আইএফআইসি ব্যাংকের ঋণমান প্রকাশ

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংকিং খাতের কোম্পানি আইএফআইসি ব্যাংক লিমিটেডের দীর্ঘমেয়াদি ঋণমান ‘এএ’ আর স্বল্পমেয়াদি ঋণমান ‘এসটি-২’। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সম্প্রতি কোম্পানিটির এই ঋণমান প্রকাশ করেছে ইমাজিং ক্রেডিট রেটিং লিমিটেড (ইসিআরএল)।

২০২০ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন ও হালনাগাদ অন্যান্য আর্থিক উপাত্তের ভিত্তিতে এ সিদ্ধান্তে উপনীত হয়েছে সিআরআইএসএল।

স্টকমার্কেটবিডি.কম/বি

ফাইন ফুডসের ৩য় প্রান্তিকের প্রতিবেদন প্রকাশ

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্তি খাদ্য ও আনুসাঙ্গিক খাতের কোম্পানি ফাইন ফুডস লিমিটেডের তৃতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। ডিএসই সূত্রে তথ্য জানা গেছে।

আর্থিক প্রতিবেদন সূত্রে জানা যায়, এই প্রান্তিকে (জানু-মার্চ, ২০) কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান (ইপিএস) হয়েছে ০.০১৮ টাকা। গত বছরের এ সময়ের কোম্পানিটির শেয়ার প্রতি আয় ছিল ০.৬০ টাকা।

আর (জুলাই ১৯-মার্চ, ২০) এ ৯ মাসে কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান (ইপিএস) হয়েছে ০.১৭ টাকা। গত বছরের এ সময়ের কোম্পানিটির শেয়ার প্রতি আয় ছিল ১.৪৬ টাকা।

এ সময়ে কোম্পানির শেয়ার প্রতি প্রকৃত সম্পদের মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ১০.৫৫ টাকা। যা ২০২০ সালের ৩১ মার্চ ছিল ১২.০৮ টাকা।

স্টকমার্কেটবিডি.কম/এস

কৃষি পুরস্কার পেলেন এসিআই চেয়ারম্যান

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

বঙ্গবন্ধু জাতীয় কৃষি পুরস্কার-১৪২৪ পেয়েছেন দেশের শীর্ষস্থানীয় শিল্প গ্রুপ এসিআইয়ের চেয়ারম্যান এম আনিস উদ দৌলা। কৃষি মন্ত্রণালয় তাঁকে এ পুরস্কার দিয়েছে। গত রবিবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে এ পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানে গণভবন থেকে অনলাইনে যুক্ত ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এসিআইয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কৃষি খাতে গুরুত্বপূর্ণ অবদানের জন্য এবার জাতীয় কৃষি পুরস্কার হিসেবে ৫ জন স্বর্ণ, ৯ জন রৌপ্য ও ১৮ জন ব্রোঞ্জ পদক পেয়েছেন। কৃষি গবেষণা সম্প্রসারণ, সমবায় ব্যবস্থায় উদ্বুদ্ধকরণ, কৃষিতে প্রযুক্তি উদ্ভাবন, নারীর অবদান, বাণিজ্যিক খামার, বনায়ন, গবাদিপশু ও হাঁস-মুরগি পালন এবং মাছ চাষে বিশেষ অবদানের জন্য ৩২ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে কৃষি পুরস্কারে ভূষিত করা হয়।

সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলার চেষ্টার অংশ হিসেবে কৃষি সম্প্রসারণে অবদানের মাধ্যমে কৃষির উন্নয়নে দৃষ্টান্তমূলক অবদানের জন্য তাঁকে এ পুরস্কার দেওয়া হয় বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

এসিআইয়ের কৃষি খাতে বিভিন্ন ধরনের ব্যবসা রয়েছে। কৃষি, প্রাণিসম্পদ, মৎস্য, খামার যান্ত্রিকীকরণ ও কৃষি অবকাঠামো সহায়তাসহ কৃষির নানা ধরনের ব্যবসার সঙ্গে জড়িত এ শিল্প গ্রুপ।

