চট্টগ্রাম বন্দরে ৭২ ঘণ্টার বেশি থাকতে পারবে না পণ্যবাহী জাহাজ

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে মাদার ভেসেল (বড় জাহাজ) থেকে আমদানি করা পণ্য লোড করার পর লাইটার জাহাজগুলোকে (ছোট জাহাজ) ৭২ ঘণ্টার মধ্যে বন্দর সীমানা ছাড়তে নির্দেশনা জারি করেছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। রাষ্ট্রীয় প্রয়োজনে এবং বাজারে দ্রব্যমূল্য স্থিতিশীল রাখতে এ নির্দেশনা জারি করা হয়।

গতকাল বুধবার (২৬ ফেব্রুয়ারি) রাতে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের ডেপুটি কনজারভেটরের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়।

বিজ্ঞপ্তি বলা হয়, চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে মাদার ভেসেল হতে পণ্যবোঝাই করার পর লাইটার জাহাজগুলো যৌক্তিক কোনো কারণ ছাড়াই পোর্ট লিমিটের মধ্যে বিভিন্ন জায়গায় দিনের পর দিন অবস্থান করে।

যা পণ্য সরবরাহ ব্যবস্থা এবং সাধারণ জনগণের ওপর বিরূপ প্রভাব ফেলে, বাজারে পণ্যের কৃত্রিম সংকট তৈরি করে, দ্রব্যমূল্য বৃদ্ধি ও ভোক্তাদের ওপর নেতিবাচক প্রভাব ফেলে। এভাবে বাজারে কৃত্রিম সংকট সৃষ্টি করে মূল্য বৃদ্ধির অপচেষ্টা রাষ্ট্র ও জনস্বার্থের বিরোধী। সীমিত এলাকায় এত অধিক সংখ্যক লাইটার জাহাজের অবস্থানের কারণে নিরাপত্তা ব্যাহত হওয়ার পাশাপাশি অন্য সরবরাহ ব্যবস্থাপনাও বিঘ্নিত হচ্ছে।এতে আরো বলা হয়, পবিত্র রমজান মাসে নিত্যপ্রয়োজনীয় পণ্যসহ সব পণ্যের সাপ্লাই চেইন অবিঘ্নিত রাখা, বাজারে দ্রব্যমূল্য স্থিতিশীল রাখা এবং চট্টগ্রাম বন্দরের কার্যক্রম নিরবচ্ছিন্ন রাখা ও নিরাপদ নৌ চলাচলের স্বার্থে মালামাল লোড করার পর লাইটার জাহাজগুলোকে ৭২ ঘণ্টার মধ্যে বন্দর সীমানা ত্যাগ করার নির্দেশ দেওয়া হলো।

অন্যথায়, চট্টগ্রাম বন্দর আইন এবং আন্তর্জাতিক বন্দর ও জাহাজ সুবিধা (আইএসপিএস) কোড অনুযায়ী প্রযোজ্য আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

স্টকমার্কেটবিডি.কম////

বেক্সিমকোর ১৪ প্রতিষ্ঠান ২৮ ফেব্রুয়ারি থেকে বন্ধ: শ্রম উপদেষ্টা

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

‘আগামী শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) থেকে বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের লে-অফ করা ১৪ প্রতিষ্ঠানকে সম্পূর্ণ বন্ধ ঘোষণা করা হবে। একইসঙ্গে ওই প্রতিষ্ঠানগুলোর সংশ্লিষ্ট সব শ্রমিক ও কর্মচারীদের ফেব্রুয়ারি পর্যন্ত যত ধরনের পাওনা আছে তা আগামী ৯ মার্চ থেকে পর্যায়ক্রমে পরিশোধের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। ’

বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) দুপুরে সচিবালয়ে বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের শিল্প প্রতিষ্ঠানগুলোর শ্রম ও ব্যবসায় পরিস্থিতি পর্যালোচনা সংক্রান্ত উপদেষ্টা পরিষদের কমিটির এক সংবাদ সম্মেলনে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন এ কথা জানান।

