শেয়ার ছেড়ে ১৭ বিলিয়ন ডলার সংগ্রহ করবে আরামকো

স্টকমার্কেটবিডি ডেস্ক :

নিজেদের গ্যাস পাইপলাইনের উল্লেখযোগ্য শেয়ার বিক্রির মাধ্যমে ১ হাজার ৭০০ কোটি ডলার সংগ্রহ করতে চায় সৌদি আরবের রাষ্ট্রায়ত্ত জ্বালানি সংস্থা সৌদি আরামকো। এর আগে সংস্থাটি তাদের তেল পাইপলাইন-সংক্রান্ত চুক্তি থেকে ১ হাজার ২৪০ কোটি ডলার সংগ্রহ করেছিল। এ চুক্তিসংশ্লিষ্ট সূত্রগুলো এমনটা জানায়।

রয়টার্সের একটি প্রতিবেদনে বলা হয়েছে, চলতি বছরের এপ্রিলে ওয়াশিংটনভিত্তিক ইআইজি গ্লোবাল এনার্জি পার্টনারের কাছে নিজেদের তেল পাইপলাইনের ৪৯ শতাংশ শেয়ার বিক্রির মাধ্যমে ১ হাজার ২৪০ কোটি ডলার সংগ্রহ করে আরামকো।

সূত্র জানায়, নর্থ আমেরিকান প্রাইভেট ইকুইটি অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার ফান্ড এবং চীন ও দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রায়ত্ত তহবিলগুলোর পাশাপাশি অন্য সম্ভাব্য দরদাতাদের কাছে এ-সংক্রান্ত প্রস্তাব প্রেরণ করা হয়েছে। কয়েক সপ্তাহের মধ্যে আনুষ্ঠানিক বিক্রির প্রক্রিয়া শুরুর আগে আরামকো তার উপদেষ্টাদের মাধ্যমে এসব প্রস্তাব প্রেরণ করেছে।

সংশ্লিষ্ট এক সূত্র জানায়, চুক্তির আওতায় ৩৫০ কোটি ডলার পরিমাণ ইকুইটি অন্তর্ভুক্ত থাকতে পারে এবং বাকি অর্থ ব্যাংকের মাধ্যমে পরিশোধ করা হবে। অন্য আরেকটি সূত্র জানায়, চুক্তির আওতায় মোট লেনদেনের পরিমাণ ২ হাজার কোটি ডলার দাঁড়াতে পারে।

আরামকোর তথ্য অনুযায়ী, সৌদি আরব বিশ্বের ষষ্ঠ বৃহত্তম গ্যাসবাজার, যার মাস্টার গ্যাস সিস্টেম (এমজিএস) গ্যাসের বিভিন্ন আমানত থেকে মূল্য অর্জন করে এবং ভোক্তাদের কাছে তা পৌঁছে দিতে সহায়তা করে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, সৌদি আরবে গ্যাসের ব্যবহার এবং ব্যবহারের দীর্ঘমেয়াদি দৃষ্টিভঙ্গি নিয়ে এ চুক্তি অনুষ্ঠিত হতে পারে। এ সময় গ্যাস চুক্তিটি কেন বেশি আয় করতে সক্ষম সেটিও বর্ণনা করে এ সূত্র।

সূত্র জানায়, অনেক শিল্প-কারখানা ২০৩০ সালের অর্থনৈতিক লক্ষ্যমাত্রা অনুযায়ী গ্যাসের মাধ্যমে পরিচালনার সিদ্ধান্ত গ্রহণ করেছে। ফলে অভ্যন্তরীণ গ্যাসের চাহিদা অনেকটাই বাড়বে। সম্ভাব্য ক্রেতাদের সঙ্গে যোগাযোগের ব্যাপারে আরামকো এ চুক্তি নিয়ে মার্কিন বিনিয়োগ ব্যাংক ও আর্থিক পরিষেবাদাতা প্রতিষ্ঠান জেপি মরগান এবং গোল্ডম্যান স্যাকসের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে।

স্টকমার্কেটবিডি.কম/বি

ন্যাশনাল ব্যাংকের তিন বছরের ঋণমান

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংকিং খাতের প্রতিষ্ঠান ন্যাশনাল ব্যাংক লিমিটেডের দীর্ঘমেয়াদি ঋণমান ‘এএ’ এবং স্বল্পমেয়াদের ঋণমাণ ‘এসটি-২’। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সম্প্রতি এই ঋণমান প্রকাশ করেছে ইমার্জিং ক্রেডিট রেটিং লিমিটেড (ইসিআরএল)।

২০১৭-২০২০ সালের সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন ও হালনাগাদ অন্যান্য আর্থিক উপাত্তের ভিত্তিতে এ সিদ্ধান্তে উপনীত হয়েছে ইসিআরএল।