স্টকমার্কেটবিডি.কম/

বন্দর ব্যবহারকারীদের স্বাভাবিক চলাচল চান ব্যবসায়ীরা

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

সরকার ঘোষিত ১ জুলাই থেকে কঠোর নিষেধাজ্ঞাকালীন দেশের সকল বন্দরে আমদানি-রফতানি কার্যক্রম সচল রাখতে বন্দরে কর্মরতদের স্বাভাবিক চলাচল নিশ্চিতের দাবি জানিয়েছেন ফেডারেশন অব কাষ্টমস ক্লিয়ারিং এজেন্ট নেতৃবৃন্দ।

স্বরাষ্ট্রমন্ত্রী বরাবর প্রেরিত এক আবেদনে সংগঠনের সভাপতি মফিজুর রহমান সজন এবং মহাসচিব সুলতান আহমেদ বলেন, অর্থনীতির চাকা সচল রাখতে প্রধানমন্ত্রীর নেয়া সিদ্ধান্ত খুবই গুরুত্বপূর্ণ। ঢাকা, চট্রগ্রাম, মোংলা, বেনাপোলে বন্দরে পণ্য খালাশ প্রক্রিয়ার সাথে জড়িত কয়েক হাজার বিভিন্ন পেশাজীবী। কঠোর লকডাউনের মধ্যে বন্দর থেকে পণ্য খালাসের সাথে জড়িত বিভিন্ন সংগঠনের লোকজনদের যাতায়াত নিশ্চিত করা না গেলে রাজস্ব আহরণ সম্ভব হবে না। একই সাথে কাষ্টমস হাউস খোলা রেখে ব্যাংক বন্ধ থাকলে আমদানি-রফতানিও বিঘ্নিত হবে।

এমতাবস্থায় বন্দর ব্যবহারকারী সকল সদস্যের পরিচয়পত্রের মাধ্যমে চলাচল স্বাভাবিক রাখতে স্থানীয় প্রশাসনকে দিকনির্দেশনা দেবার অনুরোধ জানানো হয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/

বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ ৪৬.৮২ বিলিয়ন ডলার

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

নতুন উচ্চতায় পৌঁছেছে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ। পরিমাণ ৪৬.৮২ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে। যা অতীতের যে কোনো সময়ের চেয়ে বেশি।

মঙ্গলবার দিনশেষে প্রবাসীদের পাঠানো রেমিট্যান্সের ওপর ভর করে মহামারির মধ্যে বাংলাদেশের বিদেশি মুদ্রার সঞ্চয়ন ৪৬ বিলিয়ন ডলারের মাইলফলক অতিক্রম করেছে।

বাংলাদেশ ব্যাংক সূত্রে জানা গেছে, প্রতি মাসে চার বিলিয়ন ডলার হিসাবে দেশের এ রিজার্ভ দিয়ে ১১ মাসের বেশি সময়ের আমদানি ব্যয় মেটানো সম্ভব। আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী, একটি দেশের কাছে তিন মাসের আমদানি ব্যয় মেটানোর সমপরিমাণ বিদেশি মুদ্রার রিজার্ভ থাকতে হয়।

স্টকমার্কেটবিডি.কম/

সংসদে ২০২১-২০২২ অর্থবছরের অর্থবিল পাস

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

শিল্পের কাঁচামাল ক্রয়ে ক্রসচেকে লেনদেনের শর্ত শিথিল করে আগামী ২০২১-২০২২ অর্থবছরের জন্য অর্থবিল পাস করেছে সংসদ। এছাড়া শিল্পখাতে কালো টাকা বিনিয়োগে দেয়া ‘বিশেষ’ সুযোগ অব্যাহত রাখা হয়েছে। বাজেট ঘোষণার পর মোবাইল ব্যাংকিং সেবাদানকারী (এমএফএস) প্রতিষ্ঠানগুলো পৃথকভাবে করপোরেট কর কমানোর জন্য জাতীয় রাজস্ব বোর্ডে (এনবিআর) আবেদন করে। এনবিআর প্রতিষ্ঠানগুলোর আবেদন পুঙ্খানুপুঙ্খভাবে পর্যালোচনা করে এ খাতে করপোরেট কর কমানোর সিদ্ধান্ত নিয়েছে।

