ব্র্যাক ব্যাংক-দ্য ডেইলি স্টার আইসিটি অ্যাওয়ার্ড পেলেন ১ ব্যক্তি ও ৫ প্রতিষ্ঠান

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

বাংলাদেশের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি খাতের অগ্রগতিতে ব্যতিক্রমী ভূমিকার জন্য ব্র্যাক ব্যাংক-দ্য ডেইলি স্টার আইসিটি অ্যাওয়ার্ড পেয়েছে ৫ প্রতিষ্ঠান ও এক উদ্যোক্তা।

শুক্রবার ঢাকার লা মেরিডিয়ান হোটেলে আয়োজিত এক অনুষ্ঠানে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।

আইটি কনসালট্যান্টস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এবং সিইও কাজী সাইফুদ্দিন মুনীর ‘আইসিটি বিজনেস পারসন অব ইয়ার ২০২২’ পুরস্কার পেয়েছেন।

‘আইসিটি সলিউশন প্রোভাইডার অব দ্য ইয়ার (লোকাল মার্কেট)’ পুরস্কার জিতেছে ডিভাইন আইটি লিমিটেড এবং ‘আইসিটি সলিউশন প্রোভাইডার অব দ্য ইয়ার (ইন্টারন্যাশনাল মার্কেট) পুরষ্কার জিতেছে ডায়নামিক সলিউশন ইনোভেটরস লিমিটেড। এছাড়া ‘ডিজিটাল কমার্স অব দ্য ইয়ার’ স্বীকৃতি পেয়েছে পিকাবু ডট কম।

‘আইসিটি স্টার্টআপ অব দ্য ইয়ার’ পেয়েছেন দুটি স্টার্টআপ—ট্রাক লাগবে ও মনের বন্ধু।

পিকাবু এর সহ-প্রতিষ্ঠাতা ও সিইও মরিন তালুকদার, ট্রাক লাগবের সিইও এনায়েত রশিদ, মনের বন্ধুর প্রতিষ্ঠাতা ও সিইও তাওহিদা শিরোপা, ডাইনামিক সলিউশন ইনোভেটরস লিমিটেডের (ডিএসআই) চেয়ারম্যান ও প্রধান প্রযুক্তি কর্মকর্তা মোজাহেদুল হক আবুল হাসনাত; ডিভাইন আইটি লিমিটেডের প্রতিষ্ঠাতা ও সিইও ইকবাল আহমেদ ফখরুল হাসান এবং আইটি কনসালটেন্টস লিমিটেডের প্রতিষ্ঠাতা, ব্যবস্থাপনা পরিচালক ও সিইও কাজী সাইফুদ্দিন মুনীর পরিকল্পনামন্ত্রী এম এ মান্নানের কাছ থেকে পুরস্কার গ্রহণ করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দ্য ডেইলি স্টারের প্রকাশক ও সম্পাদক মাহফুজ আনাম, ব্র্যাক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও সেলিম আরএফ হোসেন ও বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস) এর সভাপতি রাসেল টি আহমেদ।

দেশব্যাপী তথ্য ও যোগাযোগ প্রযুক্তি নিয়ে কাজ করা উদ্যোক্তাদের উদ্ভাবন ও তাদের কার্যক্রমকে উৎসাহিত করতে ২০১৬ সাল থেকে ইংরেজি দৈনিক দ্য ডেইলি স্টার এ পুরস্কার দিয়ে আসছে।

স্টকমার্কেটবিডি.কম////

শারমিন রি-রোলিং মিলে বিস্ফোরণ, দগ্ধ ৫

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে শারমিন রি-রোলিং রি-রোলিং মিলে বিস্ফোরণ ঘটেছে। এতে মিলের ভেতরে থাকা পাঁচজন দগ্ধ হয়েছেন।

শনিবার (১৪ অক্টোবর) ভোরে সিদ্ধিরগঞ্জের গোদনাইল সৈয়দপাড়া এলাকার শারমিন রি-রোলিং মিলে এ বিস্ফোরণ ঘটে। দগ্ধদের শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠানো হয়েছে।

দগ্ধরা হলেন- ইকবাল (২৬), সাইফুল (৩০), জাকারিয়া (২২), মুজাম্মেল (৩০) ও শরিফুল (২৫)।

