1. সোনালী পেপার
  2. সাপোর্ট
  3. রূপালী লাইফ ইন্স্যুরেন্স
  4. ওরিয়ন ইনফিউশন
  5. সিভিও পেট্রো
  6. প্রগতি লাইফ ইন্স্যুরেন্স
  7. খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ
  8. ডমিনেজ স্টিলস
  9. কে এন্ড কিউ
  10. ফারইষ্ট নিটিং এন্ড ডায়িং।

দিনশেষে সূচকের সাথে বেড়েছে লেনদেন

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের উত্থান হয়েছে। এদিন সেখানে লেনদেনও আগের দিনের চেয়ে বেড়েছে। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক ও লেনদেন বেড়েছে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

সপ্তাহের তৃতীয় কর্মদিবস মঙ্গলবার দিনশেষে ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ২৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫,৪১৫ পয়েন্টে। আর ডিএসই শরীয়াহ সূচক ৮.১৮ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১১৭১ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ২.৭৯ পয়েন্ট কমে অবস্থান করছে ২০৮১ পয়েন্টে।

এদিন ডিএসইতে লেনদেন হয়েছে ৬৯৬ কোটি ৮০ লাখ টাকা। গতকাল সোমবার সেখানে লেনদেনের পরিমাণ ছিল ৫৯৯ কোটি ৩৩লাখ টাকা।

ডিএসইতে দিনভর ৩৯৭টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ারের লেনদেন হয়। এর মধ্যে ২০৭টি শেয়ারের দর বেড়েছে, কমেছে ১৩০টির আর অপরিবর্তিত আছে ৬০টির দর।

এদিন ডিএসইতে লেনদেনে এগিয়ে থাকা ১০টি কোম্পানি হলো – সোনালী পেপার, সাপোর্ট, রূপালী লাইফ ইন্স্যুরেন্স, ওরিয়ন ইনফিউশন, সিভিও পেট্রো, প্রগতি লাইফ ইন্স্যুরেন্স, খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ, ডমিনেজ স্টিলস, কে এন্ড কিউ ও ফারইষ্ট নিটিং এন্ড ডায়িং।

অন্যদিকে দেশের অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) প্রধান সূচক সিএএসপিআই সূচক ৪৪.৯২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৫ হাজার ৭৯ পয়েন্টে।

দিনভর লেনদেন হওয়া ২৩০টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১১৭টির, কমেছে ৮৫টির ও দর অপরিবর্তিত রয়েছে ২৮টির।

এদিন সিএসইতে লেনদেন হয়েছে ১৬ কোটি ১ লাখ টাকা। গতকাল সোমবার সেখানে ১২ কোটি ৭৩ লাখ টাকার লেনদেন হয়।

দিনশেষে সিএসইতে লেনদেনের শীর্ষে রয়েছে ফাইন ফুডস।

স্টকমার্কেটবিডি.কম/এসবি

চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্সের নতুন চেয়ারম্যান নিয়োগ

স্টকমার্কেটবিডি ডেস্ক :

চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্স কোম্পানী লিমিটেডের নতুন চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন ইঞ্জিনিয়ার মোঃ নুরুল আকতার।

সম্প্রতি অনুষ্ঠিত বিমাটির পরিচালনা বোর্ডের সভায় নতুন চেয়ারম্যান নির্বাচিত করেন বিমাটি পরিচালনা বোর্ড।

ভাইস চেয়ারম্যান জনাব ইঞ্জিনিয়ার মোঃ নুরুল আকতার হলেন বাংলাদেশের অন্যতম বৃহৎ ব্যবসায়িক গ্রুপ এবং এনার্জিপ্যাক ইলেকট্রনিক্স লিঃ এর ব্যবস্থাপনা পরিচালক ।

স্টকমার্কেটবিডি.কম////

তাওফিকা ফুডসের বোর্ড সভা আহবান

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত খাদ্য ও আনুসাঙ্গিক খাতের কোম্পানি তাওফিকা ফুডস ও লাভেলো আইসক্রিমের বাৎসরিক বোর্ড সভা আগামী  ১১ অক্টোবর আহবান করা হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র থেকে জানা যায়, এদিন বেলা ৩টায় রাজধানীর বনানীতে প্রধান কার্যালয়ে বোর্ড সভাটি অনুষ্ঠিত হবে।

আসন্ন বোর্ড সভায় ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) লিস্টিং রেগুলেশন ২০১৫ এর ১৯(১) অনুযায়ী ৩১ জুন শেষ হওয়া ২০২৫ সালের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

এছাড়া রেকর্ড ডেট ও এজিএমের দিন ঘোষণা করা হবে। এ বোর্ড সভায় শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশ ঘোষণা করবে কোম্পানিটি।

একইদিনে আরেক বোর্ড সভায় কোম্পানিটির চলতি বছরের প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

স্টকমার্কেটবিডি.কম/এসবি

ইসলামী ব্যাংক থেকে বরখাস্ত ২০০ কর্মকর্তা, ওএসডি ৪৭৭১

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

চাকরির নিয়ম ভাঙার অভিযোগে ইসলামী ব্যাংক মোট ৪ হাজার ৭৭১ কর্মকর্তাকে ওএসডি (অফিসার অন স্পেশাল ডিউটি) এবং আরও ২০০ জনকে চাকরি থেকে বরখাস্ত করেছে।