এই অর্থবিলে সরকারের নেয়া সিদ্ধান্ত অনুযায়ী মোবাইল ব্যাংকিং সেবার করপোরেট কর প্রস্তাবিত বাজেটে ব্যাংক, বীমা ও আর্থিক প্রতিষ্ঠানের মতো শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানির ক্ষেত্রে ৩৭ দশমিক ৫০ শতাংশ এবং তালিকাবহির্ভূত কোম্পানির ক্ষেত্রে ৪০ শতাংশ করা হয়।

মঙ্গলবার (২৯ জুন) অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল জাতীয় সংসদে বিলটি পাসের প্রস্তাব করলে তা কণ্ঠভোটে পাস হয়। তবে বিলে ছোটখাট কিছু পরিবর্তন আনা হয়েছে। স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে অধিবেধনে কণ্ঠভোটে পাস হয় এ বিল। এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংসদে উপস্থিত ছিলেন।

এর আগে ২০২১-২০২২ অর্থবছরের জন্য প্রণীত বাজেটের ওপর সমাপনী বক্তব্য রাখেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। এ সময় অর্থবিলের ওপর কয়েকজন সদস্যের আনা কয়েকটি সংশোধনী প্রস্তাব গ্রহণ করা হয়। বাকিগুলো কণ্ঠভোটে বাতিল হয়ে যায়। পরে তিনি অর্থবিল পাসের অনুরোধ জানালে স্পিকার তা ভোটে দেন। উপস্থিত সদস্যদের কণ্ঠভোটে পাস হয় অর্থবিল।

বর্তমানে ১৫টি মোবাইল ব্যাংকিং সেবা চালু রয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে- বিকাশ, রকেট, এম ক্যাশ, শিওর ক্যাশ, ইউক্যাশ, মোবাইল মানি, নগদ ও উপায়। ২০১০ সালে মোবাইল ব্যাংকিং (এমএফএস) কার্যক্রম চালু করে বাংলাদেশ ব্যাংক। এবারের অর্থবিলে কর্মীদের বেতন পরিশোধে নতুন নিয়ম আনা হয়েছে। বিদ্যমান আয়কর অধ্যাদেশে কর্মীদের বেতনভাতা ও সম্মানীর পরিমাণ ১৫ হাজার টাকার বেশি হলে তা ক্রসচেক বা ব্যাংক ট্রান্সফারের মাধ্যমে করার বিধান রয়েছে। তা না হলে এই খাতে ব্যয় করা অর্থ আয় হিসেবে দেখানো হয় না। আর আয় হিসেবে গণ্য করলে তা করযোগ্য হয়ে যায়। সংশোধিত অর্থবিলে এই সীমা ১৫ হাজার টাকা থেকে বাড়িয়ে ২০ হাজার টাকা করা হয়েছে।

জানা গেছে, ৩ জুন ঘোষিত ২০২১-২০২২ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে বিদ্যমান করোনার প্রেক্ষাপটে শিল্প বিনিয়োগকে চাঙা করতে নানা করছাড় দেয়া হয়। এর মধ্যে পুঁজিবাজারে তালিকাভুক্ত এবং তালিকাবহির্ভূত কোম্পানির করপোরেট কর হ্রাস, ব্যবসাপ্রতিষ্ঠানের টার্নওভারের ওপর ন্যূনতম কর হ্রাস, এক ব্যক্তির কোম্পানির করপোরেট কর হ্রাস, আইটি ও লাইট ইঞ্জিনিয়ারিং খাতে কর অবকাশ সুবিধা এবং ভ্যাটের আগাম কর হ্রাস অন্যতম।

জানা গেছে, বিনিয়োগ সহজ এবং উৎসাহী করতে শিল্পের কাঁচামাল কেনার ক্ষেত্রে ক্রসচেকের শর্ত শিথিল করা হয়েছে। বর্তমানে ৫০ হাজার টাকার বেশি কাঁচামাল কিনলে সে ক্ষেত্রে চেকে লেনদেনের বিধান চালু আছে। এটি বাড়িয়ে পাঁচ লাখ টাকা করা হয়েছে। এখন থেকে পাঁচ লাখ টাকার কম টাকার কাঁচামাল কিনলে চেকে লেনদেনের বাধ্যবাধকতা থাকছে না। এতে শিল্প উদ্যোক্তারা কিছুটা হলেও স্বস্তি পাবেন।