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক ফখর উদ্দিন জানান, ভোরে গোদনাইল সৈয়দপাড়া এলাকার শারমিন রি-রোলিং মিলে এ বিস্ফোরণ ঘটে। এতে দগ্ধ মিলের ভেতরে থাকা পাঁচজন দগ্ধ হয়েছেন। ঘটনাস্থলে যাচ্ছি। তাৎক্ষণিকভাবে দগ্ধদের নাম-পরিচয় জানা যায়নি।

স্টকমার্কেটবিডি.কম////

ডিএসইতে বিদায়ী সপ্তাহে পিই রেশিও বেড়েছে

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বিদায়ী সপ্তাহে (৮ থেকে ১২ অক্টোবর) পর্যন্ত সার্বিক মূল্য আয় অনুপাত (পিই রেশিও) কিছুটা বেড়েছে। আলোচ্য এ সময়ে ডিএসইর পিই রেশিও বেড়েছে ০.০৭ শতাংশ।

ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনা সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য মতে, বিদায়ী সপ্তাহের শুরুতে ডিএসইর পিই রেশিও ছিল ১৪.৩২ পয়েন্টে। আর সপ্তাহ শেষে পিই রেশিও অবস্থান করছে ১৪.৩৩ পয়েন্টে। ফলে সপ্তাহের ব্যবধানে ডিএসইর পিই রেশিও ০.০১ পয়েন্ট বা ০.০৭ শতাংশ বেড়েছে।

এর আগের সপ্তাহের শুরুতে (১ থেকে ৫ অক্টোবর) ডিএসইর পিই রেশিও ছিল ১৪.৩৬ পয়েন্টে। আর সপ্তাহ শেষে পিই রেশিও অবস্থান করছে ১৪.৩২ পয়েন্টে। ফলে সপ্তাহের ব্যবধানে ডিএসইর পিই রেশিও ০.০৪ পয়েন্ট বা ০.২৮ শতাংশ কমেছিল

স্টকমার্কেটবিডি.কম////

বিকালে অনুষ্ঠিত হবে টেকনো ড্রাগসের রোড শো

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

বুকবিল্ডিং পদ্ধতির প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) মাধ্যমে শেয়ারবাজারে তালিকাভুক্ত হবে টেকনো ড্রাগস লিমিটেড। এই রোড শো টি আজ বিকাল ৩টায় অনুষ্ঠিত হবে। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।

আজ শনিবার (১৪ অক্টোবর) রাজধানীর নয়াপল্টনে অবস্থিত হোটেল একাত্তরে এই রোড শো অনুষ্ঠিত হবে।

আইন অনুযায়ী, বুক বিল্ডিং পদ্ধতিতে শেয়ারবাজারে আসতে হলে প্রতিষ্ঠানিক বিনিয়োগকারীদেরকে বিভিন্ন তথ্য আগে জানাতে হয়। ফলে কোম্পানিটি তাদের আর্থিক চিত্র এবং ভবিষ্যৎ পরিকল্পনাসহ বিভিন্ন তথ্য বিনিয়োগকারীদের সামনে তুলে ধরতে আগামী ১৪ অক্টোবর রোড শো’র আয়োজন করবে।

কোম্পানিটির রোড শো’তে মার্চেন্ট ব্যাংকার্স এবং পোর্টফোলিও ম্যানেজার, এসেট ম্যানেজার, মিউচ্যুয়াল ফান্ড অ্যান্ড কালেক্টিভ ইনভেস্টমেন্ট স্কিম, স্টক ডিলার, ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান, বীমা কোম্পানি, ফান্ড ম্যানেজার, অল্টারনেটিভ ইনভেস্টমেন্ট ফান্ড এবং বিদেশী বিনিয়োগকারীসহ যোগ্য বিনিয়োগকারীরা উপস্থিত থাকবেন।

টেকনো ড্রাগসের আইপিওতে ইস্যু ম্যানেজারের দায়িত্ব পালন করছে ইবিএল ইনভেস্টমেন্ট লিমিটেড ও ইম্পেরিয়াল ক্যাপিটাল লিমিটেড। আর বিএমএসএল ইনভেস্টমেন্ট লিমিটেড কোম্পানিটির রেজিষ্ট্রার টু দ্যা ইস্যুয়ারের দায়িত্ব পালন করবে।