গত ২২ সেপ্টেম্বর বিশেষ দক্ষতা মূল্যায়ন পরীক্ষায় উপস্থিত না হওয়ার পর এই সিদ্ধান্ত নিয়েছে ইসলামী ব্যাংক কর্তৃপক্ষ। মোট ৫ হাজার ৩৮৫ জন কর্মকর্তাকে ওই পরীক্ষা দিতে বলা হয়েছিল। ব্যাংকটির বর্তমান কর্তৃপক্ষ বলছে, তাদের নিয়োগ প্রশ্নবিদ্ধ ছিল।

সংশ্লিষ্ট সূত্র দ্য ডেইলি স্টারকে জানায়, ২০১৭ সালে দেশের বৃহত্তম বেসরকারি ব্যাংকটিকে জোরপূর্বক দখলে নেয় এস আলম গ্রুপ। তারপর কোনো পরীক্ষা ছাড়াই এবং ভুয়া সনদপত্রের মাধ্যমে এসব কর্মকর্তা নিয়োগ দেওয়া হয়।

এ বিষয়ে জানতে চাইলে ইসলামী ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক এম কামাল উদ্দিন জসীম বলেন, এস আলম গ্রুপের আমলে প্রায় ১১ হাজার নিয়োগ দেওয়া হয়েছিল। এই নিয়োগের বেশিরভাগ ছিল অস্বচ্ছ এবং কোনো অফিসিয়াল সার্কুলার জারি করা হয়নি। গত ২৭ সেপ্টেম্বরের পরীক্ষায় মাত্র ৪১৪ জন অংশগ্রহণ করে।

এম কামাল উদ্দিন জসীম জানান, যারা পরীক্ষা দেননি তাদের ওএসডি করা হয়েছে। এছাড়া প্রায় ২০০ জনকে শৃঙ্খলা ভাঙার কারণে সরাসরি চাকরিচ্যুত করা হয়েছে।

তার ভাষ্য, ‘বরখাস্তের জন্য কোনো নির্দিষ্ট কারণ দেখানোর প্রয়োজন নেই। কারণ কোম্পানি চাইলে তিন মাসের বেতন পরিশোধ করে কর্মচারীকে চাকরিচ্যুত করতে পারে।’

ওএসডি হওয়া কর্মকর্তাদের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত কয়েক দিনের মধ্যে নেওয়া হবে। তারা আপাতত কোনো দায়িত্ব পালন করছেন না বলে জানান তিনি।

‘ইসলামী ব্যাংক মানবিক বিবেচনা দেখিয়েছে, কারণ এস আলম আমলে নিয়োগ পাওয়া এখনো প্রায় ১০ হাজার কর্মচারী বহাল আছে,’ যোগ করেন তিনি।

গত বছরের আগস্টে আগস্টে আওয়ামী লীগ সরকারের পতন হলে সাত বছর পর ইসলামী ব্যাংক থেকে এস আলম গ্রুপের নিয়ন্ত্রণ শেষ হয়।

স্টকমার্কেটবিডি.কম////

তিন প্রকল্পে ৩ হাজার ৬২৯ কোটি টাকা দেবে এডিবি

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

খুলনা অঞ্চলে লবণাক্ততামুক্ত সুপেয় পানি সরবরাহে ১৫ কোটি ডলারসহ তিন প্রকল্পে ২৯ কোটি ৯৬ লাখ ডলার ঋণ-অনুদান দেবে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। যা বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ প্রায় ৩ হাজার ৬২৯ কোটি টাকা।

সোমবার নগরীর এনইসি সম্মেলন কক্ষে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব মো. শাহরিয়ার কাদের ছিদ্দিকী ও এডিবি কান্ট্রি ডিরেক্টর হো ইউন জিয়ং এ সম্পর্কিত চুক্তিতে সই করেন।

খুলনা শহরের সুবিধাবঞ্চিত বাসিন্দাদের জন্য পানি সরবরাহ পরিষেবা সম্প্রসারণ এবং শুষ্ক মৌসুমে টেকসই পাইপলাইনের মাধ্যমে পানি সরবরাহ নিশ্চিত করার জন্য ভূগর্ভস্থ পানির লবণাক্ততা মোকাবিলায় ঋণ দেবে এডিবি। ঋণের পরিমাণ ১৫ কোটি ডলার। ঋণের পাশাপাশি এই প্রকল্পে ৪ মিলিয়ন ডলার অনুদান দেবে সংস্থাটি।