স্টকমার্কেটবিডি.কম/

আর্গন ডেনিমসের মূল্য সংবেদনশীল তথ্য নেই

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বস্ত্র শিল্প খাতের কোম্পানি আর্গন ডেনিমস লিমিটেডের সাম্প্রতিক সময়ে শেয়ার দর বাড়ার পেছনে কোনো কারণ বা তথ্য নেই বলে জানিয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সম্প্রতি দর বাড়ার কারণ জানতে চাইলে কোম্পানিটির পক্ষ থেকে ঢাকা স্টক এক্সচেঞ্জকে (ডিএসই) এ কথা জানানো হয়েছে।

জানা যায়, গত ২৬ জুন শেয়ার দর ছিল ২৪.১০ টাকা। আর আজ ২৯ জুন সর্বশেষ শেয়ারটি ২৬.১০ টাকায় লেনদেন হয়েছে। এ সময় শেয়ারটির দর উঠানামা বেড়েছে।

কোম্পানিটির শেয়ারের এ দর বাড়াকে অস্বাভাবিক বলে মনে করছে ডিএসই। তবে দর বাড়ার পেছনে মূল্য সংবেদনশীল কোন তথ্য কি তা জানতে চায় ডিএসই।

এ সময় আর্গন ডেনিমস লিমিটেডের পক্ষ থেকে জানানো হয়েছে, সম্প্রতি শেয়ারের দর বৃদ্ধির পেছনে মূল্য সংবেদনশীল অপ্রকাশিত কোন তথ্য তাদের কাছে নেই।

স্টকমার্কেটবিডি.কম/এস

  1. বেক্সিমকো লিমিটেড
  2. ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স
  3. মালেক স্পিনিং মিলস
  4. ন্যাশনাল ফিড মিলস
  5. আনোয়ার গালভানাইজিং
  6. জেনেক্স ইনফোসিস
  7. কুইন সাউথ টেক্সটাইল
  8. কেয়া কসমেটিকস
  9. লংকাবাংলা ফাইন্যান্স
  10. নিউ লাইন ক্লোথিংস লিমিটেড।

ইউনাইটেড কমার্মিয়াল ব্যাংকের ঋণমান প্রকাশ

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংকিং খাতের কোম্পানি ইউনাইটেড কমার্মিয়াল ব্যাংক লিমিটেডের দীর্ঘমেয়াদি ঋণমান ‘এএ’ আর স্বল্পমেয়াদি ঋণমান ‘এসটি-২’। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সম্প্রতি কোম্পানিটির এই ঋণমান প্রকাশ করেছে ইমাজিং ক্রেডিট রেটিং লিমিটেড (ইসিআরএল)।

২০২০ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন ও হালনাগাদ অন্যান্য আর্থিক উপাত্তের ভিত্তিতে এ সিদ্ধান্তে উপনীত হয়েছে সিআরআইএসএল।

স্টকমার্কেটবিডি.কম/বি

লেনদেনের শীর্ষে বেক্সিমকো লিমিটেড

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে উঠে এসেছে বেক্সিমকো লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানিটির ৬৭ কোটি ৩৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। লেনদেনের তালিকায় দ্বিতীয় স্থানে উঠে আসা ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড শেয়ার লেনদেন হয়েছে ৪২ কোটি ৫৪ লাখ টাকার।

২৪ কোটি ৬ লাখ টাকার শেয়ার লেনদেনের মাধ্যমে তৃতীয় স্থানে উঠে এসেছে মালেক স্পিনিং মিলস লিমিটেড।

লেনদেনের তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে- ন্যাশনাল ফিড মিলসের ২৪ কোটি ৫ লাখ, আনোয়ার গালভানাইজিংয়ের ২১ কোটি ১৮ লাখ, জেনেক্স ইনফোসিসের ১৯ কোটি ৬৩ লাখ, কুইন সাউথ টেক্সটাইলের ১৫ কোটি ৭৭ লাখ, কেয়া কসমেটিকসের ১৫ কোটি ৫৫ লাখ, লংকাবাংলা ফাইন্যান্সের ১৫ কোটি ১৬ লাখ ও নিউ লাইন ক্লোথিংস লিমিটেডের ১৪ কোটি ৩৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/এস