আমরা টেকনোলজিসের আর্থিক প্রতিবেদন প্রকাশ

aamra-technology-limitedস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারের তালিকাভুক্ত আইটি খাতের কোম্পানি আমরা টেকনলোজিস লিমিটেড চলতি বছরের তৃতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। কোম্পানি সূত্রে তথ্য জানা গেছে।

আর্থিক প্রতিবেদন সূত্রে জানা যায়, এই প্রান্তিকে (জানু-মার্চ, ২০) কোম্পানিটির শেয়ার প্রতি (ইপিএস) আয় হয়েছে ০.১৭ টাকা। গত বছরের এ সময়ের কোম্পানিটির শেয়ার প্রতি আয় ছিল ০.২০ টাকা।

আর (জুলাই ১৯-মার্চ, ২০) এ ৯ মাসে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১.১৭ টাকা। গত বছরের এ সময়ের কোম্পানিটির শেয়ার প্রতি আয় ছিল ১.১৩ টাকা।

এ সময়ে কোম্পানির শেয়ার প্রতি প্রকৃত সম্পদের মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ২৩.২৯ টাকা। যা ২০১৯ সালের ৩০ জুন ছিল ২২.৪৯টাকা।

স্টকমার্কেটবিডি.কম/

লেনদেনে অগ্রিম আয়কর কমানোর দাবি ব্রোকারহাউজদের

Brokerage-smbdস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

শেয়ারবাজারের ব্রোকারহাউজে শেয়ার লেনদেনের উপর অগ্রিম আয়করের বিদ্যমান ০.০৫% থেকে কমিয়ে ০.০১৫% করার দাবি জানিয়েছে ডিএসই ব্রোকারর্স অ্যাসোসিয়েশন (ডিবিএ)।

প্রতিষ্ঠানটি আশংকা বর্তমান করহার আগামী অর্থবছরেও বহাল থাকলে অনেক ব্রোকারহাউজের পক্ষে অস্তিত্ব ধরে রাখাই কঠিন হবে।

আগামী ২০২০-২১ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে লেনদেনের অগ্রিম আয়কর কমিয়ে ০.০১৫ শতাংশ নির্ধারণের প্রস্তাব করেছিল। কিন্তু প্রস্তাবিত বাজেটে সেটি বিবেচনায় নেয়নি। আজ বৃহস্পতিবার (১৮ জুন) ডিবিএ এক সংবাদ বিজ্ঞপ্তিতে আবারও এই দাবি জানিয়েছে।।

সংবাদ বিজ্ঞপ্তিতে সংগঠনটির প্রেসিডেন্ট জনাব শরীফ আনোয়ার হোসেন তার বক্তব্যে বলেন, শেয়ারবাজারের লেনদেন কমে যাওয়ায়, একমাত্র কমিশন আয়ের উপর নির্ভরশীল ব্রোকারেজ হাউজগুলো ক্রমাগত লোকসানের ফলে তাদের অফিস পরিচালন ব্যয়ভার মেটাতে না পেরে অসংখ্য শাখা অফিস ইত্যিমধ্যে বন্ধ করে দিয়েছে এবং আরও অসংখ্য শাখা অফিস বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হয়েছে। ফলে ব্রোকারদের বানিজ্যিক কার্যক্রমেও স্থবিরতা বিরাজ করছে। কোভিড-১৯ এর ফলে দীর্ঘ সময় বন্ধ থাকা ব্রোকারেজ হাউজের এহেন সংকট আরো চরমে পৌঁছেছে।

তিনি বলেন, ব্রোকারদের বাঁচিয়ে রাখার নিমিত্তে আমরা শেয়ার লেনদেনের উপর বিদ্যমান অগ্রিম আয়কর ০.০৫% এর পরিবর্তে ০.০১৫% করার জন্য মাননীয় অর্থমন্ত্রীর কাছে লিখিত সুপারিশ জানিয়েছি। শেয়ারবাজারসহ ব্রোকারদের সামগ্রীক পরিস্থিতি তথা কোভিড-১৯ এর ফলে আগামীদিনে ব্যবসায় বিরুপ প্রভাবের সম্ভাবনা বিবেচনা করে বিদ্যমান অগ্রিম আয়কর ০.০৫% এর পরিবর্তে ০.০১৫% করে দেয়ার বিনীত সুপারিশ করেছেন।

