শিপিং করপোরেশনের শেয়ার ১০ টাকা হচ্ছে: সংসদে বিল

bscনিজস্ব প্রতিবেদক :

বাংলাদেশ শিপিং করপোরেশনের (বিএসসি) ইউনিট শেয়ারের মূল্য ১০ টাকা করতে সংসদে বিল উঠেছে। রবিবার নৌ-পরিবহনমন্ত্রী শাজাহান খান ‘বাংলাদেশ শিপিং করপোরেশন বিল-২০১৭’ সংসদে উত্থাপন করেন। এরপর তা পরীক্ষা-নিরীক্ষা করে সংসদে প্রতিবেদন দেওয়ার জন্য নৌ-পরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতে পাঠানো হয়।

বর্তমানে শিপিং করপোরেশনের ইউনিট শেয়ারের মূল্য ১০০ টাকা। প্রস্তাবিত বিলটি পাস হলে এই ইউনিট ভেঙে ১০টাকায় রূপান্তরিত হবে।

প্রস্তাবিত আইনে বলা হয়েছে, করপোরেশনের অনুমোদিত মূলধনের পরিমান হবে অন্যূন এক হাজার কোটি টাকা যা প্রতিটি দশ টাকা অভিহিত মূল্যের ১০০ কোটি সাধারণ শেয়ারে বিভক্ত হবে।

বিলে বলা হয়েছে, করপোরেশনের পরিশোধিত মূলধনের পরিমাণ হবে ন্যূনতম ৩৫০ কোটি টাকা যা ৩৫ কোটি সাধারণ শেয়ারে বিভক্ত হবে।

প্রস্তাবিত আইনে বলা হয়েছে, করপোরেশনের পরিচালনা পর্ষদের সদস্য সংখ্যা হবে ন্যূনতম সাত, অনধিক তের জন।

১৯৭২ সালের আইনটি যুগোপযোগী করতে নতুন আইন আনা হয়েছে জানিয়ে খসড়া আইনের উদ্দেশ্য ও কারণ সম্পর্কে নৌমন্ত্রী বলেন, বাংলাদেশ শিপিং করপোরেশন আন্তর্জাতিক নৌপথে বাণিজ্যিক জাহাজ পরিচালনাকারী একমাত্র জাতীয় প্রতিষ্ঠান। ১৯৭২ সালে এ করপোরেশন শুরু হওয়ার পর থেকে অদ্যাবধি রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ পণ্যসহ জ্বালানি, সার, খাদ্যশষ্য পরিবহন ছাড়াও জাতীয় বিভিন্ন কার্যক্রমে অংশগ্রহণের মাধ্যমে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জাতীয় অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রেখে আসছে। আন্তর্জাতিক নৌপথে নিরাপদ, দক্ষ ও সাশ্রয়ী নৌবাণিজ্যিক সেবা প্রদান এবং নৌ-বাণিজ্য সংশ্লিষ্ট ও এর সহযোগী সব কার্যসম্পাদন করপোরেশনের অন্যতম দায়িত্ব।

বিলটি আইনে পরিণত হলে ১৯৭২ সালের ‘বাংলাদেশ শিপিং করপোরশেন অর্ডার’ রহিত হবে।

স্টকমার্কেটবিডি.কম/এমএ

সিভিও পেট্রোর শেয়ার প্রতি লোকসান ৯৪ পয়সা

CVO_logo2স্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারের তালিকাভুক্ত জ্বালানী ও শক্তি খাতের কোম্পানি সিভিও পেট্রো কেমিক্যাল রিফাইনারি লিমিটেডের চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। সোমবার ডিএসইর ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।

আর্থিক প্রতিবেদন সূত্রে জানা যায়, এই প্রান্তিকে (অক্টোবর-ডিসেম্বর, ১৬) কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান হয়েছে ৯৪ পয়সা। গত বছরের এ সময়ের কোম্পানিটির শেয়ার প্রতি আয় ছিল ৩ টাকা ৩৮ পয়সা। এ হিসাবে চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকে কোম্পানির বড় লোকসান হয়েছে।

