স্টকমার্কেটবিডি প্রতিবেদক :
দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সবগুলো সূচকের পতন হয়েছে। এদিন সেখানে লেনদেনও আগের দিনের চেয়ে কমেছে। এদিন চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক কমলেও লেনদেন বেড়েছে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা যায়।
সপ্তাহের প্রথম কার্যদিবস রবিবার দিনশেষে ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ৫১.০৮ পয়েন্ট কমে অবস্থান করছে ৫ হাজার ১৪৬ পয়েন্টে। আর ডিএসই শরীয়াহ সূচক ২.১২ পয়েন্ট কমে অবস্থান করছে ১১৪৯ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ১৯.১৪ পয়েন্ট কমে অবস্থান করছে ১৮৯৯ পয়েন্টে।
এদিন ডিএসইতে লেনদেন হয়েছে ৩০২ কোটি ৫ লাখ টাকা। গত বৃহস্পতিবার সেখানে লেনদেনের পরিমাণ ছিল ৩৬৩ কোটি ৭৯ লাথ টাকা।
ডিএসইতে দিনভর ৩৯২টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ারের লেনদেন হয়। এর মধ্যে ১১০টি শেয়ারের দর বেড়েছে, কমেছে ২২৮টির আর অপরিবর্তিত আছে ৫৪টির দর।
এদিন ডিএসইতে লেনদেনে এগিয়ে থাকা ১০টি কোম্পানি হলো – এনআরবি ব্যাংক, লাভেলো আইসক্রিম, ফাইন ফুডস, জেনেক্স ইনফোসিস, বিচ হ্যাচারি, বেক্স ফার্মা, আলিফ ইন্ডাস্ট্রিজ, স্কয়ার ফার্মা, অগ্নি সিস্টেমস ও সােনালী আঁশ।
অন্যদিকে দেশের অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সূচক সিএএসপিআই সূচক ১৬৫ পয়েন্ট কমে অবস্থান করছে ১৪ হাজার ৪১৯ পয়েন্টে।
দিনভর লেনদেন হওয়া ২১০টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৪৬টির, কমেছে ১৩৩টির ও দর অপরিবর্তিত রয়েছে ৩১টির।
এদিন সিএসইতে লেনদেন হয়েছে ৫ কোটি ৭৭ লাখ টাকা। গত বৃহস্পতিবার সেখানে লেনদেন হয়েছে ১২ কোটি ৫৮ লাখ টাকা।
দিনশেষে সিএসইতে লেনদেনের শীর্ষে রয়েছে মবিল যমুনা ও সোনালী লাইফ ইন্স্যুরেন্স।
স্টকমার্কেটবিডি.কম/এসবি