দিনের লেনদেনে আজ উর্ধ্বগতি

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) আজ লেনদেন ও সূচকের উর্ধ্বগতি চলছে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, সপ্তাহের তৃতীয় কার্যদিবস আজ বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর) লেনদেন শুরুর ২ ঘণ্টা পর অর্থাৎ সকাল ১২টায় ডিএসইর সাধারণ সূচক ডিএসইএক্স ৬১.২৭ পয়েন্ট বেড়ে ৫১৯৪ পয়েন্টে অবস্থান করে। ডিএসই শরিয়াহ্ সূচক ৯.৪৬ পয়েন্ট কমে ১১৯৫ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ২৬.৯১ পয়েন্ট বেড়ে ১৮৬৩ পয়েন্টে অবস্থান করছে।

এ সময়ের মধ্যে লেনদেন হয়েছে ৬১৩ কোটি ১৮ লাখ টাকার শেয়ার। আর লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ২০২টির, কমেছে ৬৭টির এবং অপরিবর্তিত রয়েছে ৮৫টি কোম্পানির শেয়ারের দর।

এদিকে লেনদেন শুরুর এক ঘণ্টা পর সকাল ১২টায় চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সিএএসপিআই সূচক ১৬৭.৭৮ পয়েন্ট বেড়ে ১৪ হাজার ৯১২ পয়েন্টে অবস্থান করে।

সকাল ১২টা পর্যন্ত সিএসইতে লেনদেন হয়েছে ৩৬ কোটি ৮৯ লাখ টাকার শেয়ার। এই সময়ের ১০২টির দাম বেড়েছে, কমেছে ৪৬টির। আর ৫৪টি শেয়ারের দর অপরিবর্তিত রয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/এম

রবি আজিয়াটার শেয়ার ১৫ টাকায় লেনদেন

স্টকমার্কেটবিডি ডেস্ক :

আইপিও পক্রিয়া শেষে দেশের উভয় শেয়ারবাজারে রবি আজিয়াটা লিমিটেডের শেয়ার লেনদেন আজ বৃহস্পতিবার হতে শুরু হয়েছে। প্রথম দিনেই শেয়ারটি সর্বোচ্চ ১৫ টাকায় লেনদেন হতে দেখা গেছে।

এদিন সকাল ১০ টায় এই শেয়ারটি লেনদেন শুরু হয়। বেলা ১১ টা ৫৫ মিনিট পর্যন্ত ডিএসইতে এই শেয়ার সর্বোচ্চ ১৫ টাকায় লেনদেন হয়। শুরু থেকে এখন পর্যন্ত শেয়ারটি ১৫ টাকাতেই লেনদেন হয়। এসময় পর্যন্ত শেয়ারটির ৭২ বার লেনদেন হয়েছে।

এর আগেই বরাদ্দকৃত আইপিও শেয়ার বিনিয়োগকারীদের বেনিফিশিয়ারি ওনার্স (বিও) হিসেবে পাঠিয়েছে সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ লিমিটেড (সিডিবিএল)। আজ আনুষ্ঠানিকভাবে এই শেয়ারের লেনদেন শুরু হয়।

স্টকমার্কেটবিডি.কম/

পাঁচ মাসে রাজস্ব আদায়ে ঘাটতি ২৫ হাজার ৮৬৭ কোটি টাকা

স্টকমার্কেটবিডি প্রতিবেদক:

অর্থবছরের মাস বাড়ার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে রাজস্ব ঘাটতি। ঘাটতি মেটাতে বকেয়া রাজস্ব আদায়, মনিটরিং বৃদ্ধি, ফাঁকি রোধের মতো দৃশ্যমান পদক্ষেপ নেয় এনবিআর। এরপরও ঘাটতির অঙ্ক দুইয়ের ঘরেই থাকছে। নভেম্বর শেষে পাঁচ মাসে লক্ষ্যমাত্রার তুলনায় ঘাটতি দাঁড়িয়েছে ২৫ হাজার ৮৬৭ কোটি ১২ লাখ টাকা। জাতীয় (এনবিআর) সূত্রে এ তথ্য জানা গেছে।।

