স্টকমার্কেটবিডি প্রতিবেদক :
দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের পতন হয়েছে। তবে এদিন সেখানে লেনদেন আগের দিনের চেয়ে বেড়েছে। অপরদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সূচক ও লেনদেন কমেছে । ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা যায়।
সপ্তাহের দ্বিতীয় কর্মদিবস সোমবার ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ৩৭.৬২ পয়েন্ট কমে অবস্থান করছে ৫৩৯৩ পয়েন্টে। আর ডিএসই শরীয়াহ সূচক ১০.৮৮ পয়েন্ট কমে অবস্থান করছে ১১৮১ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ৯.৫৫ পয়েন্ট কমে অবস্থান করছে ১৯৩৮ পয়েন্টে।
এদিন ডিএসইতে লেনদেন হয়েছে ৫৬১ কোটি ২১ লাখ টাকা। গতকাল রবিবার সেখানে লেনদেনের পরিমাণ ছিল ৪০৯ কোটি ১৮ লাখ টাকা।
ডিএসইতে দিনভর ৩৮৯টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ারের লেনদেন হয়। এর মধ্যে ৮১টি শেয়ারের দর বেড়েছে, কমেছে ২৭৮টির আর অপরিবর্তিত আছে ৩০টির দর।
এদিন ডিএসইতে লেনদেনে এগিয়ে থাকা ১০টি কোম্পানি হলো – ওরিয়ন ফার্মা, লাভেলো আইসক্রিম, রূপালী লাইফ ইন্স্যুরেন্স, ই জেনারেশন, ওরিয়ন ইনফিউশন, এশিয়াটিক ল্যাবরেটরিজ, নাভানা ফার্মা, বিচ হ্যাচারি, সােনালী আশ ও আলিফ ইন্ডাস্ট্রিজ।
অন্যদিকে দেশের অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ব্রড ইনডেক্স ১৩২.১৩ পয়েন্ট কমে অবস্থান করছে ১৫ হাজার ৬০৫ পয়েন্টে।
দিনভর লেনদেন হওয়া ২২৩টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৩৬টির, কমেছে ১৬৬টির ও দর অপরিবর্তিত রয়েছে ২১টির।
এদিন সিএসইতে লেনদেন হয়েছে ৭ কোটি ১ লাখ টাকা। গতকাল রবিবার সেখানে লেনদেন হয়েছে ৮ কোটি ৩৭ লাখ টাকা।
দিনশেষে সিএসইতে লেনদেনের শীর্ষে রয়েছে যমুনা ব্যাংক ও স্কয়ার ফার্মা।
স্টকমার্কেটবিডি.কম/এসবি