পয়েন্টে। এদিন সিএসইতে ৩৫ কোটি ২৯ লাখ টাকার লেনদেন হয়েছে। সিএসইতে লেনদেন হওয়া ২৫৬টি ইস্যুর মধ্যে দর বেড়েছে ১৫১টির, কমেছে ৭০টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৫টির।

স্টকমার্কেটবিডি.কম/