এর মধ্যে সবচেয়ে বেশি ঘাটতি কাস্টমস খাতে। প্রথমে করোনার দোহাই দেয়া হলেও এখন পুরোদমে চলছে আমদানি-রপ্তানি। দ্বিতীয় সর্বোচ্চ ঘাটতি ভ্যাট খাতে। ঘাটতি থাকলেও রাজস্ব আহরণ কিছুটা ভালো আয়কর খাতে। এনবিআর কর্মকর্তারা বলছেন, ব্যবসা-বাণিজ্যের যে গতি তাতে রাজস্ব ঘাটতি খুব বেশি হবে না। তবে ব্যবসায়ীরা বলছেন, বাস্তব বিবেচনায় না নিয়ে লক্ষ্যমাত্রা দেয়ায় ঘাটতির পরিমাণ বাড়ছে।

২২ ডিসেম্বর পর্যন্ত এনবিআরের রাজস্ব আহরণ বিবরণ অনুযায়ী, নভেম্বর পর্যন্ত পাঁচ মাসে এনবিআর রাজস্ব আহরণ করেছে ৮৭ হাজার ৯২ কোটি ৭১ লাখ টাকা, যেখানে লক্ষ্যমাত্রা ছিল এক লাখ ১২ হাজার ৯৫৯ কোটি ৮৩ লাখ টাকা। অর্থাৎ পাঁচ মাসে লক্ষ্যমাত্রার তুলনায় রাজস্ব ঘাটতি ২৫ হাজার ৮৬৭ কোটি ১২ লাখ টাকা। রাজস্ব প্রবৃদ্ধি তিন দশমিক ১৯ শতাংশ। যেখানে গত অর্থবছর একই সময় প্রবৃদ্ধি ছিল ছয় দশমিক ১৯ শতাংশ।

আমদানি-রপ্তানি (কাস্টমস খাতে) পর্যায়ে সবচেয়ে বেশি রাজস্ব ঘাটতি। নভেম্বর পর্যন্ত এ খাতে লক্ষ্যমাত্রা ছিল ৩৮ হাজার ২৬১ কোটি ৮৭ লাখ টাকা। আদায় হয়েছে ২৭ হাজার ৭১৩ কোটি ৬৩ লাখ টাকা। ঘাটতি রয়েছে ১০ হাজার ৫৪৮ কোটি ২৪ লাখ টাকা। তবে এ খাতে গত অর্থবছরের একই সময়ের চেয়ে রাজস্ব আহরণ বেড়েছে এক হাজার ৬২৭ কোটি ৫৪ লাখ টাকা। লক্ষ্যমাত্রার তুলনায় কাস্টমস খাতে প্রবৃদ্ধি ছয় দশমিক ২৪ শতাংশ।

সংশ্লিষ্টরা বলছেন, করোনা মহামারির মধ্যে এক দিনের জন্যও কাস্টমস হাউস বন্ধ ছিল না। করোনার মধ্যে প্রথম অবস্থায় আমদানি-রপ্তানি কম ছিল। কিন্তু পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হওয়ার সঙ্গে আমদানি-রপ্তানিও স্বাভাবিক হয়ে যায়। এরপরও কাস্টমস খাতে সর্বোচ্চ রাজস্ব ঘাটতি দেখা দিয়েছে। ঘাটতি মেটাতে রাজস্ব ফাঁকি রোধ, দ্রæত পণ্য খালাসে জোর দিয়েছে এনবিআর।

অপরদিকে, দ্বিতীয় সর্বোচ্চ ঘাটতি রয়েছে ভ্যাট (মূসক) খাতে। এ খাতে নভেম্বর পর্যন্ত পাঁচ মাসে ৪২ হাজার ৫২৮ কোটি ৯ লাখ টাকা লক্ষ্যমাত্রার বিপরীতে আদায় হয়েছে ৩৩ হাজার ৪৪৫ কোটি ৮১ লাখ টাকা। ঘাটতি রয়েছে ৯ হাজার ৮২ কোটি ২৮ লাখ টাকা। আর গত অর্থবছরের তুলনায় একই সময়ে মাত্র ১১ কোটি ৬১ লাখ বেশি ভ্যাট আদায় হয়েছে। এ খাতে প্রবৃদ্ধি হয়েছে মাত্র শূন্য দশমিক শূন্য তিন শতাংশ।

সংশ্লিষ্টরা বলছেন, করোনার কারণে প্রথম অবস্থায় দোকান, রেস্তোরাঁ, শপিংমল ও ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ ছিল। ফলে ভ্যাট আদায়ে প্রভাব পড়ে। ধীরে ধীরে পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে। এসব প্রতিষ্ঠান খুলেছে। ভ্যাট আদায়ও বাড়ছে। তবে করোনার ধাক্কা এখনও সামলে উঠেনি। বিক্রি কম হচ্ছে। ফলে ভ্যাট আদায়ও কমেছে।

