লেনদেনের শীর্ষে আলিফ ইন্ডাস্ট্রিজ; ২য় স্থানে ই-জেনারেশন

স্টকমার্কেটবিডি ডেস্ক :

সপ্তাহের চতূর্থ কর্মদিবস বুধবার দিনশেষে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে উঠে এসেছে আলিফ ইন্ডাস্ট্রিজ। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, এদিন কোম্পানিটির ১৯ কোটি ২১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। লেনদেনের তালিকায় দ্বিতীয় স্থানে ই-জেনারেশনের শেয়ার লেনদেন হয়েছে ১৮ কোটি ৭ লাখ টাকা।

ওরিয়ন ইনফিউশনের ১৮ কোটি ২ লাখ টাকার শেয়ার লেনদেনের মাধ্যমে তৃতীয় স্থানে উঠে এসেছে।

লেনদেনের তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে- নাভানা ফার্মার ১৭ কোটি ৮৭ লাখ, বেষ্ট হোল্ডিংসের ১৪ কোটি ২২ লাখ, মালেক স্পিনিং মিলসের ১০ কোটি ৫৫ লাখ, কহিনূর কেমিক্যালসের ১০ কোটি, প্যারামাউন্ট ইন্স্যুরেন্সের ৯ কোটি ৮৪ লাখ, ওপ্রগতি লাইফ ইন্স্যুরেন্সের ৯ কোটি ৮০ লাখ ও সী পার্লসের ৯ কোটি ২৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/এসবি

  1. আলিফ ইন্ডাস্ট্রিজ
  2. ই-জেনারেশন
  3. ওরিয়ন ইনফিউশন
  4. নাভানা ফার্মা
  5. বেষ্ট হোল্ডিংস
  6. মালেক স্পিনিং মিলস
  7. কহিনূর কেমিক্যালস
  8. প্যারামাউন্ট ইন্স্যুরেন্স
  9. প্রগতি লাইফ ইন্স্যুরেন্স
  10. সী পার্লস।

ডিএসইতে ৫২৬ ও সিএসইতে ১৩ কোটি টাকার লেনদেন

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের পতন হয়েছে। এদিন সেখানে লেনদেনও আগের দিনের চেয়ে কমেছে। অপরদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সূচক ও লেনদেন কমেছে । ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

সপ্তাহের চতূর্থ কর্মদিবস বুধবার ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ৫৮.২২ পয়েন্ট কমে অবস্থান করছে ৫৫২৭ পয়েন্টে। আর ডিএসই শরীয়াহ সূচক ১২.৭৯ পয়েন্ট কমে অবস্থান করছে ১২১২ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ১৪.১৪ পয়েন্ট কমে অবস্থান করছে ১৯৭৭ পয়েন্টে।

এদিন ডিএসইতে লেনদেন হয়েছে ৫২৬ কোটি ৩৩ লাখ টাকা। গতকাল মঙ্গলবার সেখানে লেনদেনের পরিমাণ ছিল ৬৬৪ কোটি ৩৬ লাখ টাকা।

ডিএসইতে দিনভর ৩৯৫টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ারের লেনদেন হয়। এর মধ্যে ৬১টি শেয়ারের দর বেড়েছে, কমেছে ৩০১টির আর অপরিবর্তিত আছে ৩৩টির দর।

এদিন ডিএসইতে লেনদেনে এগিয়ে থাকা ১০টি কোম্পানি হলো – আলিফ ইন্ডাস্ট্রিজ, ই-জেনারেশন, ওরিয়ন ইনফিউশন, নাভানা ফার্মা, বেষ্ট হোল্ডিংস, মালেক স্পিনিং মিলস, কহিনূর কেমিক্যালস, প্যারামাউন্ট ইন্স্যুরেন্স, প্রগতি লাইফ ইন্স্যুরেন্স ও সী পার্লস।

অন্যদিকে দেশের অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ব্রড ইনডেক্স ১০৪.৫৬ পয়েন্ট কমে অবস্থান করছে ১৬ হাজার ৬০ পয়েন্টে।

দিনভর লেনদেন হওয়া ২৩৪টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৩২টির, কমেছে ১৭৪টির ও দর অপরিবর্তিত রয়েছে ২৮টির।

এদিন সিএসইতে লেনদেন হয়েছে ১৩ কোটি ৬০ লাখ টাকা। গতকাল মঙ্গলবার সেখানে লেনদেন হয়েছে ১৪ কোটি ৭১ লাখ টাকা।

দিনশেষে সিএসইতে লেনদেনের শীর্ষে রয়েছে ফরচুন সুজ ও খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ।