শ্রম উপদেষ্টা বলেন, আগামী ২৮ ফেব্রুয়ারি থেকে বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের লে-অফ করা ১৪টি প্রতিষ্ঠানকে সম্পূর্ণ বন্ধ ঘোষণা করা হবে।

সংশ্লিষ্ট সব শ্রমিক ও কর্মচারীদের ফেব্রুয়ারি পর্যন্ত যাবতীয় পাওনাদি আগামী ৯ মার্চ থেকে পর্যায়ক্রমে পরিশোধের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

ফেব্রুয়ারি পর্যন্ত বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের লে-অফ করা ১৪টি প্রতিষ্ঠান বন্ধের জন্য ৩১ হাজার ৬শ ৬৯ জন শ্রমিক এবং ১ হাজার ৫শ ৬৫ জন কর্মকর্তার পাওনা বাবদ মোট ৫শ ২৫ কোটি ৪৬ লাখ টাকা প্রয়োজন জানিয়ে উপদেষ্টা বলেন, এরমধ্যে অর্থ বিভাগের পরিচালন ব্যয় খাত থেকে ৩শ ২৫ কোটি ৪৬ লাখ এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের আওতাধীন কেন্দ্রীয় তহবিলের বিভিন্ন হিসাব থেকে ২শ কোটি টাকা ঋণ দেওয়ার প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

শ্রমিক ও কর্মকর্তাদের পাওনা পরিশোধে কোনো ব্যাংকের কাছ থেকে টাকা পাওয়া যায়নি জানিয়ে তিনি বলেন, সব ব্যাংক প্রত্যাখ্যান করেছে যে, ‘স্যারকে আর টাকা দেওয়া যাবে না’। সম্পূর্ণ হিসাব-নিকাশে যেটা এসেছে সেই টাকা আমরা জোগাড় করতে পেরেছি।

স্টকমার্কেটবিডি.কম////

বসুন্ধরা পেপারের মূল্য সংবেদনশীল তথ্য নেই

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত কাগজ ও প্রকাশনা খাতের কোম্পানি বসুন্ধরা পেপার মিলস লিমিটেডের সাম্প্রতিক সময়ে শেয়ার দর বাড়ার পেছনে কোনো মূল্য সংবেদনশীল তথ্য নেই বলে জানিয়েছে। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

কোম্পানিটির শেয়ারের এ দর বাড়াকে অস্বাভাবিক বলে মনে করছে ডিএসই। তবে দর বাড়ার পেছনে মূল্য সংবেদনশীল কোন তথ্য কি তা জানতে চায় ডিএসই।

এ সময় বসুন্ধরা পেপার মিলসের পক্ষ থেকে জানানো হয়েছে, সম্প্রতি শেয়ারটির দর বৃদ্ধির পেছনে মূল্যসংবেদনশীল অপ্রকাশিত কোন তথ্য তাদের কাছে নেই।

স্টকমার্কেটবিডি.কম/এম/বি

লেনদেনের শীর্ষে ওরিয়ন ইনফিউশন; ২য় স্থানে বসুন্ধরা পেপার

স্টকমার্কেটবিডি ডেস্ক :

সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার দিনশেষে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে উঠে এসেছে ওরিয়ন ইনফিউশন। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, এদিন কোম্পানিটির ১৯ কোটি ৫৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। লেনদেনের তালিকায় দ্বিতীয় স্থানে বসুন্ধরা পেপার মিলসের শেয়ার লেনদেন হয়েছে ১১ কোটি ৯০ লাখ টাকা।

মিডল্যান্ড ব্যাংকের ১১ কোটি ৩২ লাখ টাকার শেয়ার লেনদেনের মাধ্যমে তৃতীয় স্থানে উঠে এসেছে।

লেনদেনের তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে- পেপার প্রসেসিংর ৯ কোটি ৯৬ লাখ, অগ্নি সিস্টেমসের ৯ কোটি ৯ লাখ, শাইনপুকুর সিরামিকসের ৮ কোটি ৯৫ লাখ, আইএফআইসি ব্যাংকের ৮ কোটি ২৮ লাখ, বিএটিবিসির ৭ কোটি ৫৭ লাখ, কাট্টালী টেক্সটাইলের ৭ কোটি ৩৬ লাখ ও ফুয়াং ফুডসের ৬ কোটি ৭৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/এসবি