সবচেয়ে কম রাজস্ব ঘাটতি হয়েছে আয়কর খাতে। নভেম্বর পর্যন্ত এ খাতে ৩২ হাজার ১৬৯ কোটি ৮৭ লাখ টাকা লক্ষ্যমাত্রার বিপরীতে আদায় হয়েছে ২৫ হাজার ৯৩৩ কোটি ২৭ লাখ টাকা। লক্ষ্যমাত্রার তুলনায় ঘাটতি ছয় হাজার ২৩৬ কোটি ৬০ লাখ টাকা, যা এক অর্থবছরের চেয়ে এক হাজার ৪৯ কোটি ৫১ লাখ টাকা বেশি। আর এ খাতে আহরণ প্রবৃদ্ধি চার দশমিক ২২ শতাংশ।

এনবিআর কর্মকর্তারা বলছেন, রিটার্ন দাখিলের সময় এক মাস বৃদ্ধি করা হয়েছে। শেষ সময়ে অনেকেই রিটার্ন ও আয়কর জমা দিচ্ছেন। আর কোম্পানি করদাতারা রিটার্ন ও আয়কর জমা দেয়া শুরু করেছে। করোনার কারণে উৎসে কর আদায়ে প্রভাব পড়েছে। তবে পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে। এ খাতে ঘাটতি খুব বেশি হবে না।

অর্থনীতিবিদরা বলছেন, বাস্তবতা বিবেচনায় না নিয়ে বিপুল রাজস্ব লক্ষ্যমাত্রা নেয়ায় ঘাটতি বেড়ে যাচ্ছে। গত পাঁচ বছরে স্বাভাবিক অর্থনৈতিক গতি থাকা সত্তে¡ও রাজস্ব আদায় বেড়েছে গড়ে ১০ দশমিক ২০ শতাংশ হারে। চলতি বছর করোনার প্রভাবে সার্বিকভাবে ব্যবসা ও শিল্পোৎপাদনে গতি নেই। ফলে স্বভাবতই রাজস্ব আদায়ে আগের বছরের মতো গতি নেই। সেই বিবেচনায় আদায়ে প্রবৃদ্ধি আরও কমে যাওয়ায় স্বাভাবিক। অথচ এবার এনবিআরের রাজস্ব আদায়ে প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা ৫১ শতাংশ।

উল্লেখ্য, চলতি অর্থবছর রাজস্ব লক্ষ্যমাত্রা তিন লাখ ৩৩ হাজার কোটি টাকা। এর মধ্যে কাস্টমস খাতে ৯৫ হাজার ৬৫২ কোটি, ভ্যাট খাতে এক লাখ ২৮ হাজার ৮৭৩ কোটি ও আয়কর খাতে এক লাখ পাঁচ হাজার ৪৭৫ কোটি টাকা।

স্টকমার্কেটবিডি.কম/

ডোমিনেজ স্টিলের ১ম প্রান্তিকের বোর্ড সভা আহবান

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত প্রকৌশল খাতের প্রতিষ্ঠান ডোমিনেজ স্টিল বিল্ডিং সিস্টেমস লিমিটেডের প্রথম প্রান্তিকের বোর্ড সভা আগামী ২৮ ডিসেম্বর আহবান করা হয়েছে। ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানা গেছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (লিস্টিং) রেজুলেশন ২০১৫ এর ১৬(১) ধারা অনুযায়ী, এই বোর্ড সভায় কোম্পানিটির ২০২০ সালের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত অনিরীক্ষিত এই আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

এদিন বেলা ৪টায় রাজধানীতে অবস্থিত নিজস্ব অফিসে অনুষ্ঠিত এ সভায় কোম্পানিটির প্রথম প্রান্তিকের ইপিএস ও ন্যাভসহ অন্যান্য আর্থিক তথ্য শেয়ারহোল্ডারদের জানিয়ে দেওয়া হবে।

স্টকমার্কেটবিডি.কম/এম

কপারটেক ইন্ডাস্ট্রিজ এজিএমের ভেন্যু নির্ধারণ

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত প্রকৌশল খাতের কোম্পানি কপারটেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের বার্ষিক সাধারণ সভার (এজিএম) ভেন্যু নির্ধারণ করেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, কোম্পানিটির ৮তম এজিএমটি আগামী ১৪ জানুয়ারি সকাল সাড়ে ৯টায় ডিজিটাল প্লাটফর্মে অনুষ্ঠিত হবে। এছাড়া এজিএমের অন্যান্য বিষয় অপরিবর্তিত থাকবে বলে জানিয়েছে কোম্পানিটি।