স্টকমার্কেটবিডি.কম/এসবি

এনআরবিসি ব্যাংকের ১১ লাখ শেয়ার ক্রয়ের সিদ্ধান্ত

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংকিং খাতের প্রতিষ্ঠান এনআরবিসি ব্যাংক পিএলসির এক উদ্দ্যোক্তার ১১ লাখ শেয়ার ক্রয়ের ঘোষণা দিয়েছেন। ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

সূত্র জানায়, মোস্তাফিজুর প্রিন্স রহমান নামে এই পরিচালক ১১ লাখ ২৫ হাজার শেয়ার ক্রয়ের ঘোষণা দিয়েছেন।

ঘোষণার পরে ৩০ দিনের মধ্যে পাবলিক মার্কেট হতে এই পরিচালক উল্লেখিত পরিমাণ শেয়ারগুলো ক্রয় করবেন।

স্টকমার্কেটবিডি.কম/এসবি

উত্তরা ব্যাংকের এমডির শেয়ার ক্রয়ের ঘোষণা 

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংকিং খাতের কোম্পানির উত্তরা ব্যাংক পিএলসির ব্যবস্হাপনা পরিচালক বা এমডি শেয়ার ক্রয়ের ঘোষণা দিয়েছেন। ঢাকা স্টক একচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানির এমডি মো: রবিউল হোসেন ১ লাখ ১২ লাখ ৫০ হাজার শেয়ার বর্তমান বাজার দরে ক্রয় করবেন।

আর এই ঘোষণার ৩০ কার্য দিনের মধ্যে উল্লেখিত পরিমাণ শেয়ার  ক্রয় করবেন বলে কোম্পানিটির পক্ষ থেকে জানানো হয়।

স্টকমার্কেটবিডি.কম/এসবি

আলিবাবার মুনাফা কমার খবরে শেয়ারদর ৫% কমেছে

স্টকমার্কেটবিডি ডেস্ক :

চীনের ই-কমার্স প্রতিষ্ঠান আলিবাবার মুনাফা কমার খবরে পুঁজিবাজারে এটির শেয়ারদর কমে গেছে। গত মার্চে সমাপ্ত চতুর্থ ত্রৈমাসিকে কোম্পানিটির নিট মুনাফা ৮৬ শতাংশ কমেছে। এই সংবাদের জেরে আজ মঙ্গলবার যুক্তরাষ্ট্রের প্রি–মার্কেট লেনদেনে কোম্পানিটির শেয়ারদর ৫ শতাংশ পড়ে গেছে।

আলোচ্য সময়ে আলিবাবার নিট আয় কমে ৩ দশমিক ৩ বিলিয়ন বা ৩৩০ কোটি চীনা ইউয়ানে নেমে এসেছে, যা গত বছরের একই সময়ের তুলনায় ৮৫ শতাংশ কম। খবর সিএনবিসির।

আলিবাবার জন্য ২০২৩ সালটি বেশ কঠিন ছিল। কারণ, এই বছর কোম্পানিটি তার এ যাবৎকালের সর্ববৃহৎ করপোরেট কাঠামোগত সংশোধন করেছে। সেই সঙ্গে কোম্পানির উচ্চ পর্যায়ের ব্যবস্থাপনায়ও একাধিক পরিবর্তন ঘটেছে। যেমন কোম্পানির অভিজ্ঞ কর্মকর্তা এডি উ গত বছরের সেপ্টেম্বরে প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।

শেয়ারহোল্ডারদের আস্থা বাড়াতে এই বছরের শুরুর দিকে আলিবাবা ঘোষণা করেছিল যে তারা শেয়ার বাইব্যাক বা পুনঃক্রয় কর্মসূচি ২৫ বিলিয়ন বা ২ হাজার ৫০০ কোটি ডলার বাড়িয়েছে। সে অনুযায়ী, ২০২৭ সালের মার্চের মধ্যে তারা এই পরিমাণ অর্থের শেয়ার বাইব্যাক করবে।

স্টকমার্কেটবিডি.কম/////

শিকদার ইন্স্যুরেন্সের সম্পদ কমেছে

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বিমা খাতের প্রতিষ্ঠান শিকদার ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের প্রথম প্রান্তিকের আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। এই প্রান্তিকে বিমাটির সম্পদ কমেছে। ডিএসই সূত্রে তথ্য জানা গেছে।

মঙ্গলবার (১৪ মে) অনুষ্ঠিত বিমাটির বোর্ড সভায় এই প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়।