স্টকমার্কেটবিডি.কম/এম

শ্যামপুর সুগারের অপ্রকাশিত সংবেদনশীল তথ্য নেই

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত খাদ্য ও আনুসাঙ্গিক খাতের কোম্পানি শ্যামপুর সুগার মিলস লিমিটেডের সাম্প্রতিক সময়ে শেয়ার দর বাড়ার পেছনে কোনো মূল্য সংবেদনশীল তথ্য নেই বলে জানিয়েছে। ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানা গেছে।

জানা যায়, সম্প্রতি শেয়ারটিরদর বাড়ার কারণ জানতে চাইলে কোম্পানিটির পক্ষ থেকে ঢাকা স্টক এক্সচেঞ্জকে (ডিএসই) এ কথা জানানো হয়েছে।

জানা যায়, গত ৯ আগষ্ট শেয়ার দর ছিল ৬৩.৪০ টাকা। গতকাল ১৮ আগষ্ট সর্বশেষ তা ৮৯.৭০ টাকায় লেনদেন হয়েছে।

কোম্পানিটির শেয়ারের এ দর বাড়াকে অস্বাভাবিক বলে মনে করছে ডিএসই। তবে দর বাড়ার পেছনে মূল্য সংবেদনশীল কোন তথ্য কি তা জানতে চায় ডিএসই।

এ সময় শ্যামপুর সুগার মিলস লিমিটেডের পক্ষ থেকে জানানো হয়েছে, সম্প্রতি শেয়ারটির দর বৃদ্ধির পেছনে মূল্য সংবেদনশীল অপ্রকাশিত কোন তথ্য তাদের কাছে নেই।

স্টকমার্কেটবিডি.কম/এম

সাভার রিফ্রাক্টরিজের মূল্য সংবেদনশীল তথ্য নেই

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বিবিধ খাতের কোম্পানি সাভার রিফ্রাক্টরিজ লিমিটেডের সাম্প্রতিক সময়ে শেয়ার দর বাড়ার পেছনে কোনো মূল্য সংবেদনশীল তথ্য নেই বলে জানিয়েছে। ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানা গেছে।

জানা যায়, সম্প্রতি শেয়ারটিরদর বাড়ার কারণ জানতে চাইলে কোম্পানিটির পক্ষ থেকে ঢাকা স্টক এক্সচেঞ্জকে (ডিএসই) এ কথা জানানো হয়েছে।

জানা যায়, গত ২ জুলাই শেয়ার দর ছিল ২৩১ টাকা। গতকাল ১৮ আগষ্ট সর্বশেষ তা ২৬৫ টাকার উপরে লেনদেন হয়েছে।

কোম্পানিটির শেয়ারের এ দর বাড়াকে অস্বাভাবিক বলে মনে করছে ডিএসই। তবে দর বাড়ার পেছনে মূল্য সংবেদনশীল কোন তথ্য কি তা জানতে চায় ডিএসই।

এ সময় সাভার রিফ্রাক্টরিজ লিমিটেডের পক্ষ থেকে জানানো হয়েছে, সম্প্রতি শেয়ারটির দর বৃদ্ধির পেছনে মূল্য সংবেদনশীল অপ্রকাশিত কোন তথ্য তাদের কাছে নেই।

স্টকমার্কেটবিডি.কম/এম/

ঋণের বিপরীতে মূলধন বাড়ানোর নির্দেশ ব্যাংকগুলোকে

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

বাণিজ্যিক ব্যাংকগুলোর ঝুঁকির মাত্রা কমানো ও সক্ষমতা বাড়ানোর জন্য মূলধন সংরক্ষণের হার বৃদ্ধির বাধ্যবাধকতা আরোপ করেছে কেন্দ্রীয় ব্যাংক।

আগামী বছর থেকে ঋণের বিপরীতে ৩ শতাংশ মূলধন রাখতে হবে। আগামী বছর থেকে এ হার বাড়ানোর প্রস্তুতি নিতে হবে। ২০২৩ সাল থেকে প্রতি বছর এ হার শূন্য দশমিক ২৫ শতাংশ হারে বাড়বে। ২০২৬ সালের মধ্যে ঋণের বিপরীতে ৪ শতাংশ মূলধন রাখতে হবে।

এ বিষয়ে বুধবার বাংলাদেশ ব্যাংক থেকে একটি সার্কুলার জারি করে বাণিজ্যিক ব্যাংকগুলোর প্রধান নির্বাহীদের কাছে পাঠানো হয়েছে।

সংশ্লিষ্টরা বলছেন, কেন্দ্রীয় ব্যাংকের এ সিদ্ধান্তের ফলে ব্যাংকিং খাতের সক্ষমতা বাড়বে। কিন্তু বর্তমানে ব্যাংকগুলোর যে নেতিবাচক অবস্থা রয়েছে তাতে অনেক ব্যাংকের পক্ষেই ওই হারে মূলধন রাখা সম্ভব হবে না। তখন বাধ্য হয়ে ব্যাংকগুলোকে ঋণ বিতরণ কমাতে হবে। ঋণ বিতরণ কমলে অর্থনীতিতে এর নেতিবাচক প্রভাব পড়বে। তবে আমদানি ব্যয় কমবে। এসব বিষয়ে কেন্দ্রীয় ব্যাংককে সতর্ক থাকতে হবে।

