1. ইউনিলিভার কনজিউমার
  2. মেঘনা পেট্রোলিয়াম
  3. এশিয়াটিক ল্যাবরেটরিজ
  4. ওরিয়ন ফার্মা
  5. আলিফ ইন্ডাস্ট্রিজ
  6. লাভেলো আইসক্রিম
  7. আইএফআইসি ব্যাংক
  8. রিলায়েন্স ওয়ান মি. ফান্ড
  9. গোল্ডেন সন
  10. ফারইষ্ট নিটিং এন্ড ডায়িং।

দিনশেষে লেনদেন ও সূচকের বড় উত্থান 

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের বড় উত্থান হয়েছে। এদিন সেখানে লেনদেনও আগের দিনের চেয়ে বেড়েছে। অপরদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সূচক ও লেনদেন বেড়েছে । ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

সপ্তাহের দ্বিতীয় কর্মদিবস সোমবার ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ৫৯.৬৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫৩১০ পয়েন্টে। আর ডিএসই শরীয়াহ সূচক ১৩.৭০ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১১৬০ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ১১.৯৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৯০০ পয়েন্টে।

এদিন ডিএসইতে লেনদেন হয়েছে ৫০৬ কোটি ১১ লাখ টাকা। গতকাল রবিবার সেখানে লেনদেনের পরিমাণ ছিল ৩২২ কোটি ৭৫ টাকা।

ডিএসইতে দিনভর ৩৯৪টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ারের লেনদেন হয়। এর মধ্যে ২৮৬টি শেয়ারের দর বেড়েছে, কমেছে ৮৪টির আর অপরিবর্তিত আছে ৩৪টির দর।

এদিন ডিএসইতে লেনদেনে এগিয়ে থাকা ১০টি কোম্পানি হলো – ইউনিলিভার কনজিউমার, মেঘনা পেট্রোলিয়াম, এশিয়াটিক ল্যাবরেটরিজ, ওরিয়ন ফার্মা, আলিফ ইন্ডাস্ট্রিজ, লাভেলো আইসক্রিম, আইএফআইসি ব্যাংক,রিলায়েন্স ওয়ান মি. ফান্ড, গোল্ডেন সন ও ফারইষ্ট নিটিং এন্ড ডায়িং।

অন্যদিকে দেশের অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ব্রড ইনডেক্স ৭৯.৭৫ পয়েন্ট কমে অবস্থান করছে ১৫ হাজার ৩১২ পয়েন্টে।

দিনভর লেনদেন হওয়া ২৩৬টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৯৪টির, কমেছে ১২২টির ও দর অপরিবর্তিত রয়েছে ২০টির।

এদিন সিএসইতে লেনদেন হয়েছে ৭৩ কোটি ৪৬ লাখ টাকা। গত রবিবার সেখানে লেনদেন হয়েছে ৮ কোটি ৩০;লাখ টাকা।

দিনশেষে সিএসইতে লেনদেনের শীর্ষে রয়েছে স্কয়ার ফার্মা ও জেএমআই হসপিটাল।

স্টকমার্কেটবিডি.কম/এসবি

বিডি থাই ফুডের ইজিএম আহবান

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত খাদ্য ও আনুসাঙ্গিক শিল্প খাতের কোম্পানি বিডি থাই ফুড এন্ড বেভারেজ লিমিটেডের একটি বিশেষ সাধারণ সভা (ইজিএম) আহবান করা হয়েছে। ডিএসই সূত্রে এই তথ্য জানা যায়।

কোম্পানিটির এই ইজিএম আগামী ১৪ জুলাই বেলা সাড়ে ১০ টায় হাইব্রিড সিস্টেমে করা হবে। এজন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ২০ জুন।

এই ইজিএমে কোম্পানিটির আইপিও অর্থ ব্যয়ের সিদ্ধান্তে শেয়ারহোল্ডারদের সম্মতি নেওয়া হবে।

কোম্পানিটি আইপিওর টাকা ব্যায়ের সময় চায়।

স্টকমার্কেটবিডি.কম///

আইএফআইসি ব্যাংক পরিচালকের শেয়ার ক্রয়ের ঘোষণা

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংকিং খাতের প্রতিষ্ঠান আইএফআইসি ব্যাংক পিএলসির একজন নমিনী পরিচালক শেয়ার ক্রয়ের ঘোষণা দিয়েছেন। ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

সূত্র জানায়, আহমেদ সায়ান ফজলুর রহমান নামে এই পরিচালক ৩ কোটি ৮৫ লাখ ৩৫ হাজার শেয়ার ক্রয়ের ঘোষণা দিয়েছেন।