আর্থিক প্রতিবেদন সূত্রে জানা যায়, এই প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) বিমাটির শেয়ার প্রতি সম্বনিত আয় (ইপিএস) হয়েছে ০.২৮ টাকা। গত বছরের এ সময়ের বিমাটির শেয়ার প্রতি আয় ছিল ০.২১ টাকা।

এ সময়ে বিমার শেয়ার প্রতি প্রকৃত সম্পদের মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ২৬.৬৫ টাকা। যা ২০২৩ সালের ৩১ ডিসেম্বর ছিল ৩০.০২ টাকা।

স্টকমার্কেটবিডি.কম/এসবি

এনসিসি ব্যাংকের আয় কমে ১/৩ নেমেছে

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারের তালিকাভুক্ত ব্যাংকিং খাতের প্রতিষ্ঠান এনসিসি ব্যাংক পিএলসির চলতি বছরের প্রথম প্রান্তিকের আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। এই প্রান্তিকে ব্যাংকটির আয় কমে ১/৩ নেমেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

মঙ্গলবার (১৪ মে) অনুষ্ঠিত প্রতিষ্ঠানটির বোর্ড সভায় এই প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়।

আর্থিক প্রতিবেদন অনুযায়ী, জানুয়ারি-মার্চ এই তিন মাসে ব্যাংকটির শেয়ার প্রতি সমন্বিত আয় (ইপিএস) হয়েছে ০.১৫ টাকা। এর আগের বছর একই সময়ে শেয়ার প্রতি আয় (ইপিএস) ছিল ০.৬৭ টাকা। এ হিসাবে চলতি বছরে প্রথম প্রান্তিকে ব্যাংকটির আয় কমেছে।

এই প্রান্তিকে ব্যাংকটির শেয়ার প্রতি প্রকৃত সম্পদের মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ২২.০৫ টাকা। গতবছর ৩১ মার্চ ব্যাংকটির শেয়ার প্রতি প্রকৃত সম্পদের মুল্য ছিল ২১.৮২ টাকা।

স্টকমার্কেটবিডি.কম/এসবি

মিডল্যান্ড ব্যাংকের আয় কমে অর্ধেকে নেমেছে

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারের তালিকাভুক্ত ব্যাংকিং খাতের প্রতিষ্ঠান মিডল্যান্ড ব্যাংক পিএলসির চলতি বছরের প্রথম প্রান্তিকের আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। এই প্রান্তিকে ব্যাংকটির আয় কমে অর্ধেকে নেমেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

মঙ্গলবার (১৪ মে) অনুষ্ঠিত প্রতিষ্ঠানটির বোর্ড সভায় এই প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়।

আর্থিক প্রতিবেদন অনুযায়ী, জানুয়ারি-মার্চ এই তিন মাসে ব্যাংকটির শেয়ার প্রতি সমন্বিত আয় (ইপিএস) হয়েছে ০.১২ টাকা। এর আগের বছর একই সময়ে শেয়ার প্রতি আয় (ইপিএস) ছিল ০.২৮ টাকা। এ হিসাবে চলতি বছরে প্রথম প্রান্তিকে ব্যাংকটির আয় কমেছে।

এই প্রান্তিকে ব্যাংকটির শেয়ার প্রতি প্রকৃত সম্পদের মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ১৪.৪২ টাকা। গতবছর ৩১ মার্চ ব্যাংকটির শেয়ার প্রতি প্রকৃত সম্পদের মুল্য ছিল ১৪.৩১ টাকা।

স্টকমার্কেটবিডি.কম/এসবি

রিলায়েন্স ইন্স্যুরেন্সের আয় কমেছে

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বিমা খাতের প্রতিষ্ঠান রিলায়েন্স ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের প্রথম প্রান্তিকের আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। এই প্রান্তিকে বিমাটির আয় কমেছে। ডিএসই বিমা সূত্রে তথ্য জানা গেছে।

মঙ্গলবার (১৪ মে) অনুষ্ঠিত বিমাটির বোর্ড সভায় এই প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়।

আর্থিক প্রতিবেদন সূত্রে জানা যায়, এই প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) বিমাটির শেয়ার প্রতি সম্বনিত আয় (ইপিএস) হয়েছে ১.৯৬ টাকা। গত বছরের এ সময়ের বিমাটির শেয়ার প্রতি আয় ছিল ১.৫৯ টাকা।

এ সময়ে বিমার শেয়ার প্রতি প্রকৃত সম্পদের মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ৬৪.৭৫ টাকা। যা ২০২৩ সালের ৩১ ডিসেম্বর ছিল ৬৬.৮৫ টাকা।

স্টকমার্কেটবিডি.কম/এসবি