গত হিসাব বছরে কোম্পানিটি শেয়ারহোল্ডারদের জন্য ৭ শতাংশ নদদ ও শতাংশ ৫ বোনাস লভ্যাংশ প্রদান করে।

স্টকমার্কেটবিডি.কম/এম

বিটিআরসিকে ২ হাজার কোটি টাকা দিবে রবি আজিয়াটা

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

শেয়ারবাজারে সদ্য তালিকাভূক্ত রবি আজিয়াটা লিমিটেড স্পেক্ট্রাম ফি বাবদ ২ হাজার কোটি টাকা দিবে বাংলাদেশ টেলিকমিউনিকেশন রেগুলারিটি কমিশনকে (বিটিআরসি)। কিস্তিতে এসব টাকা প্রদান করবে রবি। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

ডিএসই সূত্রে জানায়, রবি আজিয়াটা ৯০০(ই-জিএসএম) এবং ১৮০০ মেগাওয়ার্টসের স্পেক্ট্রাম ফি নবায়ন করবে। গত ২০ ডিসেম্বর রবি এই ফি নবায়ন করে। ফি বাবদ রবি আজিয়াটা বিটিআরসিকে ২৩৯,৭৭২ মিলিয়ন ডলার বা ২০৩৮ কোটি ৬ লাখ টাকা। (৮৫ টাকা হিসাবে ডলারের দর ধরে)

কোম্পানিটি জানায়, এসব টাকা বিটিআরসিকে আগামী ২০২৫ সালে মধ্যে ৬ কিস্তিতে প্রদান করা হবে।

উল্লেখ্য, রবি আজিয়াটার এই শেয়ার আজ বৃহস্পতিবার সকাল ১০টায় দেশের উভয় শেয়ারবাজারে আনুষ্ঠানিকভাবে শুরু হবে ।

‘এন’ ক্যাটাগরির আওতায় লেনদেন শুরু করা কোম্পানিটির ট্রেডিং কোড- “ROBI” এবং সিএসইতে কোম্পানি কোড- ২৭০০৩ নির্ধারণ হয়েছে।

সম্প্রতি কোম্পানিটির আইপিও প্রক্রিয়া সম্পন্ন করে। ইতোমধ্যে বরাদ্দ পাওয়া শেয়ার সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ লিমিটেডের (সিডিবিএল) মাধ্যমে বিনিয়োগকারীদের নিজ নিজ বিও হিসাবে জমা হয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/এম

রবি আজিয়াটার লেনদেন শুরু হচ্ছে আজ

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে সদ্য তালিকাভূক্ত রবি আজিয়াটা লিমিটেডের শেয়ার লেনদেন শুরু হবে আজ বৃহস্পতিবার থেকে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

এদিন সকাল ১০টায় দেশের উভয় শেয়ারবাজারে আনুষ্ঠানিকভাবে শুরু হবে এ কোম্পানির লেনদেন।

‘এন’ ক্যাটাগরির আওতায় লেনদেন শুরু করা কোম্পানিটির ট্রেডিং কোড- “ROBI” এবং সিএসইতে কোম্পানি কোড- ২৭০০৩ নির্ধারণ হয়েছে।

সম্প্রতি কোম্পানিটির আইপিও প্রক্রিয়া সম্পন্ন করে। ইতোমধ্যে বরাদ্দ পাওয়া শেয়ার সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ লিমিটেডের (সিডিবিএল) মাধ্যমে বিনিয়োগকারীদের নিজ নিজ বিও হিসাবে জমা হয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/এম

মীর আকতারের আইপিও আবেদন জমা নেওয়া শুরু

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

মীর আকতার হোসেন লিমিটেডের প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) আবেদন শুরু হয়েছে। আগ্রহীরা বিনিয়োগকারীরা এই আইপিও আবেদন করতে পারবেন আগামী ৩০ ডিসেম্বর পর্যন্ত। কোম্পানি সূত্রে এ তথ্য জানা যায়।

বৃহস্পতিবার সকাল ১০ টা থেকে এই আইপিও আবেদন করতে পারবে বিনিয়োগকারীরা। যা ৩০ ডিসেম্বর বেলা ৫ টা পর্যন্ত চলমান থাকবে।