ঘোষণার পর ৩০ কার্যদিবসের মধ্যে পাবলিক মার্কেট হতে এই উদ্যোক্তা পরিচালক উল্লেখিত পরিমাণ শেয়ার ক্রয় করবেন।

স্টকমার্কেটবিডি.কম/বি

খান ব্রাদার্সের শেয়ার প্রতি লোকসান ০.০১ টাকা

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত প্রকৌশল শিল্প খাতের কোম্পানি খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ ইন্ডাস্ট্রিজ লিমিটেডের চলতি বছরের তৃতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন প্রকাশ করা হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

আর্থিক প্রতিবেদন সূত্রে জানা যায়, চলতি বছরের এই প্রান্তিকে (জানুয়ারি – মার্চ) কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান (ইপিএস) হয়েছে ০.০১ টাকা। গত বছরের এ সময়ের কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান ছিল ০.০১ টাকা।

চলতি বছরের ৯ মাসে (জুলাই-মার্চ) কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান (ইপিএস) হয়েছে ০.০৩ টাকা। গত বছরের এ সময়ের কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান ছিল ০.০২ টাকা।

এ প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি প্রকৃত সম্পদের দায় মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ১১.৮৪ টাকা। গত ২০২৩ সালের ৩০ জুন এই এনএভি ছিল ১১.৮৭ টাকা।

স্টকমার্কেটবিডি.কম/এসবি

স্ট্যান্ডার্ড সিরামিকসের শেয়ার প্রতি লোকসান ৩.২৬ টাকা

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত সিরামিকস শিল্প খাতের কোম্পানি স্ট্যান্ডার্ড সিরামিকস লিমিটেডের চলতি বছরের তৃতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন প্রকাশ করা হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

আর্থিক প্রতিবেদন সূত্রে জানা যায়, চলতি বছরের এই প্রান্তিকে (জানুয়ারি – মার্চ) কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান (ইপিএস) হয়েছে ৩.২৬ টাকা। গত বছরের এ সময়ের কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান ছিল ২.০৩ টাকা।

চলতি বছরের ৯ মাসে (জুলাই-মার্চ) কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান (ইপিএস) হয়েছে ১৫.৩১ টাকা। গত বছরের এ সময়ের কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান ছিল ৬.৩৬ টাকা।

এ প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি প্রকৃত সম্পদের দায় মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ৩০.১৩ টাকা। গত ২০২৩ সালের ৩০ জুন এই এনএভি ছিল ১৪.৮২ টাকা।

স্টকমার্কেটবিডি.কম/এসবি

আমান কটনের শেয়ার প্রতি লোকসান ০.০৬ টাকা

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বস্ত্র শিল্প খাতের কোম্পানি আমান কটন ফাইবার্স লিমিটেডের চলতি বছরের তৃতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন প্রকাশ করা হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

আর্থিক প্রতিবেদন সূত্রে জানা যায়, চলতি বছরের এই প্রান্তিকে (জানুয়ারি – মার্চ) কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান (ইপিএস) হয়েছে ০.০৬ টাকা। গত বছরের এ সময়ের কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান ছিল ০.৬৯ টাকা।

চলতি বছরের ৯ মাসে (জুলাই-মার্চ) কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান (ইপিএস) হয়েছে ০.০১ টাকা। গত বছরের এ সময়ের কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান ছিল ০.৪০ টাকা।

এ প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি প্রকৃত সম্পদের মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ৩৩.৯৯ টাকা। গত ২০২৩ সালের ৩০ জুন এই এনএভি ছিল ৩৪.৫০ টাকা।

স্টকমার্কেটবিডি.কম/এসবি

ওয়ালটন-বিএসপিএ স্পোর্টস কার্নিভালের পুরস্কার বিতরণ

স্টকমার্কেটবিডি প্রতিবেদক:

‘ওয়ালটন-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল-২০২৪’ রোববার (২৬ মে) সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হয়েছে। সমাপনী দিনে বিজয়ীদের হাতে তুলে দেওয়া হয় পুরস্কার এবং উপহার। প্রতিবারের মতো এবারও সেরা খেলোয়াড়দের মধ্য থেকে বেছে নেওয়া হয়েছে বিএসপিএ স্পোর্টস ম্যান অব দ্য ইয়ার-২০২৪।

