1. ডরিন পাওয়ার
  2. বিবিএস
  3. কাসেম ড্রাইসেল
  4. এবি ব্যাংক
  5. বেক্সিমকো লিমিটেড
  6. ফরচুন সুজ
  7. কনফিডেন্স সিমেন্ট
  8. গোল্ডেন হার্ভেষ্ট
  9. ন্যাশনাল টিউবস
  10. সিএমসি কামাল।

ডিএসইতে ৬১০ ও সিএসইতে ৪০ কোটি টাকার লেনদেন

DSE_CSE-smbdনিজস্ব প্রতিবেদক :

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দিনশেষ লেনদেনের পরিমাণ আগের দিনের চেয়ে কমেছে। এদিন লেনদেনের পরিমাণ ৬১০ কোটি টাকা দাঁড়িয়েছে। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) লেনদেন হয়েছে ৪০ কোটি টাকার। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

রবিবার দিনভর ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ৬১০ কোটি ১০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। গত বৃহস্পতিবার সেখানে ৬৫৮ কোটি ৪২ লাখ টাকার লেনদেন হয়।

এদিন ডিএসইতে ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ৪.৭ পয়েন্ট কমে অবস্থান করছে ৪৭৮৬ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ১.৪১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১১৩৪ পয়েন্টে। ডিএসই-৩০ সূচক ১.০৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৭৬৮ পয়েন্টে।

এদিন দিনভর লেনদেন হওয়া ৩২০টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১২৮টির, কমেছে ১৫২টির আর অপরিবর্তিত রয়েছে ৪০টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার দর।

এদিন ডিএসইতে টাকার অঙ্কে লেনদেনে শীর্ষ কোম্পানিগুলো হচ্ছে- ডরিন পাওয়ার, বিবিএস, কাসেম ড্রাইসেল, এবি ব্যাংক, বেক্সিমকো লিমিটেড, ফরচুন সুজ, কনফিডেন্স সিমেন্ট, গোল্ডেন হার্ভেষ্ট, ন্যাশনাল টিউবস ও সিএমসি কামাল।

এদিকে রবিবার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) ৪০ কোটি ৬১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। গত বৃহস্পতিবার সেখানে ৪২ কোটি ৭৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়।

এদিন সিএসইতে লেনদেনের শীর্ষে ছিল বেক্সিমকো লিমিটেড ও ফরচুন সুজ লিমিটেড।

এদিন সিএসই সার্বিক সূচক সিএএসপিআই ১১ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৪ হাজার ৭১২ পয়েন্টে। সিএসইতে মোট লেনদেন হয়েছে ২৪৫টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ১০৯টির, কমেছে ১১২টির এবং অপরিবর্তিত রয়েছে ২৪টির।

স্টকমার্কেটবিডি.কম/এমএ

বারো টায় ৩ কোম্পানি হল্টেড

holted-smbdস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত তিনটি কোম্পানি বিক্রেতার সংকটে হল্টেড হয়েছে। রোববার সপ্তাহের প্রথম কার্যদিবসের লেনদেন শুরুর পর দুপুর ১২ টা নাগাদ ৩ কোম্পানির শেয়ারে বিক্রেতা সংকট দেখা গেছে।

কোম্পানিগুলো হলো- ঝিল বাংলা সুগার, আরএন স্পিনিং ও ফাইন ফুড।

প্রাপ্ত তথ্যানুযায়ী, সর্বোচ্চ দর বৃদ্ধির মধ্যে দিয়ে হল্টেড হয়েছে সরকারি লোকসানি কোম্পানি ঝিলবাংলা সুগার। এসময় কোম্পানিটির শেয়র দর ১০ শতাংশ বেড়ে সার্কিট ব্রেকার স্পর্শ করে। দুপুর ১২ টা নাগাদ কোম্পানিটির ৩১ হাজার ১৬০টি শেয়ার ৫৬ বার হাতবদল হয়।

বস্ত্র খাতের তালিকাভুক্ত আরএন স্পিনিংয়ের শেয়ার দর ৯.৬৫৯ শতাংশ বেড়ে হল্টেড হয়। এসময় কোম্পনিটির ৩ লাখ ৯২ হাজার ১৩৫টি শেয়ার হাতবদল হতে দেখা যায়। যার বাজার দর ছিল ৭৪ লাখ ২৯ হাজার টাকা।