বাজেটে অপ্রদর্শিত অর্থ শেয়ারবাজারে বিনিয়োগের ক্ষেত্রে প্রস্তাবিত ৩ (তিন) বছরের লক-ইন প্রত্যাহার চেয়ে এই কর হার ১০% এর পরিবর্তে ৫% করার সুপারিশ করেছেন। এর ফলে বাজারে অপ্রদর্শিত অর্থের বিনিয়োগ বৃদ্ধি পাবে। তারল্য প্রবাহ বৃদ্ধি পেয়ে বাজার সক্রিয় ও শক্তিশালী হবে। এছাড়া কোম্পানী থেকে প্রদেয় ডিভিডেন্ড আয়ের করমুক্ত সীমা বিদ্যমান ৫০,০০০/- (পঞ্চাশ হাজার) টাকা বৃদ্ধি করে ২,০০,০০০/- (দুই লক্ষ) টাকা এবং অতালিকাভূক্ত কোম্পানীর ন্যয় তালিকাভূক্ত কোম্পানীর ক্ষেত্রেও ২.৫% কর হ্রাস করার সুপারিশ করেছেন।

স্টকমার্কেটবিডি.কম/আর

স্যোসাল ইসলামী ব্যাংকের বাৎসরিক বোর্ড সভা আহবান

siblস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংকিং খাতের প্রতিষ্ঠান স্যোসাল ইসলামী ব্যাংক লিমিটেডের বাৎসরিক বোর্ড সভা আগামী ২৫ জুন আহ্বান করা হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

এদিন বেলা পৌনে ২টায় নিজস্ব কার্যলয়ে এ বোর্ড সভা অনুষ্ঠিত হবে।

এ বোর্ড সভায় ৩০ ডিসেম্বর শেষ হওয়া ২০১৯ সালের নিরীক্ষীত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

এ সভায় লভ্যাংশ ঘোষণা আসতে পারে। এসভায় এজিএমের তারিখ ঘোষণা করা হবে।

গত বছর ব্যাংকটি ১০ শতাংশ বোনাস লভ্যাংশ ঘোষণা করেছিল।

স্টকমার্কেটবিডি.কম/

আজিজ পাইপসের বোর্ড সভা ২৪ জুন

Aziz-Pipies-smbdস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত প্রকৌশল শিল্প খাতের কোম্পানি আজিজ পাইপস লিমিটেডের চলতি বছরের তৃতীয় প্রান্তিকের বোর্ড সভা আগামী ২৪ জুন আহবান করা হয়েছে। ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানা গেছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (লিস্টিং) রেজুলেশন ২০১৫ এর ১৬(১) ধারা অনুযায়ী, এই বোর্ড সভায় কোম্পানিটির ৩১ মার্চ ২০২০ সালের ৩য় প্রান্তিকের অনিরীক্ষিত এই আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

এদিন বেলা ২ টা ৩৫ মিনিটে রাজধানীতে কোম্পানির নিজস্ব অফিসে অনুষ্ঠিত এ সভায় কোম্পানিটির ৩য় প্রান্তিকের ইপিএস ও ন্যাভসহ অন্যান্য আর্থিক তথ্য শেয়ারহোল্ডারদের জানিয়ে দেওয়া হবে।

স্টকমার্কেটবিডি.কম/এমএম

  1. বেক্সিমকো ফার্মা
  2. লিন্ডে বিডি
  3. এক্সিম ব্যাংক
  4. ইন্দো বাংলা ফার্মাসিটিউক্যালস
  5. বাংলাদেশ সাবমেরিন ক্যাবলস
  6. রেকিট বেনকাইজার
  7. স্কয়ার ফার্মা
  8. সিলভা ফার্মা
  9. সেন্ট্রাল ফার্মা
  10. এসিআই লিমিটেড।

দিনশেষে কমেছে লেনদেন ও সূচক

DSE_CSE-smbdস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দিন শেষে সব ধরণের সূচক সামান্য কমেছে। এদিন সেখানে লেনদেনও কমেছে। আর চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সূচক ও লেনদেন কমেছে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