এই পুরস্কার জিতেছেন দৈনিক স্পষ্টবাদীর মজিবুর রহমান। তার হাতে তুলে দেওয়া হয় আব্দুল মান্নান লাডু ট্রফি ও অর্থ পুরস্কার। প্রথম রানারআপ হয়েছেন দৈনিক খবরের কাগজের মাহমুদুন্নবী চঞ্চল এবং দ্বিতীয় রানারআপ হয়েছেন দৈনিক জনকণ্ঠের রুমেল খান।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি’র সিনিয়র এক্সিকিউটিভ ডিরেক্টর এফ.এম. ইকবাল-বিন আনোয়ার (ডন) ও সিনিয়র ডেপুটি এক্সিকিউটিভ ডিরেক্টর রবিউল ইসলাম মিলটন। এছাড়া আরও উপস্থিত ছিলেন জাতীয় ক্রীড়া পুরস্কারপ্রাপ্ত ফুটবলার আব্দুল গাফফার ও জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মিনহাজুল আবেদিন নান্নু। বিএসপিএ সভাপতি রেজওয়ান উজ জামান রাজীব সমাপনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এফএম ইকবাল বিন আনোয়ার (ডন) বলেন, ‘আমরা ৭ বছর ধরে এই আয়োজনের সঙ্গে আছি। বিএসপিএ’র সঙ্গে ক্রীড়া উৎসব প্রথমে শুরু করি আমরা। এরপর বিএসজেএ, বিএসজেসি, ক্র্যাব, ফটো জার্নালিস্টস অ্যাসোসিয়েশন, বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম (বিএসআরএফ), ডিআরইউ ও প্রেসক্লাবের ক্রীড়া উৎসবেও আমরা পৃষ্ঠপোষকতা করেছি। আমরা চেষ্টা করছি আমাদের এই ধারাবাহিকতা অব্যাহত রাখতে।’

রবিউল ইসলাম মিলটন বলেন, ‘আমরা আন্তরিক ধন্যবাদ জানচ্ছি যে, এরকম একটি কার্নিভালে ওয়ালটনকে পাশে রাখার জন্য। সাত বছর ধরে আমরা এই আয়োজনের সঙ্গে আছি। যারা এই কার্নিভালের বিভিন্ন ইভেন্টে অংশ নিয়েছেন তারা হয়তো এক সময় খেলতেন। কিন্তু জীবন ও জীবিকার তাগিদে কর্মজীবনে আমরা অনেকেই সেই খেলাধুলায় নিজেদের অব্যহত রাখতে পারি না। কিন্তু খেলাধুলার বাসনাটা থেকেই যায় আমাদের।

আপনাদের যে সুপ্ত বাসনা ছিল খেলাধুলার সেটা এই কার্নিভালের মাধ্যমে প্রদর্শন করতে পেরেছেন। এমন আয়োজন করায় বিএসপিএ’কে আন্তরিক ধন্যবাদ জানাই। যারা এ বছর পুরস্কার জিতেছেন, বিজয়ী হয়েছেন, তাদেরকে তো ধন্যবাদ জানাই-ই। কারণ, আপনারা পুরস্কার পাবেন, ক্রেস্ট পাবেন। পাশাপাশি যারা অংশ নিয়েও বিজয়ী হতে পারেননি। তাদের জন্য শুভ কামনা জানাই। নিশ্চয়ই আগামী বছর আপনারাও জিতবেন।’

বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম কমপ্লেক্সের বিভিন্ন ভেন্যুতে অনুষ্ঠিত এবারের স্পোর্টস কার্নিভালের ৭টি ডিসিপ্লিনের ১৩টি ইভেন্টে অংশ নেন বিএসপিএ-র শতাধিক সদস্য।

স্টকমার্কেটবিডি.কম///

ইলন মাস্ককে ৫৬ বিলিয়ন ডলার পারিশ্রমিক না দিতে পরামর্শ

স্টকমার্কেটবিডি ডেস্ক :

ইলন মাস্কের ৫৬ বিলিয়ন বা ৫ হাজার ৬০০ কোটি বার্ষিক পারিশ্রমিক প্যাকেজ শেয়ারহোল্ডারদের অনুমোদন না করার আহ্বান জানিয়েছে প্রক্সি পরামর্শক সংস্থা গ্লাস লুইস। এই প্যাকেজ অনুমোদিত হলে তা হবে যুক্তরাষ্ট্রের করপোরেট জগতের সর্বোচ্চ।

রয়টার্স জানিয়েছে, গ্লাস লুইস কয়েকটি কারণে এই প্যাকেজ বাতিলের আহ্বান জানিয়েছে। যেমন তারা বলছে, এই পারিশ্রমিক প্যাকেজ অনুমোদিত হলে কোম্পানির মালিকানা কাঠামোয় নেতিবাচক প্রভাব পড়তে পারে। তারা আরও বলেছে, ইলন মাস্ক এমন প্রকল্পে যুক্ত আছেন, যেখানে তাঁকে অনেক বেশি সময় দিতে হয়। এ ছাড়া টুইটারের প্রসঙ্গও এনেছে এই পরামর্শক সংস্থা।