এ সময়ে কোম্পানির শেয়ার প্রতি প্রকৃত সম্পদের মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ১৬.৬৪ টাকা। যা ২০১৬ সালের ৩০ জুন ছিল ২০.৫০ টাকা।

স্টকমার্কেটবিডি.কম/এসএম

সুহৃদ ইন্ডাস্ট্রিজের শেয়ার প্রতি লোকসান ৯ পয়সা

suridস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারের তালিকাভুক্ত প্রকৌশল শিল্প খাতের কোম্পানি সুহৃদ ইন্ডাস্ট্রিজ লিমিটেডের চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। সোমবার ডিএসইর ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।

আর্থিক প্রতিবেদন সূত্রে জানা যায়, এই প্রান্তিকে (অক্টোবর-ডিসেম্বর, ১৬) কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান হয়েছে ৯ পয়সা। গত বছরের এ সময়ের কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান ছিল ১ পয়সা। এ হিসাবে চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকে কোম্পানির লোকসান বেড়েছে।

এ সময়ে কোম্পানির শেয়ার প্রতি প্রকৃত সম্পদের মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ১২ টাকা। যা ২০১৬ সালের ৩০ জুন ছিল ১২.০৮ টাকা।

স্টকমার্কেটবিডি.কম/এসএম

ফরচুন সুজের ২য় প্রান্তিকের ইপিএস ৫৫ পয়সা

fortuneস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারের তালিকাভুক্ত চামড়া শিল্প খাতের কোম্পানি ফরচুন সুজ লিমিটেডের চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। সোমবার ডিএসইর ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।

আর্থিক প্রতিবেদন সূত্রে জানা যায়, এই প্রান্তিকে (অক্টোবর-ডিসেম্বর, ১৬) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৫৫ পয়সা। গত বছরের এ সময়ের কোম্পানিটির শেয়ার প্রতি আয় ছিল ২৮ পয়সা। এ হিসাবে চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকে কোম্পানির আয় বেড়েছে।

এ সময়ে কোম্পানির শেয়ার প্রতি প্রকৃত সম্পদের মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ১৪.২৩ টাকা। যা ২০১৬ সালের ৩০ জুন ছিল ১৪.২৯ টাকা।

স্টকমার্কেটবিডি.কম/এসএম

ন্যাশনাল ফিডের ২য় প্রান্তিকের ইপিএস ২০ পয়সা

natinalস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারের তালিকাভুক্ত বিবিধ খাতের কোম্পানি ন্যাশনাল ফিড মিলস লিমিটেডের চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। সোমবার ডিএসইর ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।

আর্থিক প্রতিবেদন সূত্রে জানা যায়, এই প্রান্তিকে (অক্টোবর-ডিসেম্বর, ১৬) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ২০ পয়সা। গত বছরের এ সময়ের কোম্পানিটির শেয়ার প্রতি আয় ছিল ২৩ পয়সা। এ হিসাবে চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকে কোম্পানির আয় কমেছে।

এ সময়ে কোম্পানির শেয়ার প্রতি প্রকৃত সম্পদের মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ১৩.৩০ টাকা। যা ২০১৬ সালের ৩০ জুন ছিল ১৪.৭১ টাকা।

স্টকমার্কেটবিডি.কম/এসএম

ড্রাগন সোয়েটারের ২য় প্রান্তিকের ইপিএস ৪৯ পয়সা

dragonস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারের তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি ড্রাগন সোয়েটার এণ্ড স্পিনিং মিল লিমিটেডের চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। সোমবার ডিএসইর ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।

আর্থিক প্রতিবেদন সূত্রে জানা যায়, এই প্রান্তিকে (অক্টোবর-ডিসেম্বর, ১৬) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৪৯ পয়সা। গত বছরের এ সময়ের কোম্পানিটির শেয়ার প্রতি আয় ছিল ৩৫ পয়সা। এ হিসাবে চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকে কোম্পানির আয় বেড়েছে।