এডিবির কান্ট্রি ডিরেক্টর বলেন, প্রকল্পটি জলবায়ু-সহনশীল এবং টেকসই সমাধান প্রবর্তনের মাধ্যমে খুলনা শহরের ভূ-পৃষ্ঠের পানির রূপান্তরকে এগিয়ে নিয়ে যাবে। প্রকল্পটি ১৭ দশমিক ৮ মিলিয়ন মানুষকে নির্ভরযোগ্য, নিরবচ্ছিন্ন পানি সরবরাহ করবে, বিদ্যমান অবকাঠামোগত উন্নয়ন করবে। খুলনা পানি সরবরাহ প্রকল্প (দ্বিতীয় পর্যায়) ২০৫০ সাল পর্যন্ত চাহিদা মেটাতে পরিকল্পিত একটি সিস্টেমের মাধ্যমে সুবিধাবঞ্চিত সম্প্রদায়গুলোতে পাইপলাইনের মাধ্যমে পানি পরিষেবা সম্প্রসারণ করবে।

স্টকমার্কেটবিডি.কম/////

বুধবার থেকে চারদিনের ছুটিতে শেয়ারবাজার ও ব্যাংক

স্টকমার্কেটবিডি ডেস্ক :

বাঙালি সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে বুধবার (১ অক্টোবর) থেকে টানা চার দিন শেয়ারবাজার ও ব্যাংকের কার্যক্রম বন্ধ থাকবে। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) শেয়ারবাজার ও ব্যাংক সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, দুর্গাপূজা উপলক্ষে ১ অক্টোবর নির্বাহী আদেশে ছুটি থাকবে। বৃহস্পতিবার (২ অক্টোবর) বিজয়া দশমী উপলক্ষে একদিন ছুটি থাকবে। এরপর শুক্রবার (৩ অক্টোবর) ও শনিবার (৪ অক্টোবর) সাপ্তাহিক বন্ধ। সবমিলিয়ে চারদিন দেশের আর্থিক খাতের কার্যক্রম বন্ধ থাকবে। ছুটি শেষে ৫ অক্টোবর থেকে শেয়ারবাজার ও ব্যাংকের লেনদেন শুরু হবে।

এদিকে, ঢাকা স্টক এক্সচেঞ্জ ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ জানিয়েছে, ছুটি শেষে রবিবার থেকে সাধারণ সময়ের মত অর্থাৎ সকাল ১০টায় শুরু থেকে শেয়ারবাজারে লেনদেন চলবে। অন্যদিকে ছুটি শেষে রবিবার থেকে সাধারণ সময়ের মতোই ব্যাংকগুলোতে লেনদেন চলবে।

স্টকমার্কেটবিডি.কম/////

বিডি ল্যাম্পসের বোর্ড সভা আহবান

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত প্রকৌশল খাতের কোম্পানি বিডি ল্যাম্পস লিমিটেডের বাৎসরিক বোর্ড সভা আগামী ১২ অক্টোবর আহবান করা হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র থেকে জানা যায়, সেদিন বেলা ৩ টায় রাজধানীতে কোম্পানিটির প্রধান কার্যালয়ে বোর্ড সভাটি অনুষ্ঠিত হবে।

আসন্ন বোর্ড সভায় ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) লিস্টিং রেগুলেশন ২০১৫ এর ১৯(১) অনুযায়ী ৩০ জুন শেষ হওয়া ২০২৫ সালের কোম্পানিটির নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

এ সভায় কোম্পানিটি বিনিয়োগকারীদের জন্য লভ্যাংশ ঘোষণা করা হবে। এছাড়া রেকর্ড ডেট ও এজিএমের দিন ঘোষণা করা হবে।

স্টকমার্কেটবিডি.কম/এসবি

বার্জার পেইন্টসের ঋণমান প্রকাশ

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত রসায়ন ও ঔষুধ শিল্প খাতের কোম্পানি বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেডের ঋণমান প্রকাশ করেছে। সম্প্রতি এই রেটিং প্রকাশ করেছে ক্রেডিট রেটিং ইনফরমেশন এন্ড সার্ভিসেস লিমিটেড (সিআরআইএসএল)। ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানানো হয়।

সূত্রটি জানায়, উক্ত সময় কোম্পানিটির দীর্ঘমেয়াদি ঋণমান এসেছে ‘এএএ’। আর স্বল্প মেয়াদি ঋণমান এসেছে ‘এসটি-১’।

২০২৫ সালের সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত প্রতিবেদন ও হালনাগাদ অন্যান্য আর্থিক উপাত্তের ভিত্তিতে এ সিদ্ধান্তে উপনীত হয়েছে সিআরআইএসএল।

স্টকমার্কেটবিডি.কম/এসবি

বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্সের ঋণমান প্রকাশ

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বিমা খাতের কোম্পানি বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের ঋণমান ‘এএএ’। আর স্বল্পমেয়াদি ঋণের ঋণমান এসেছে এসটি-১। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সম্প্রতি এই রেটিং প্রকাশ করেছে ইমাজিং ক্রেডিট রেটিং লিমিটেড (ইসিআরএল)।

২০২১-২০২৪ সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন এবং চলতি বছরের ৩০ জুন পর্যন্ত অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন ও হালনাগাদ অন্যান্য আর্থিক উপাত্তের ভিত্তিতে এ সিদ্ধান্তে উপনীত হয়েছে ইসিআরএল।

স্টকমার্কেটবিডি.কম/এসবি