  1. ওরিয়ন ইনফিউশন
  2. বসুন্ধরা পেপার মিলস
  3. মিডল্যান্ড ব্যাংক
  4. পেপার প্রসেসিং
  5. অগ্নি সিস্টেমস
  6. শাইনপুকুর সিরামিকস
  7. আইএফআইসি ব্যাংক
  8. বিএটিবিসি
  9. কাট্টালী টেক্সটাইল
  10. ফুয়াং ফুডস।

দিনশেষে সূচক কমলেও বেড়েছে লেনদেন

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সবগুলো সূচক কমেছে। তবে এদিন সেখানে লেনদেন আগের দিনের চেয়ে কমেছে। এদিন চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক ও লেনদেন কমেছে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার দিনশেষে ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ৬.৪৮ পয়েন্ট কমে অবস্থান করছে ৫ হাজার ২৪৭ পয়েন্টে। আর ডিএসই শরীয়াহ সূচক ৬.৭০ পয়েন্ট কমে অবস্থান করছে ১১৬৭ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ২০.৬৪ পয়েন্ট কমে অবস্থান করছে ১৯০৫ পয়েন্টে।

এদিন ডিএসইতে লেনদেন হয়েছে ৪৮৭ কোটি ৮৫ লাখ টাকা। গতকাল বুধবার সেখানে লেনদেনের পরিমাণ ছিল ৪৬৩ কোটি ৩৯ লাখ টাকা।

ডিএসইতে দিনভর ৩৯৯টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ারের লেনদেন হয়। এর মধ্যে ১৯৩শেয়ারের দর বেড়েছে, কমেছে ১৩৩টির আর অপরিবর্তিত আছে ৭৩টির দর।

এদিন ডিএসইতে লেনদেনে এগিয়ে থাকা ১০টি কোম্পানি হলো – ওরিয়ন ইনফিউশন, বসুন্ধরা পেপার মিলস, মিডল্যান্ড ব্যাংক, পেপার প্রসেসিং, অগ্নি সিস্টেমস, শাইনপুকুর সিরামিকস, আইএফআইসি ব্যাংক, বিএটিবিসি, কাট্টালী টেক্সটাইল ও ফুয়াং ফুডস।

অন্যদিকে দেশের অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সূচক সিএএসপিআই সূচক ৫০.১৯ পয়েন্ট কমে অবস্থান করছে ১৪ হাজার ৬৩৩ পয়েন্টে।

দিনভর লেনদেন হওয়া ২১৯টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৯৭টির, কমেছে ৯১টির ও দর অপরিবর্তিত রয়েছে ৩১টির।

এদিন সিএসইতে লেনদেন হয়েছে ১০ কোটি ৩৯ লাখ টাকা। গতকাল বুধবার সেখানে ১০ কোটি ৮৯ লাখ টাকার লেনদেন হয়েছে।

দিনশেষে সিএসইতে লেনদেনের শীর্ষে রয়েছে স্কয়ার ফার্মা।

স্টকমার্কেটবিডি.কম/এসবি

রমজানে প্রয়োজনীয় নিত্যপণ্যের সরবরাহ নিয়ে যা জানালেন ভোক্তার ডিজি

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

ভোজ্যতেল ব্যতিরেকে অন্যান্য পণ্য যেমন খেজুর, মসলা জাতীয় ‍কিছু পণ্য, ছোলা ও ফলের পর্যাপ্ত সরবরাহ আছে বলে জানিয়েছেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক মোহাম্মদ আলীম আখতার। আজ বৃহস্পতিবার পবিত্র রমজানে নিত্যপণ্যের বাজার নিয়ন্ত্রণ পরিকল্পনা নিয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেছেন।

তিনি আরো বলেন, ‘বাজারে আমদানি এবং সরবরাহ পর্যাপ্ত আছে। কিন্তু ভোজ্যতেল নিয়ে এখন পর্যন্ত কিছুটা অস্বস্তি আছে।