এসময় ফাইন ফুডের ৯.৪৫৯ শতাংশ দর বৃদ্ধির মধ্যে দিয়ে হল্টেড হয়েছে কোম্পানিটি। দুপুর ১২ টায় কোম্পানিটির ১ লাখ ৩৮ হাজার ৯৮৫টি শেয়ার হাতবদল হতে দেখা গেছে।

স্টকমার্কেটবিডি.কম/এস

শেয়ার বিক্রি করবেন আর্গন ডেনিমসের আরেক পরিচালক

Argon-denims-1স্টকমার্কেট ডেস্ক:

শেয়ারবাজারে তালিকাভুক্ত পোশাক শিল্প খাতের কোম্পানি আর্গন ডেনিমস লিমিটেডের একজন পরিচালক ৬ লাথ শেয়ার বিক্রয়ের ঘোষণা দিয়েছেন। আগামী ৩০ দিনের মধ্যে এসব শেয়ার বিক্রি করবেন তিনি। ঢাকা স্টক একচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

আনোয়ারুল আলম চৌধুরী নামে কোম্পানিটির এই পরিচালক এসব শেয়ার চলমান বাজার দরে বিক্রয় করবেন। তার হাতে কোম্পানির মোট ৭৪,৩৮,২০০টি শেয়ার রয়েছে।

তিনি এই ঘোষণার পর ৩০ কার্যদিবসের মধ্যে উল্লেখিত পরিমাণ শেয়ার বিক্রয় করবেন বলে কোম্পানিটির পক্ষ থেকে জানানো হয়।

এর আগে একে গওহর রব্বানী নামে কোম্পানিটির পরিচালক ২৪ লাখ শেয়ার চলমান বাজার দরে বিক্রয় করেন। তার হাতে কোম্পানিটির মোট ৯৩,৭৩,২০০ টি শেয়ার ছিল।

স্টকমার্কেটবিডি.কম/এমআর

লভ্যাংশ কম দেওয়ায় ‘বি’ ক্যাটাগরিতে

safko-smbdস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের প্রতিষ্ঠান সাফকো স্পিনিং মিলস লিমিটেডের ক্যাটাগরি গত বছরের মতো এবারো পরিবর্তন করেছে ডিএসই। ৩০ জুন ২০১৬ সালের সমাপ্ত অর্থবছরে ৩ শতাংশ বোনাস লভ্যাংশ দেওয়ায় কোম্পানিটিকে ‘এ’ থেকে ‘বি’ ক্যাটাগরিতে আনা হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

এর আগে গত বছর ৩১ ডিসেম্বর ২০১৫ সালের সমাপ্ত অর্থবছরে ৩ শতাংশ বোনাস লভ্যাংশ দেওয়ায় ‘এ’ থেকে ‘বি’ ক্যাটাগরিতে আরে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ।

ডিএসই জানায়, আগামীকাল সোমবার থেকে কোম্পানিটি ‘বি’ ক্যাটাগরিতে লেনদেন করবে দুই শেয়ারবাজারে।

গত বছর কোম্পানিটি ২০১৬ সালের সমাপ্ত অর্থ বছরে সাধারণ শেয়ারহোল্ডারদের জন্য ৩ শতাংশ স্টক লভ্যাংশ দেয়।

স্টকমার্কেটবিডি.কম/এমআর

মিথুন নিটিংয়ের বোর্ড সভা ৩০ নভেম্বর

mithunস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত পোশাক শিল্প খাতের কোম্পানি মিথুন নিটিং মিলস লিমিটেডের বোর্ড সভা আহবান করা হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (লিস্টিং) রেজুলেশন ২০১৫ এর ১৬(১) ধারা অনুযায়ী, এই বোর্ড সভায় ৩০ সেপ্টেম্বর পর্যন্ত সমাপ্ত প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

এই কোম্পানিটি আগামী ৩০ নভেম্বর ৪ টায় নিজস্ব কার্যালয়ে এই বোর্ড সভা করবে।

বোর্ড সভায় কোম্পানিটি সর্বশেষ আর্থিক প্রতিবেদনটি শেয়ারহোল্ডারদের জানিয়ে দিবে।

স্টকমার্কেটবিডি.কম/এস

১৮ মাসের লভ্যাংশ ৫% ঘোষণা

familyস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি ফ্যামিলিটেক্স লিমিটেডের পরিচালনা বোর্ড শেয়ারহোল্ডারদের জন্য ৫ শতাংশ বোনাস লভ্যাংশ ঘোষণা করেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, ৩০ জুন ২০১৬ পর্যন্ত গত ১৮ মাসের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা শেষে এই লভ্যাংশ দিয়েছে কোম্পানিটি।