স্টকমার্কেটবিডি.কম////

সাপ্তাহিক লেনদেনের শীর্ষে সী পার্লস; ২য় ফুয়াং ফুডস

স্টকমার্কেটবিডি ডেস্ক :

সর্বশেষ সপ্তাহে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে উঠে এসেছে সী পার্লস বিচ রিসোর্ট এন্ড স্পা লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানিটির ১২০ কোটি ২৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। লেনদেনের তালিকায় দ্বিতীয় স্থানে উঠে আসা ফুয়াং ফুডস লিমিটেডের শেয়ার লেনদেন হয়েছে ৯০ কোটি ৬৪ লাখ টাকার।

লাফার্জ হোলসিম বিডি লিমিটেডের ৭৭ কোটি ২০ লাখ টাকার শেয়ার লেনদেনের মাধ্যমে তৃতীয় স্থানে উঠে এসেছে।

লেনদেনের শীর্ষ ১০ কোম্পানির তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে- জেমিনী সী ফুডের ৬২ কোটি ১৯ লাখ, দেশবন্ধু পলিমারের ৬০ কোটি ৩৭ লাখ, বাংলাদেশ শিপিং কর্পোরেশনের ৫১ কোটি ৪০ লাখ, রিপাবলিক ইন্সুরেন্সের ৪৮ কোটি ৫৫ লাখ, ইউনিয়ন ইন্সুরেন্সের ৪৬ কোটি ৪৭ লাখ, এমারেল্ড ওয়েলের ৪৫ কোটি ৩৬ লাখ ও সোনালী আঁশ লিমিটেডের ৩৯ কোটি ৩৯ লাখ শেয়ার লেনদেন হয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/রাজু

সপ্তাহজুড়ে সূচক ও লেনদেনের সাথে কমেছে বাজার মূলধন 

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

সর্বশেষ সপ্তাহে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) বাজার মূলধন বেড়েছে। এই সপ্তাহে সেখানে মোট লেনদেন আগের সপ্তাহের চেয়ে ১৩.৭৩ শতাংশ কমেছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

ডিএসই সূত্রে জানা গেছে, গত সপ্তাহে মোট ৫ কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মোট লেনদেন হয়েছে ২ হাজার ১৫ কোটি টাকার। যা আগের সপ্তাহের ৫ দিনে লেনদেন হয়েছিল ২ হাজার ৩৩৫ কোটি টাকার উপরে। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে ডিএসইতে লেনদেন ১৩.৭৩ শতাংশ কমেছে।

ডিএসইতে সর্বশেষ সপ্তাহে দিনের গড় লেনদেন ৪০৩ কোটি টাকার হয়েছে। আগের সপ্তাহে এই লেনদেন হয়েছিল ৪৬৭ কোটি ১৪ লাখ টাকার উপরে। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে ডিএসইতে প্রতিদিনের গড় লেনদেন ১৩.৭৩ শতাংশ কমেছে।

বিদায়ী সপ্তাহে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৭.৬৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬ হাজার ২৬৯ পয়েন্টে। আর ডিএসই-৩০ সূচক ৩.৯৩ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ২১৪১ পয়েন্টে। আর শরিয়াহ সূচক ২.৪৭ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৩৫৮ পয়েন্টে।

ডিএসইতে গত সপ্তাহে ৪০৩টি প্রতিষ্ঠানের শেয়ার লেনদেনে অংশ নিয়েছে। প্রতিষ্ঠানগুলোর মধ্যে শেয়ার দর বেড়েছে ৫৬টির, কমেছে ৯১টির এবং অপরিবর্তিত রয়েছে ২১৯টির শেয়ার ও ইউনিটের দর। আর ৩৭টি শেয়ারের কোনো লেনদেন হয়নি।

গত সপ্তাহের প্রথম দিন ডিএসইতে বাজার মূলধন ছিল ৭ লাখ ৭৬ হাজার ৭৭৭ কোটি টাকা। আর সপ্তাহের শেষ দিনে এই মূলধন দাঁড়িয়েছে ৭ লাখ ৭৭ হাজার ১৮৫ কোটি টাকা। এই হিসাবে সপ্তাহের ব্যবধানে ডিএসইতে বাজার মূলধন ৪০০ কোটি টাকা বা ০.০৫ শতাংশ বেড়েছে।

স্টকমার্কেটবিডি.কম////