স্টকমার্কেটবিডি প্রতিবেদক :
দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক বেড়েছে। এদিন সেখানে লেনদেনও আগের দিনের চেয়ে বেড়েছে। অপরদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক ও লেনদেন বেড়েছে । ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা যায়।
সপ্তাহের শেষ কর্মদিবস বৃহস্পতিবার ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ১০.৪৯ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬২৮৯ পয়েন্টে। আর ডিএসই শরীয়াহ সূচক ১.১৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৩৬৩ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ১.২১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২১৪০ পয়েন্টে।
এদিন ডিএসইতে লেনদেন হয়েছে ৫৫৪ কোটি ৯১ লাখ টাকা। গতকাল বুধবার সেখানে লেনদেনের পরিমাণ ছিল ৫১২ কোটি ২১ লাখ টাকা।
ডিএসইতে দিনভর ৩০৭টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ারের লেনদেন হয়। এর মধ্যে ৭৫টি শেয়ারের দর বেড়েছে, কমেছে ৭৬টির আর দর অপরিবর্তিত আছে ১৫৬টির দর।
এদিন ডিএসইতে লেনদেনে এগিয়ে থাকা ১০টি কোম্পানি হলো – সোনালী পেপার এন্ড বোর্ড মিলস, সি পার্ল বিচ রিসোর্ট অ্যান্ড স্পা, লাফার্জ হোলসিম বাংলাদেশ, জেমিনী সী ফুড, এমারেল্ড অয়েল ইন্ডাস্ট্রিজ, লিব্রা ইনফিউশনস, ইস্টার্ন ইন্স্যুরেন্স, ফু-ওয়াং ফুডস, ইউনিয়ন ইন্স্যুরেন্স ও খান ব্রাদার্স পি.পি. ওভেন ব্যাগ ইন্ডাস্ট্রিজ কোম্পানি লিমিটেড।
অন্যদিকে দেশের অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ব্রড ইনডেক্স ৫.৩৮ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৮ হাজার ৫৮৫ পয়েন্টে।
দিনভর লেনদেন হওয়া ১৫১টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৫৭টির, কমেছে ৩৬টির ও দর অপরিবর্তিত রয়েছে ৫৮টির।
এদিন সিএসইতে লেনদেন হয়েছে ১৬ কোটি ৪৭ লাখ টাকা। গতকাল বুধবার সেখানে লেনদেন হয়েছে ৪ কোটি ১৩ লাখ টাকা।
দিনশেষে সিএসইতে লেনদেনের শীর্ষে রয়েছে বাংলাদেশ সাবমেরিন ক্যাবল ও ডেফোডিল কম্পিউটারস লিমিটেড।
স্টকমার্কেটবিডি.কম/এসবি