বৃহস্পতিবার লেনদেন শেষে ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ১.৩২ পয়েন্ট কমে অবস্থান করছে ৩৯৬০ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ০.১৬ পয়েন্ট কমে অবস্থান করছে ৯১৮ পয়েন্টে এবং ডিএস-৩০ সূচক ০.২৭ পয়েন্ট কমে অবস্থান করে ১৩২৫ পয়েন্টে।

এদিন লেনদেন হয়েছে ৬৯ কোটি ৬৫ লাখ টাকা। গতকাল বুধবার লেনদেনের পরিমাণ ছিল ৮৮ কোটি ৮৫ লাখ টাকা।

ডিএসইতে আজ ২২৯টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ারের লেনদেন হয়। এর মধ্যে ১৪টির শেয়ারের দর বেড়েছে, কমেছে ১৮টির। আর দর অপরিবর্তিত আছে ১৯৭টির।

এদিন ডিএসইতে লেনদেনে এগিয়ে থাকা ১০টি কোম্পানি হলো – বেক্সিমকো ফার্মা, লিন্ডে বিডি, এক্সিম ব্যাংক, ইন্দো বাংলা ফার্মাসিটিউক্যালস, বাংলাদেশ সাবমেরিন ক্যাবলস, রেকিট বেনকাইজার, স্কয়ার ফার্মা, সিলভা ফার্মা, সেন্ট্রাল ফার্মা ও এসিআই লিমিটেড।
এদিকে দিনশেষে দেশের অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ব্রড ইনডেক্স ৫.০৯ পয়েন্ট কমে অবস্থান করছে ১১ হাজার ২৫৪ পয়েন্টে।

দিনভর লেনদেন হওয়া ৮৮টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১০টির, কমেছে ১৬টির ও দর অপরিবর্তিত রয়েছে ৬২টির।

এদিন সিএসইতে লেনদেন হয়েছে ১ কোটি ৩৬ লাখ টাকা। গতকাল বুধবার লেনদেন হয়েছিল ৬ কোটি ৫৮ লাখ টাকা।

দিনশেষে সিএসইতে লেনদেনের শীর্ষে রয়েছে আইসিবি সোনালী ১ম মি. ফান্ড ও বেক্সিমকো ফার্মা লিমিটেড।

স্টকমার্কেটবিডি.কম/এমএ

 

ডেল্টা ব্রাক হাউজিংয়ের ১ম প্রান্তিকের প্রতিবেদন প্রকাশ

dbhস্টকমার্কেটবিডি ডেস্ক

শেয়ারবাজারে তালিকাভুক্ত নন ব্যাংকিং আথিক খাতের ডেল্টা হাউজিং ফাইন্যান্স কোম্পানি লিমিটেডের চলতি বছরের ১ম প্রান্তিকের আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। ডিএসই সূত্রে তথ্য জানা গেছে।

আর্থিক প্রতিবেদন সূত্রে জানা যায়, এই প্রান্তিকে (জানু-মার্চ, ২০) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১.৯৩ টাকা। গত বছরের এ সময়ের কোম্পানিটির শেয়ার প্রতি আয় ছিল ৩.১২ টাকা।

এ সময়ে কোম্পানির শেয়ার প্রতি প্রকৃত সম্পদের মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ৪৫.৩০ টাকা। যা ২০১৯ সালের ৩০ জুন ছিল ৪২.২৯টাকা।

স্টকমার্কেটবিডি.কম/

ইউনাইটেড কমার্সিয়াল ব্যাংকের বোর্ড সভা ২৮ জুন

ucblস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংকিং খাতের কোম্পানি ইউনাইটেড কমার্সিয়াল ব্যাংক লিমিটেডর ১ম প্রান্তিকের বোর্ড সভা আগামী ২৮ জুন অনুষ্ঠিত হবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (লিস্টিং) রেজুলেশন ২০১৫ এর ১৬(১) ধারা অনুযায়ী, এই বোর্ড সভায় চলতি বছরের ১ম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

এদিন বেলা সাড়ে ৩টায় নিজ কার্যালয়ে এই বোর্ড সভা করবে কোম্পানিটি।

বোর্ড সভায় কোম্পানির সর্বশেষ আর্থিক তথ্য বিনিয়োগকারীদের জানিয়ে দেওয়া হবে।

স্টকমার্কেটবিডি.কম/এম