লুব রেফ বিডির ক্যাটাগরি পরিবর্তন

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত জ্বালানী ও শক্তি শিল্প খাতের কোম্পানি লুব রেফ বিডি লিমিটেড ‘এন’ থেকে ‘এ’ ক্যাটাগরিতে উন্নীত হয়েছে। ভালো লভ্যাংশ দেওয়ায় কোম্পানিটিকে ‘এ’ ক্যাটাগরিতে উন্নীত করা হয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানিটি গত ৩০ জুনে সমাপ্ত ২০২১ অর্থ বছরে শেয়ারহোল্ডারদের জন্য ১০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে।

আগামী রবিবার থেকে উভয় শেয়ারবাজারে কোম্পানিটি এন এর পরিবর্তে ‘এ’ ক্যাটাগরিতে লেনদেন হবে।

স্টকমার্কেটবিডি.কম/এম

তৃতীয় দিনেও আমদানি রফতানি বন্ধ বেনাপোল বন্দরে

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

বিভিন্ন হয়রানির অভিযোগে ভারতের পেট্রাপোল বন্দর ব্যবহারকারী সংগঠনগুলোর ধর্মঘটের কারণে তৃতীয় দিনেও বেনাপোল বন্দরে আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ রয়েছে। ফলে দুদেশের বন্দর এলাকায় আটকা পড়েছে শত শত পণ্যবাহী ট্রাক।

গত সোমবার থেকে এ ধর্মঘটের ডাক দেয় পেট্রাপোল বন্দর ব্যবহারকারী ৮টি সংগঠন। তবে বেনাপোলে পণ্য খালাস, পণ্য ওঠানামা ও শুল্ক ভবনের সব কার্যক্রম স্বাভাবিক রয়েছে। দুদেশের মধ্যে যাত্রী চলাচলও অব্যাহত রয়েছে আগের মতো।

সমস্যা সমাধানে গত মঙ্গলবার আলোচনায় বসলেও ভারতের পেট্রাপোল বন্দর, কাস্টমস, বিএসএফ, সিঅ্যান্ডএফ এজেন্ট, ট্রাকমালিক, শ্রমিক ইউনিয়নসহ বন্দর ব্যবহারকারীরা তাদের নিজ নিজ সিদ্ধান্তে অটল থাকায় বিষয়টি সুরাহা হয়নি। গতকালও আবার বৈঠক শুরু হওয়ার কথা থাকলেও বিকাল পর্যন্ত সেরকম কোনো আয়োজন ছিল না বলে জানান পেট্রাপোল এক্সপোর্ট অ্যান্ড ইমপোর্ট অ্যাসোসিয়েশনের সম্পাদক প্রদীপ দে।

ভারতীয় বিএসএফ ও পেট্রাপোল ল্যান্ড পোর্ট অথরিটির হঠকারী সিদ্ধান্তের প্রতিবাদে পেট্রাপোল ক্লিয়ারিং এজেন্ট অ্যাসোসিয়েশন, পেট্রাপোল এক্সপোর্ট অ্যান্ড ইমপোর্ট অ্যাসোসিয়েশন, সিঅ্যান্ডএফ স্টাফ অ্যাসোসিয়েশন, বনগাঁ গুডস ট্রান্সপোর্ট অ্যাসোসিয়েশন, বনগাঁ নব ট্রাকমালিক সমিতি, বনগাঁ মোটর ওনার্স অ্যাসোসিয়েশন, সীমান্ত পরিবহন মালিক সমিতি ও শ্রমিক সংগঠনসহ ৮টি সংগঠন বিভিন্ন হয়রানির অভিযোগে এ আন্দোলনের ডাক দেয়।

তল্লাশির নামে ‘অত্যাচার’ চালাচ্ছে বিএসএফ। গাড়িচালক, মালিক এবং ক্লিয়ারিং এজেন্টদের ‘নাজেহাল’ করা হচ্ছে। পাশাপাশি বন্দর কর্তৃপক্ষও নানাভাবে ‘জুলুম’ চালাচ্ছে। এমনই একগুচ্ছ অভিযোগ করেন বনগাঁ গুডস ট্রান্সপোর্ট অ্যাসোসিয়েশনের সভাপতি খোকন পাল।

তিনি আরও বলেন, ল্যান্ড পোর্টের নতুন আধিকারিক (ম্যানেজার) ব্যবসায়ীদের সঙ্গে কোনো কথা না বলে বন্দর এলাকায় প্রবেশের ওপর নতুন নতুন আইন তৈরি করে আমাদের বাণিজ্যে ব্যাঘাত ঘটাচ্ছেন। তিনি বিএসএফকে কাজে লাগিয়ে পরিবহন কর্মীদের বন্দরের ভেতরে ঢুকতে দিচ্ছেন না।

পেট্রাপোল ক্লিয়ারিং এজেন্ট স্টাফ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক কার্তিক চক্রবর্তী বলেন, এ ব্যাপারে প্রশাসনের সঙ্গে বৈঠক করা হলেও ভারতের পেট্রাপোল স্থলবন্দরের ম্যানেজার তার সিদ্ধান্তে অটল রয়েছেন। আমদানি-রফতানি কাজে বন্দর অভ্যন্তরে প্রবেশসহ নানা হয়রানি বন্ধ না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলবে।