এ বিষয়ে কেন্দ্রীয় ব্যাংকের সার্কুলারে বলা হয়, ঋণ ও সম্পদের অনুপাত বাড়লে ব্যাংকগুলোর বৈদেশিক বাণিজ্যের ক্ষেত্রে আমদানি কমবে। পাশাপাশি সামগ্রিক আর্থিক খাতে স্থিতিশীলতা বাড়বে। বাড়বে ব্যাংকগুলোর মূলধনের গুণগত মান। এতে অপ্রত্যাশিত ক্ষতির বিপরীতে ব্যাংকগুলোর ঝুঁকি মোকাবিলার সক্ষমতাও বাড়বে।

স্টকমার্কেটবিডি.কম/আহমেদ

বিমা দাবির ১৫ কোটি টাকা পেলো সায়হাম কটন

স্টকমার্কেটবিডি ডেস্ক :

বিমা কোম্পানি থেকে ১৫ কোটি টাকা আদায় করেছে শেয়ারবাজারে তালিকাভুক্ত সায়হাম কটন লিমিটেড। ভবনে অগ্নিকাণ্ডের ক্ষতি হওয়ার বিমা দাবির আলোচ্য অর্থ পেয়েছে প্রতিষ্ঠানটি।

বৃহস্পতিবার (১৯ আগস্ট) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, বিমা কোম্পানি থেকে ৪২ কোটি ২ লাখ ৬৪ হাজার ১১৪ টাকা পরিশোধের অংশ হিসাবে আলোচ্য বিমা দাবির ১৫ কোটি টাকা পেয়েছে সায়হাম কটন।

২০২০ সালের ১৫ অক্টোবরের অগ্নিকাণ্ডে সায়হাম কটন ক্ষতিগ্রস্ত হয়। বিমা দাবি থেকে পাওয়া অর্থ দিয়ে কোম্পানিটি ভবনের গোডাউন পুন:নির্মাণ এবং অন্যান্য জরুরি কাজ করবে।

কোম্পানির ভবন নির্মাণের কাঁচামাল বাবদ ৫৯ কোটি ৩ লাখ ৭০ হাজার ২২১ টাকার বিমা দাবি ছিল। সায়হাম কটন শেয়ারবাজারে ২০১২ সালে তালিকাভুক্ত হয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/এমএম

মার্কেন্টাইল ইন্স্যুরেন্স ছাড়ছেন দুই পরিচালক

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বিমা খাতের প্রতিষ্ঠান মার্কেন্টাইল ইন্স্যুরেন্সে কোম্পানি লিমিটেডের একজন উদ্দোক্তা ও একজন পরিচালক প্রায় ১০ লাখ শেয়ার বিক্রয়ের ঘোষণা দিয়েছেন। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সাইদ নূর আলম নামে এক উদ্যোক্তা তার হাতে থাকা ১ লাখ ২৩ হাজার ২০০টি শেয়ার বিক্রয় করবেন। উনার হাতে থাকা সব শেয়ার বিক্রি করে পরিচালক পদ ছাড়বেন তিনি।

মাহতাব উদ্দিন চৌধুরী নামে এক পরিচালক তার হাতে থাকা ৮ লাখ ৯৮ হাজার ৫০৯টি শেয়ার বিক্রয় করবেন। উনার হাতে থাকা সব শেয়ার বিক্রি করে পরিচালক পদ ছাড়বেন তিনি।

ঘোষণা অনুযায়ী ৩০ কার্য দিনের মধ্যে উল্লেখিত পরিমাণ শেয়ার চলমান বাজার দরে ডিএসই’র পাবলিক মার্কেটে বিক্রয় করবেন তিনি।

স্টকমার্কেটবিডি.কম/এস

রূপালী ব্যাংকের ২য় প্রান্তিকের প্রতিবেদন প্রকাশ

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংকিং খাতের প্রতিষ্ঠান রূপালী ব্যাংক লিমিটেডের চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন প্রকাশ করা হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী, ব্যাংকটির চলতি বছরের এপ্রিল-জুন অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী শেয়ার প্রতি সম্বনিত আয় হয়েছে ০.২৫ টাকা। যা আগের বছর একই সময় ছিল ০.১৫ টাকা।

চলতি বছরের জানুয়ারি-জুন বা ৬ মাসের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী শেয়ার প্রতি আয় হয়েছে ০.৪৩ টাকা। যা আগের বছর একই সময় ছিল ০.৩৭ টাকা।

চলতি বছর এই প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদের পরিমাণ হয়েছে ৪৬.৪৯ টাকা, যা গত বছর ৩১ ডিসেম্বর ছিল ৪৪.১০ টাকা।

স্টকমার্কেটবিডি.কম/বি/জেড