বৈদেশিক মুদ্রার রিজার্ভ সাড়ে ২৭ বিলিয়ন ডলার ছাড়াল

স্টকমার্কেটবিডি ডেস্ক :

বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ আবারও ঊর্ধ্বমুখী। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ হিসাব অনুযায়ী, দেশের মোট (গ্রস) রিজার্ভের পরিমাণ সাড়ে ২৭ বিলিয়ন ডলার ছাড়িয়েছে।

বৃহস্পতিবার সন্ধ্যায় কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান সাংবাদিকদের এ তথ্য জানান।

তিনি জানান, আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) হিসাবপদ্ধতি বিপিএম-৬ অনুযায়ী বর্তমানে গ্রস রিজার্ভের পরিমাণ দাঁড়িয়েছে ২৭ দশমিক ১২ বিলিয়ন ডলার।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, গত ৬ অক্টোবর রিজার্ভের পরিমাণ ছিল ২৬ দশমিক ৮০ বিলিয়ন ডলার। অর্থাৎ কয়েক দিনের ব্যবধানে রিজার্ভ বেড়েছে প্রায় ৩২ কোটি ডলার।

কেন্দ্রীয় ব্যাংকের এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানিয়েছেন, সম্প্রতি রেমিট্যান্স প্রবাহ ও রপ্তানি আয় বৃদ্ধি পাওয়ায় ব্যাংকগুলোর হাতে ডলারের জোগান বেড়েছে। এসব ব্যাংক অতিরিক্ত ডলার অন্য ব্যাংক ও কেন্দ্রীয় ব্যাংকের কাছে বিক্রি করছে, যার ফলে রিজার্ভে ইতিবাচক প্রবাহ দেখা যাচ্ছে।

স্টকমার্কেটবিডি.কম////

সিটি ব্যাংকে বিনিয়োগ করবে আইটি কনসালটেন্টস

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত আইটি খাতের কোম্পানি আইটি কনসালটেন্টস পিএলসি সিটি ব্যাংকের সাবসিডিয়ারি কোম্পানিতে বিনিয়োগ করবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সম্প্রতি অনুষ্ঠিত এক বোর্ড সভায় কোম্পানিটির এই বিনিয়োগের সিদ্ধান্ত নেয় পরিচালকরা। সিটি ক্রেডিট বুরো নামে একটি কোম্পানিতে বিনিয়োগ করতে চায় কোম্পানিটি। তবে কি পরিমাণ অর্থ বিনিয়োগ করবে তা প্রকাশ করেনি ডিএসই।

সিটি ব্যাংকের একটি সাবসিডিয়ারি কোম্পানি সিটি ক্রেডিট বুরো পিএলসির ১০ শতাংশ শেয়ারের মালিকানা পাবে তারা। আর এতেই আইটি কনসালটেন্টসকে উক্ত ফাইন্যান্সিয়াল কোম্পানিটি পরিচালনার সকল দায়িত্ব দেওয়া হবে।

স্টকমার্কেটবিডি.কম///

ক্রাউন সিমেন্টের বোর্ড সভা আহবান

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত সিমেন্ট শিল্প খাতের কোম্পানি ক্রাউন সিমেন্ট লিমিটেডের বাৎসরিক বোর্ড সভা আগামী ১৯ অক্টোবর অনুষ্ঠিত হবে ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

সূত্র থেকে জানা যায়, সেদিন বেলা ৩টায় রাজধানীর গুলশানে অবস্থিত কোম্পানিটির প্রধান কার্যালয়ে বোর্ড সভাটি অনুষ্ঠিত হবে।

আসন্ন বোর্ড সভায় ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) লিস্টিং রেগুলেশন ২০১৫ এর ১৯(১) অনুযায়ী ৩০ জুন শেষ হওয়া ২০২৫ সালের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

এ সভায় বিনিয়োগকারীদের জন্য লভ্যাংশ ঘোষণা করা হবে। এছাড়া রেকর্ড ডেট ও এজিএমের দিন ঘোষণা করা হবে।

স্টকমার্কেটবিডি.কম/এসবি

ডেসকোর নো ডেভিডেন্ট ঘোষণা

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারের তালিকাভুক্ত জ্বালানী ও শক্তি শিল্প খাতের কোম্পানি ডেসকোর পরিচালনা বোর্ড শেয়ারহোল্ডারদের জন্য নো ডেভিডেন্ট ঘোষণা করেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

বৃহস্পতিবার (৯ অক্টোবর) অনুষ্ঠিত বোর্ড সভায় ৩০ জুন ২০২৫ সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন অনুযায়ী কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান (ইপিএস) হয়েছে ৩.১৫ টাকা। এসময় কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৩৫.৩৩ টাকা।

কোম্পানিটির বার্ষিক সাধারণ সভার (এজিএম) দিন ১৭ জানুয়ারি নির্ধারণ করা হয়েছে। আর রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ২০ নভেম্বর।

স্টকমার্কেটবিডি.কম/এসবি

তাওফিকা ফুডসের লভ্যাংশ ঘোষণা

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারের তালিকাভুক্ত খাদ্য ও সহযোগী শিল্প খাতের কোম্পানি তাওফিকা ফুডস ও লাভেলো আইসক্রিম লিমিটেডের পরিচালনা বোর্ড শেয়ারহোল্ডারদের জন্য ১১ শতাংশ নগদ ও ৫ শতাংশ বোনাস লভ্যাংশ ঘোষণা করেছে। ডিএসই’র সূত্রে এ তথ্য জানা গেছে।

বৃহস্পতিবার (৯ অক্টোবর) অনুষ্ঠিত বোর্ড সভায় ৩০ জুন ২০২৫ সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন অনুযায়ী কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১.৬৫ টাকা। এসময় কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ (এনএভি) দাঁড়িয়েছে ১২.০১ টাকা।

কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ৩০ ডিসেম্বর সকাল ১০টায় ডিজিটাল প্লাটফর্মে অনুষ্ঠিত হবে। আর রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ৬ নভেম্বর।

স্টকমার্কেটবিডি.কম/এসবি