তবে যতটুকু আছে সেটি নিয়ে খুচরা ব্যবসায়ীরা সুযোগ নিচ্ছে। সরকার ইতোমধ্যে টিসিবির মাধ্যমে ট্রাক সেল কর্মসূচি চালু করেছে। এছাড়াও কিছু কিছু কোম্পানি ও প্রতিষ্ঠান আমার কাছে চিঠি দিচ্ছেন, রমজানে তারা বিভিন্ন জায়গায় স্বল্প মূল্যে পণ্য দিতে চান। এজন্য আমি দুই সিটি কর্পোরেশন ও ডিএমপিকে তাদের পর্যাপ্ত সহযোগিতা করার জন্য চিঠি দিয়েছি।

স্টকমার্কেটবিডি.কম////

ফার্ষ্ট সিকিউরিটজ ব্যাংকের নতুন সচিব নিয়োগ

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংকিং খাতের প্রতিষ্ঠান আল ফার্ষ্ট সিকিউরিটজ ইসলামী ব্যাংক পিএলসির নতুন ভারপ্রাপ্ত কোম্পানি সচিব (সিএস) নিয়োগ পেয়েছেন নিজাম কাজী এসিএস। ডিএসই সূত্রে এসব তথ্য জানা যায়।

সূত্র জানায়, সম্প্রতি অনুষ্ঠিত এক বোর্ড সভায় ব্যাংকটির নতুন সিএস হিসাবে সিনিয়র এসিস্টেন্ট ভাইস প্রেসিডেন্ট নিজাম কাজী এসিএসকে নিয়োগ দেওয়া হয়েছে।

গত ২৫ ফেব্রয়ারি থেকে ব্যাংকটির সচিবের দ্বায়িত্ব পালন করছেন তিনি।

স্টকমার্কেটবিডি.কম/এসবি

আল আরাফাহ ব্যাংকের নতুন সচিব নিয়োগ

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংকিং খাতের প্রতিষ্ঠান আল আরাফাহ ইসলামী ব্যাংক পিএলসির নতুন ভারপ্রাপ্ত কোম্পানি সচিব (সিএস) নিয়োগ পেয়েছেন মোহাম্মদ মনিরুজ্জামন এফসিএ। ডিএসই সূত্রে এসব তথ্য জানা যায়।

সূত্র জানায়, সম্প্রতি অনুষ্ঠিত এক বোর্ড সভায় ব্যাংকটির নতুন সিএস হিসাবে সিনিয়র এসিস্টেন্ট ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ মনিরুজ্জামন এফসিএকে নিয়োগ দেওয়া হয়েছে।

গত ২০ ফেব্রয়ারি থেকে ব্যাংকটির সচিবের দ্বায়িত্ব পালন করছেন তিনি।

স্টকমার্কেটবিডি.কম/এসবি

আফতাব অটোসের ঋণমান প্রকাশ

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত প্রকৌশল খাতের কোম্পানি আফতাব অটোমোবাইলস লিমিটেডের ঋণমান প্রকাশ করা হয়েছে। ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানানো হয়।

সম্প্রতি এই রেটিং প্রকাশ করেছে ক্রেডিট রেটিংস এজেন্সি অফ বাংলাদেশ লিমিটেড (সিআরএবি)।

সূত্রটি জানায়, উক্ত সময় কোম্পানিটির দীর্ঘমেয়াদি ঋণমান এসেছে ‘এ২’। আর স্বল্প মেয়াদি ঋণমান এসেছে ‘এসটি-৩’।

২০২৩ সালের ৩০ জুন সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত প্রতিবেদন ও চলতি বছরের ৩১ ডিসেম্বর পর্যন্ত অনিরীক্ষিত প্রতিবেদন এবং হালনাগাদ অন্যান্য আর্থিক উপাত্তের ভিত্তিতে এ সিদ্ধান্তে উপনীত হয়েছে সিআরএবি।

স্টকমার্কেটবিডি.কম////