২০১৫ সালের জানুয়ারি হতে চলতি বছরের জুলাই পর্যন্ত কোম্পানির শেয়ার প্রতি আয় এসেছে ৮২ পয়সা। ৩০ জুন পর্যন্ত কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদের পরিমাণ দাঁড়িয়েছে ১৩,৬৮ টাকা।

আগামী ৩১ ডিসেম্বর কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ও ইজিএম অনুষ্ঠিত হবে। এ জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ১৫ ডিসেম্বর।

স্টকমার্কেটবিডি.কম/এস

১ম প্রান্তিকে লাভ থেকে লোকসানে

dhakaস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি ঢাকা ডায়িং লিমিটেডের চলতি বছরের প্রথম প্রান্তিকের শেয়ারপ্রতি লোকসান হয়েছে ৮০ পয়সা। গত বছর একই সময়ে কোম্পানিটি লাভ করেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সম্প্রতি প্রকাশিত অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী, কোম্পানিটির চলতি বছরের এ প্রান্তিকে জুলাই হতে সেপ্টেম্বর মাসের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী কেম্পানিটির শেয়ার প্রতি সম্পদ মূল্য এসেছে ১৮.৬৭ টাকা এবং যা সঞ্চিতি ছাড়া ৬.৩৯ টাকা।

এর আগের বছর একই প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) ছিল ২২ পয়সা। এহিসাবে কোম্পানিটি চলতি বছর প্রথম ৩ মাসে লোকসান করেছে। এই লোকসানের পরিমাণ শেয়ার প্রতি ৮০ পয়সা।

স্টকমার্কেটবিডি.কম/এমএ

এমারেল্ড ওয়েলের ১০% লভ্যাংশ ঘোষণা

emarস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত খাদ্য ও আনুসাঙ্গিক খাতের কোম্পানি এমারেল্ড ওয়েল লিমিটেডের পরিচালনা বোর্ড শেয়ারহোল্ডারদের জন্য ১০ শতাংশ বোনাস লভ্যাংশ ঘোষণা করেছে। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, ৩০ জুন ২০১৬ পর্যন্ত গত বছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা শেষে এই লভ্যাংশ দিয়েছে কোম্পানিটি।

এ বছর কোম্পানির শেয়ার প্রতি আয় এসেছে ৩ টাকা ৩৩ পয়সা। ৩০ জুন পর্যন্ত কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদের পরিমাণ দাঁড়িয়েছে ১৭.২৩ টাকা।

আগামী ৩১ ডিসেম্বর কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এ জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ১৬ ডিসেম্বর।

স্টকমার্কেটবিডি.কম/এস

ডিএসইতে লেনদেনের শীর্ষে প্রকৌশল খাত

prokosholস্টকমার্কেট ডেস্ক :

গত সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে রয়েছে প্রকৌশল খাত। এই খাতে ডিএসইতে মোট লেনদেনের ১৫ শতাংশ অবদান রয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, গত সপ্তাহে প্রকৌশল খাতে প্রতিদিন ৯৭ কোটি ১৬ লাখ টাকার লেনদেন হয়েছে।

লেনদেনের দ্বিতীয় স্থানে রয়েছে ব্যাংক খাত। এই খাতে ডিএসইতে মোট লেনদেনের ১৪ শতাংশ অবদান রয়েছে। গত সপ্তাহে প্রতিদিন এই খাতে ৮৭ কোটি ৫৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

বস্ত্র খাত ১৩ শতাংশ লেনদেন করে তালিকার তৃতীয় স্থানে রয়েছে। এই খাতে প্রতিদিন ৮০ কোটি ৫৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

অন্য খাতগুলোর মধ্যে ওষুধ-রসায়ন খাতে ১১ শতাংশ, জ্বালানি-বিদ্যুৎ খাতে ৮ শতাংশ, আর্থিক খাতে ৭ শতাংশ, বিবিধ খাতে ৬ শতাংশ, আইটি টেলিকমিউনিকেশন, ট্যানারি, সেবা-আবাসন, সিমেন্ট, ভ্রমণ-অবকাশ ও সাধারণ বিমা খাতে ২ শতাংশ করে লেনদেন হয়েছে।

এছাড়া জীবন বিমা, মিউচ্যুয়াল ফান্ড ও সিরামিক খাতে ১ শতাংশ করে লেনদেন হয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/এস