এই প্যাকেজ টেসলার পরিচালনা পর্ষদ প্রস্তাব করেছে, যদিও মাস্কের সঙ্গে সখ্যের কারণে এই পর্ষদ প্রায়ই বড় ধরনের সমালোচনার মুখে পড়ে। এই পারিশ্রমিকের প্যাকেজে বেতন ও বোনাস নেই; বরং টেসলার বাজার মূলধনের ভিত্তিতে এই প্যাকেজ নির্ধারণ করা হয়েছে। টেসলার বাজার মূল্য ৬৫০ বিলিয়ন বা ৬৫ হাজার কোটি ডলার পর্যন্ত উঠেছিল; বর্তমানে যা ৫৭১ দশমিক ৬ বিলিয়ন বা ৫৭ হাজার ১৬০ কোটি ডলারে নেমে এসেছে।

চলতি বছরের জানুয়ারি মাসে যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য ডেলাওয়ারের এক আদালত এই পারিশ্রমিক অতিরিক্ত বলে খারিজ করে দেন। আদালত জানান, কোম্পানির পরিচালনা পর্ষদ মাস্কের এই বিপুল পরিমাণ অর্থের ন্যায্যতা নিশ্চিত করতে পারেনি।

ডেলাওয়ার আদালতের রায়ে বলা হয়, মাস্কের এই বেতন-ভাতা কল্পনারও অসাধ্য এবং শেয়ারহোল্ডারদের জন্য তা অন্যায্য। এই রায়ের পর ইলন মাস্ক টেসলার নিবন্ধন ডেলাওয়ার থেকে সরিয়ে টেক্সাসে নেওয়ার চেষ্টা করেন।

গ্লাস লুইস ইলন মাস্কের এই চেষ্টারও সমালোচনা করেছে। তারা বলেছে, এটা করা হলে শেয়ারহোল্ডাররা অনিশ্চিত মুনাফা ও অতিরিক্ত ঝুঁকির সম্মুখীন হবে।

 

স্টকমার্কেটবিডি.কম/////

অনির্দিষ্টকালের জন্য বন্ধ এনভয়ের পোশাক কারখানা

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

ঢাকার সাভারে শ্রমিক অসন্তোষের জেরে এনভয় গ্রুপের একটি তৈরি পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। এর আগে বিভিন্ন অভিযোগে কারখানাটির ৭১ জন শ্রমিক, কর্মচারী ও কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়।

রবিবার (২৬ মে) সকালে আব্দুল্লাহপুর-বাইপাইল সড়কের জামগড়ার ছয়তলার বেরন এলাকার এনভয় ফ্যাশনস লিমিটেডে গিয়ে অনির্দিষ্টকালের বন্ধের নোটিশ দেখতে পায় শ্রমিকরা।

নোটিশে বলা হয়, শনিবার ২৫ মে শ্রমিকরা কারখানায় প্রবেশ করে সকাল সাড়ে ৮টার দিকে কাজ বন্ধ করে একত্রিত হয় এবং অযৌক্তিক দাবি পেশ করে। একপর্যায়ে শ্রমিকরা কারখানায় উচ্ছৃঙ্খলতা, দাঙ্গা-হাঙ্গামা সৃষ্টি করলে কারখানা সাধারণ ছুটি ঘোষণা করতে বাধ্য হয় কর্তৃপক্ষ। কিন্তু কিছু উচ্ছৃঙ্খল শ্রমিক কারখানার সকল গেট অবরুদ্ধ করে সবাইকে জিম্মি করে নিয়ন্ত্রণে নেয়। কারখানা কর্তৃপক্ষ শ্রমিকদের বারবার কাজ করার জন্য বিভিন্নভাবে অনুরোধ করা সত্ত্বেও তারা কাজ না করে কারখানার মেইন গেটের সামনে অবস্থান করে বিভিন্ন অযৌক্তিক দাবি পেশ করেন।

বরখাস্তের নোটিশে বলা হয়, কারখানায় সৃষ্ট শ্রমিক অসন্তোষ এবং গুরুতর অভিযোগের ভিত্তিতে এনভয় কমপ্লেক্সের আওতাধীন মানতা অ্যাপারেলস্ লিমিটেড, এনভয় ফ্যাশনস্ লিমিটেড ও এনভয় ডিজাইন লিমিটেডের ৭১ জন ব্যক্তিবর্গের বিরুদ্ধে আনীত অভিযোগের ভিত্তিতে তাদের তদন্তকালীন সাময়িক বরখাস্ত করা হলো।

স্টকমার্কেটবিডি.কম/////