স্টকমার্কেটবিডি প্রতিবেদক :
জিপিএইচ ইস্পাতের পাঁচ হাজার কোটি টাকার প্রেফারেন্স শেয়ার ইস্যু করার আবেদন প্রত্যাখ্যান করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।
গত বছর অক্টোবর মাসের শুরুতে ডিএসইর ওয়েবসাইটের এক ঘোষণায় জানানো হয়, জিপিএইচ ইস্পাত পাঁচ হাজার কোটি টাকার মূলধন সংগ্রহে প্রেফারেন্স শেয়ার বাজারে ছাড়ার পরিকল্পনা করছে। কিন্তু ১৯ জুন বিএসইসির পাঠানো চিঠিতে বলা হয়েছে, কমিশন এই প্রস্তাবে অনুমতি দিতে পারছে না। তবে কেন অনুমোদন দেওয়া হলো না, সে সম্পর্কে বিস্তারিত কিছু জানানো হয়নি।
এ ছাড়া গত ফেব্রুয়ারি মাসে কোম্পানিটি এক বিজ্ঞপ্তিতে জানায়, মূলধন সংগ্রহে হংকং স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত হতে চায় জিপিএইচ ইস্পাত। এ লক্ষ্যে জিপিএইচ ইস্পাতের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল হংকং সফর করেছে।
২০১২ সালে জিপিএইচ ইস্পাত দেশের শেয়ারবাজারে তালিকাভুক্ত হয়। প্রাথমিক গণপ্রস্তাব বা আইপিওর মাধ্যমে কোম্পানিটি শেয়ারবাজার থেকে ৬০ কোটি টাকা সংগ্রহ করেছিল। আইপিওতে কোম্পানিটি দুই কোটি শেয়ার ইস্যু করেছিল। বর্তমানে এটি ৪৮৪ কোটি টাকার মূলধনের একটি কোম্পানি। আজ ডিএসইতে এই কোম্পানির শেয়ারের দাম ছিল সর্বশেষ ১৭ টাকা ২০ পয়সা।
প্রেফারেন্স শেয়ার হলো কোম্পানির এমন একধরনের শেয়ার, যেখান থেকে শেয়ারহোল্ডাররা সাধারণ শেয়ারের তুলনায় বিশেষ সুবিধা পান। এই শেয়ারধারীরা পূর্বনির্ধারিত লভ্যাংশ পান এবং কোম্পানি বন্ধ হলে মূলধন ফেরত লাভের ক্ষেত্রে অগ্রাধিকার পান, কিন্তু তাঁদের সাধারণত ভোটাধিকার থাকে না বা সীমিত থাকে। অর্থাৎ প্রেফারেন্স শেয়ারধারীরা তুলনামূলকভাবে কম ঝুঁকি নিয়ে কিছু নিরাপত্তা নিশ্চিত করতে পারেন; এটি বিনিয়োগের ক্ষেত্রে সুবিধাজনক মাধ্যম হিসেবে পরিচিত।
স্টকমার্কেটবিডি.কম///