গত ৪ নভেম্বর কোম্পানিটির ১২৫ কোটি টাকার আইপিও’র চূড়ান্ত অনুমোদন দেয় বাংলাদেশ সিকিউরিটিজ এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

সম্প্রতি ইলেক্ট্রনিক বিডিংয়ের মাধ্যমে কোম্পানির শেয়ারের কাট অফ প্রাইস নির্ধারণ করে দিয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)। এই কাট অফ প্রাইস নির্ধারণ করা হয়েছে ৬০ টাকা। অন্যদিকে পাবলিক ইস্যু রুলস অনুসারে সাধারণ বিনিয়োগকারীরা কাটঅফ প্রাইসের চেয়ে ১০ শতাংশ কমে ৫৪ টাকায় কোম্পানিটির শেয়ার পাবেন।

গত ৪ অক্টোবর বেলা ৫ টায় মীর আকতার হোসেন লিমিটেডের এই বিডিং শুরু হয়। পরবর্তী ৩ দিন এই বিডিং চলে। বিডিং শেষ হয় ৭ অক্টোবর বেলা ৫টায়। বিডিং অংশ নেওয়া প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা সুবিধাজনক দরে ক্রয় প্রস্তাব করেন।

এসময় বিডিররা সর্বোচ্চ ৯৮ টাকা ধরে কোম্পানিটির শেয়ার ক্রয়ের প্রস্তাব করে। আর সর্বনিম্ন দর প্রস্তাবটি আসে ১৪ টাকায়। এর মধ্যে সব চেয়ে বেশি বিডার দর হাকায় ৫০ টাকায়। বিডিংয়ে মোট ২৪৫জন বিডার দর প্রস্তাব করেন।

গত ১৩ আগষ্ট অনুষ্ঠিত বিএসইসির ৭৩৫ তম কমিশন সভায় কোম্পানিটিকে বিডিংয়ের অনুমোদন দেয় বাংলাদেশ সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

জানা গেছে, আলোচ্য কোম্পানিটি বুকবিল্ডিং পদ্ধতিতে প্রাথমিক গণপ্রস্তাব (আইপিও) এর মাধ্যমে শেয়ারবাজার থেকে ১২৫ কোটি টাকা মূলধন সংগ্রহ করবে।

কোম্পানিটি ৩০ জুন ২০১৯ সমাপ্ত সমন্বিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী যথাক্রমে শেয়ার প্রতি নিট সম্পত্তি মূল্য (পুনর্মূল্যায়ন সঞ্চিতিসহ) ৩৪ টাকা ৭১ পয়সা।

কোম্পানির ইস্যু ম্যানেজার হিসেবে কাজ করছে আইডিএলসি ইনভেস্টমেন্টস লিমিটেড।

কোম্পানিটি গত ২০১৮ সালের ১৭ অক্টোবর রাজধানীর সোনারগাঁও হোটেলে একটি আইপিও রোড শো করে। সেখানে বিপুল সংখ্যক প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী অংশগ্রহণ করে।

মীর আকতার হোসাইন লিমিটেড হলো মীর গ্রুপের একটি কোম্পানি। এই কোম্পানিটি দেশে বড় বড় ধরণের অবকাঠামো, যেমন: রাস্তা, ব্রিজ, উচ্চতল ভবন ইত্যাদি নির্মাণ করে থাকে।

স্টকমার্কেটবিডি.কম/আর

মেঘনা পেট্রোলিয়ামের ১৫০% লভ্যাংশ ঘোষণা

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত জ্বালানি ও বিদ্যুৎ খাতের কোম্পানি মেঘনা পেট্রোলিয়াম লিমিটেডের পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য ১৫০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

এই অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ২৮.৪৫ টাকা। একই সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদের মূল্য হয়েছে ১৪৮.২১ টাকা।

কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ৬ মার্চ। আর রেকর্ড ডেট ২১ জানুয়ারি নির্ধারণ করা হয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/এম

বীচ হ্যাচারির নো ডেভিডেন্ট ঘোষণা

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত খাদ্য ও আনুষঙ্গিক খাতের কোম্পানি বীচ হ্যাচারি লিমিটেডের পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য কোনো লভ্যাংশ ঘোষণা করেনি। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

এই অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান (ইপিএস) হয়েছে ০.৩৪ টাকা। একই সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদের মূল্য হয়েছে ৯.৮০ টাকা।

কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) পরে জানিয়ে দেওয়া হবে। আর রেকর্ড ডেট ১৮ জানুয়ারি নির্ধারণ করা হয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/এম