এ সময়ে কোম্পানির শেয়ার প্রতি প্রকৃত সম্পদের মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ১৫.৬৩ টাকা। যা ২০১৬ সালের ৩০ জুন ছিল ২০.৪৮ টাকা।

স্টকমার্কেটবিডি.কম/এসএম

নাভানা সিএনজির ইপিএস ৫৯ পয়সা

navanaস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারের তালিকাভুক্ত জ্বালানী ও শক্তি খাতের কোম্পানি নাভানা সিএনজি লিমিটেডের চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

আর্থিক প্রতিবেদন সূত্রে জানা যায়, এই প্রান্তিকে (অক্টোবর-ডিসেম্বর, ১৬) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৫৯ পয়সা। গত বছরের এ সময়ের কোম্পানিটির শেয়ার প্রতি আয় ছিল ৭৮ পয়সা। এ হিসাবে চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকে কোম্পানির আয় কমেছে।

এ সময়ে কোম্পানির শেয়ার প্রতি প্রকৃত সম্পদের মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ৩১.৯২ টাকা। যা ২০১৬ সালের ৩০ জুন ছিল ৩১.৪০ টাকা।

স্টকমার্কেটবিডি.কম/এসএম

বাণিজ্যিক উৎপাদানে যাচ্ছে ইফাদ অটোসের আইপিও প্রকল্প

ifadনিজস্ব প্রতিবেদক :

শেয়ারবাজার থেকে আইপিওর মাধ্যমে উত্তোলিত অর্থ দিয়ে করা ইফাদ অটোসের প্রকল্পটি বাণিজ্যিক উৎপাদান শুরু করতে যাচ্ছে। রবিবার কোম্পানটির পরিচালনা বোর্ড এই সিদ্ধান্ত নেয়।

কোম্পানি সূত্রে জানা যায়, কোম্পানিটির ২২১তম বোর্ড সভায় সাভার ধামরায়ে অবস্থিত নতুন প্রকল্পটির উৎপানে যাওয়ার সিদ্ধান্ত নেয়। সর্বসম্মতিতে কোম্পানিটি আগামীকাল ২ ফেব্রুয়ারি হতে আইপিওর মাধ্যমে অর্থায়ন এ প্রকল্পটির উৎপাদন শুরু করবে।

এই প্রকল্পটিতে চলতি বছরের বাকি সময়ে ১ হাজার গাড়ী তৈরি করা সম্ভব বলে জানিয়েছে কোম্পানিটি। যা পরবর্তী বছরগুলোতে ৩ হাজার গাড়ী উৎপাদন করবে ইফাদ অটোস।

নতুন প্রকল্পটিতে বর্তমানের চেয়ে বেড়ে মোট গাড়ী উৎপাদনের পরিমাণ ১০ হাজারে দাঁড়াবে। এতে কোম্পানির টার্ণওভার ও মুনাফা বাড়বে বলে আশা করছে কোম্পানিটি।

ইফাদ অটোস শেয়ারবাজারে ২ কোটি ১২ লাখ ৫০ হাজার শেয়ার ছেড়ে ৬৩ কোটি ৭৫ লাখ টাকা সংগ্রহ করে। ১০ টাকা ফেসভ্যালুর সঙ্গে ২০ টাকা প্রিমিয়ামসহ প্রতিটি শেয়ারের মূল্য ৩০ টাকা নির্ধারণ করা হয়েছিল।

এসব অর্থ কোম্পানিটি ব্যবসা সম্প্রসারণ, ব্যাংক ঋণ পরিশোধ এবং আইপিও খরচ বাবদ ব্যয় করবে বলে জানায়। আইপিও আর্থিক প্রতিবেদন অনুযায়ী, ইফাদ অটোসের শেয়ারপ্রতি আয় (ইপিএস) ৫.১৬ টাকা এবং শেয়ারপ্রতি সম্পদমূল্য (এনএভি) ৪৪.১২ টাকা।

কোম্পানিটির ইস্যু ব্যবস্থাপনার দায়িত্বে রয়েছে ব্যানকো ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড এবং আলফা ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেড।

স্টকমার্কেটবিডি.কম/এইচ/এআর/সি