স্টকমার্কেটবিডি.কম/

আবারো টিসিবির পণ্য বিক্রি শুরু হচ্ছে

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

আজ থেকে আবারও শুরু হচ্ছে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের পণ্য বিক্রি। দেশের নিম্ন আয়ের মানুষের জন্য সাশ্রয়ী মূল্যে পণ্য বিক্রি ফেব্রুয়ারি মাসের জন্য শুরু করছে সরকারি প্রতিষ্ঠান টিসিবি।

আগের সব পণ্যই এবার বিক্রি করবে টিসিবি। তবে এবার থেকে দাম বাড়ছে মসুর ডালের। প্রতি কেজি মসুর ডালের দাম ভোক্তা পর্যায়ে কেজিপ্রতি ৫ টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয়েছে, যা আগে ৬০ টাকা ছিল।

টিসিবি সূত্রে জানা যায়, আজ থেকে সংস্থাটি ট্রাক সেল কার্যক্রম শুরু করবে। চলতি ২০২১-২২ অর্থবছরে অষ্টমবারের মতো এ কার্যক্রম শুরু করতে যাচ্ছে টিসিবি।

গত ২৭ জানুয়ারি থেকে টিসিবির ট্রাক সেল কার্যক্রম বন্ধ রয়েছে, যা ছয়দিন পর আবার শুরু হচ্ছে। দেশের সব মহানগর, জেলা ও উপজেলার ডিলার পয়েন্টে টিসিবির ভ্রাম্যমাণ ট্রাকে করে পেঁয়াজ, মসুর ডাল, চিনি ও সয়াবিন তেল বিক্রি করা হবে। আগামী ২২ ডিসেম্বর পর্যন্ত এ কার্যক্রম চলবে।

টিসিবির ট্রাক থেকে একজন ক্রেতা প্রতি কেজি চিনি ৫৫ টাকায়, মসুর ডাল ৬৫ টাকায়, সয়াবিন তেল প্রতি লিটার ১১০ টাকায় এবং পেঁয়াজ প্রতি কেজি ৩০ টাকায় কিনতে পারবেন।

একজন ক্রেতা সর্বনিম্ন দুই থেকে সর্বোচ্চ পাঁচ কেজি পেঁয়াজ, দুই কেজি মসুর ডাল, দুই কেজি চিনি ও দুই লিটার সয়াবিন তেল কিনতে পারবেন।

স্টকমার্কেটবিডি.কম/

বিডায় তিন মাসে বিনিয়োগ ৬৫ হাজার কোটি টাকা

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষে (বিডা) গেল বছরের তিন মাসে (অক্টোবর-ডিসেম্বর) নিবন্ধিত হয়েছে ৩৮০টি শিল্পপ্রতিষ্ঠান। এসব প্রতিষ্ঠানের মোট বিনিয়োগের পরিমাণ ৬৪ হাজার ৮৬৫ কোটি টাকা।

গত অর্থবছরের একই সময়ের তুলনায় বিনিয়োগ বেড়েছে ৪১ হাজার ২৯২ কোটি টাকা। এক বছরে একই সময়ের তুলনায় বিডার বিনিয়োগের পরিমাণ বেড়েছে ১৭৫.২৩ শতাংশ।

সম্প্রতি বিডার পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। সংস্থাটি বলছে, নতুন করে নিবন্ধন পাওয়া ৩৮০টি শিল্পপ্রতিষ্ঠানে ৫৩ হাজার ৯৬৪ জনের কর্মসংস্থান হবে।

বিডার দেওয়া তথ্য মতে, এ তিন মাসে স্থানীয় পর্যায় থেকে ৩৫২টি শিল্প ইউনিটে প্রস্তাবিত বিনিয়োগের পরিমাণ ৫৯ হাজার ৮৪৭ কোটি টাকা, যা ২০২০ সালের একই সময়ের চেয়ে ৪২ হাজার ৩৩৩ কোটি টাকা বা ২৪১.৭১ শতাংশ বেশি।

তবে বিদেশি বিনিয়োগের ক্ষেত্রে কিছুটা কমেছে। বিডার দেওয়া তথ্য মতে, অক্টোবর-ডিসেম্বর তিন মাসে ১১টি শতভাগ বিদেশি ও ১৭টি যৌথ নিবন্ধিত শিল্পে বিনিয়োগের পরিমাণ পাঁচ হাজার ৯ কোটি টাকা। ২০২০ সালের একই সময় তা ছিল ছয় হাজার ৫০ কোটি টাকা। বিনিয়োগ হ্রাস পেয়েছে ১৭.২০ শতাংশ।

স্টকমার্কেটবিডি.কম/

আরএকে সিরামিকসের লভ্যাংশ ঘোষণা

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত সিরামিকস শিল্প খাতের কোম্পানি আরএকে সিরামিকস লিমিটেড গত হিসাব বছরের শেয়ারহোল্ডারদের জন্য ১২.৫০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

সম্প্রতি অনুষ্ঠিত বোর্ড সভায় ৩১ ডিসেম্বর ২০২১ সালের জন্য এ লভ্যাংশ ঘোষণা করেছে কোম্পানিটির পরিচালনা বোর্ড।

এ বছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ২.১২ টাকা। আর এবছর কোম্পানিটির শেয়ারপ্রতি সম্পদ দাঁড়িয়েছে ১৭.৫৩ টাকা।

কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ডিজিটাল প্লাটফর্মে আগামী ৩১ মার্চ অনুষ্ঠিত হবে। এ জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ২৪ ফেব্রুয়ারি।

স্টকমার্কেটবিডি.কম/এ